-
: 0
হে ভাই আমিও খুব খুশি । কেন না আমার ও ফোরামের বোনাস আমার মুল ফরেক্স এ যোগ হয়ে গেছে, যদিও আমার বোনাসের পরিমান তেমনবেশি না। খুবি ভাল লাগছে। আর বিশ্বাস ছিল যে এটা পাব। তাই আমি করছি আপনারা যারা এখন ও আপনাদের বোনাস টা পান নি , দয়া করে হতাশ হবেন না । আপনাদের ৭ তারিখ পর্যন্ত অপেক্কা করতে হবে। আশা করি এই সময়ের মধ্যে পেয়ে যাবেন। কেন না সঠিক পরিশ্রম কখনও ব্রিতা যায় না।
-
ডেমোতে আমরা যেকোন পরিমান নিয়ে ট্রেড করতে পারি। কিন্ত এক্ষেত্রে দেখা যায় বড় ব্যালেন্স দিয়ে ট্রেড করে আমাদের অভ্যাস খারাপ হয়ে যায়। পরে দেখা যায় আমরা সেই পরিমান টাকা বিনিয়োগ করতে পারি। ফলে ছোট পরিমান লট সাইজ ব্যবহার করে ট্রেড করতে হয় এবং প্রফিট খুবই কম হয়। তাই ডেমোতেও ১০০-২০০ ডলার দিয়ে ট্রেড প্র্যাক্টিস করলে ভালো হয়।
-
হ্যা ভাই আমি আপনার সাথে একমত, ফরেক্সে ডেমো প্রাকটিসের কোন বিকল্প নেই। ফরেক্সে সফলতা অর্জন করতে হলে দক্ষতা অর্জন করতে হবে আর দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ডেমো প্রাকটিস করতে হবে। ডেমো প্রাকটিস কে বলা হয়ে থাকে ফরেক্স মার্কেটের প্রবেশদ্বার। আর আপনি প্রবেশদ্বার থেকে এন্ট্রি নিতে চেস্টা না করে অন্য ওয়ে তে চেস্টা করলে কখেনোই এন্ট্রি নিতে পারবেন না। তাই প্রচুর ডেমো প্রাকটিস করতে হবে।
ফরেক্সে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে দীর্ঘ সময় ডেমো প্রাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। কমপক্ষে ছয় মাস ডেমো প্রাকটিস করা উচিৎ। এর পরে দক্ষতা অর্জন করতে পারলে রিয়েল ট্রেডে যাওয়া উচিৎ। লাইল ট্রেডিং এ যাওয়ার পরেও ডেমো অনুশীলন কন্টিনিউ করা উচিৎ। যখনই ডেমো তে ভালো কোন সংকেত পাওয়া যাবে তখন লাইভ ট্রেডিং এ এসে ট্রেড নেয়া উচিৎ।
-
হ্যা অবশ্যই ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই যে যত ডেমো প্যাকটিস করে সে ততো ভাল ফরেক্স এ রিয়েল ট্রেডিং করতে পারে।তাই আমাদের উচিৎ বেশি করে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করা ।ডেমোতে কম ভলিউমে ভাল সফলতা পান তাহলে আপনি সফল ট্রেডার হতে পার বেন না হয় লস ছাড়া এই মার্কেটে কিছুই পাবেন না। ডেমোতে আপনি ফরেক্সে টিকে থাকার মন্ত্র রপ্ত করতে পারবেন ।
-
আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে জানাতে চাই ফরেক্স কোন ভয়ের বিষয় নয় । সামান্য কিছু কউশল অবল্মভন করলেই প্রফিট করা যায় । ডিলি চ্যানেলের সাথে আওয়ারলি চ্যানেলের এবং টেকনিক্যাল এনালাইসিস <আমি পিভোট পয়েন্ট ব্যাবহার করি> এর মিল করে লোভটাকে বরজন করে যদি ট্রেড দেয়া যায় তবে প্রফিট হবেই ।
-
আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আলোকিত করতে চাই যে ফরেক্সে কোনও ভয় নেই। কিছুটা প্রবণতা দিয়ে উপকার করা যায়। আওয়ারলি চ্যানেল এবং প্রযুক্তিগত বিশ্লেষণের সাথে ডেইলি চ্যানেলকে একীভূত করে <আমি আবর্তিত পয়েন্টগুলি ব্যবহার করি> উত্সাহটি প্রকাশের মাধ্যমে, এক্সচেঞ্জটি যে অফারে দেওয়া যায়, সেই সুযোগে সেখানে সুবিধা হবে।
-
ফরেক্স করার আগে ডেমো প্রাকটিকসের কোন বিকল্প নেই ,, আমার মতে যে ট্রেডার যত বেশি ডেমোতে প্রাকটিকস করবে সে ট্রেডার তত বেশি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হবে ,, কোন ট্রেড কিভাবে ওপেন করতে হয় আজ মার্কেট বাই না সেলে যাবে কোন ইনডিকেটর ফলো করলে মার্কেট ভালভােবে বুঝা যাবে সেটা একমাত্র ডেমো প্রাকটিকসের মাধ্যমে যানা যায় । তাই আমি বলতে চায় ফরেক্স করার আগে ডেমো করার কোন বিকল্প নেই । ধন্যবাদ
-
নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি যখন ফরেক্সে আসবেন তার পূর্বে আপনার উচিত অবশ্যই বেশ কিছুদিন ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করা।ঠিক ততদিন যতদিন না আপনার মনে হয় যে আপনি সবকিছু সম্পর্কে বুঝতে পারছেন এবং আপনার চিন্তাভাবনাগুলো কোন মানুষগুলো কিছুটা ঠিক পথে এগোচ্ছে।যদি আপনি মনে করেন যে আপনার সবকিছু সঠিকভাবে পরিচালনা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করার পর তাহলে আপনি অবশ্যই লাইভ ট্রেডিংয়ে অংশগ্রহণ করতে পারেন। ডেমো অ্যাকাউন্ট কিংবা ডেমো প্র্যাকটিস আমাদের নানান দিক দিয়ে সহায়তা করে আসছে,পরে কাজে লাগাতে পারে আমাদের মূল জায়গায়।
-
ডেমোতে আমরা যেকোন পরিমান নিয়ে ট্রেড করতে পারি। কিন্ত এক্ষেত্রে দেখা যায় বড় ব্যালেন্স দিয়ে ট্রেড করে আমাদের অভ্যাস অনেক সময় খারাপ হয়ে যায়। পরে দেখা যায় আমরা সেই পরিমান টাকা বিনিয়োগ করতে পারি। ফলে ছোট পরিমান লট সাইজ ব্যবহার করে ট্রেড করতে হয় এবং প্রফিট খুবই কম হয়। তাই ডেমোতেও ১০০-২০০ ডলার দিয়ে ট্রেড প্র্যাক্টিস করলে সফলতা পাওয়া যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে,ডেমো ট্রেডিং কে ফরেক্স মার্কেট এর আঁতুড়ঘর বলা হয়। কেননা শুধুমাত্র প্রফিট উইথড্র বিষয়টা ছাড়া, রিয়েল ট্রেডিং এবং ডেমো ট্রেডিং এর মাঝে কোনো পার্থক্য নেই।ডেমো ট্রেডিং হলো, রিয়েল ট্রেডিং এর চারাগাছ।আপনি এইখানে যত বেশি সময় ব্যয় করবেন,যত বেশি অনুশীলন করবেন, আপনি তত দ্রুত ফল খেতে পারবেন। তাই আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনি কি চান??তাই কালক্ষেপণ না করে,আজই কোমরে গামছা বেঁধে নেমে পড়ুন। কেননা ডেমো ট্রেডিং এ আপনার অভিজ্ঞতা যত বেশি, রিয়েল ট্রেডিং এ আপনার উপার্জন তত বেশি।