ভাই ফরেক্স কোন অবসর সময়ের কাজ না যে আপনি যখন-তখন করতে পারবেন। এই ব্যবাসয় আপনাকে অনেক বেশি ধৈর্য্য সহকারে, পর্যাপ্ত সময় ব্যয় করে কাজ করতে হবে। তা নাহলে এই ব্যবসার কোন কিছুই আপনার মাথায় থাকবে না।কারন মার্কেটের সিনারীয় বা দৃশ্য সব সময় একই রকম থাকে না। এর জন্য আপনাকে মার্কেটের সাথে সাথে গা ভাষিয়ে চলতে হবে। আমি বর্তমানে একজন পার্ট-টাইম ফরেক্স ট্রেডার । কিন্তু ফরেক্স কে আমার প্রোফেসনাল হিসেবে নেবার ইচ্ছে । ইচ্ছে আছে আরও কিছুদিন ফরেক্স নিয়ে পড়াশুনা করে বড় একটা ক্যাপিটাল নিয়ে ট্রেড শুরু করব ।