আমি নতুন এই ফরেক্সএ। মুভিংএভারেজ দেখে আমি টেড করি।তেবে রিয়েল একাউন্টেে না,আপাতত ডেমো প্রাকটিসেসেে আছি।আপনাদের মতামত গুলো বোঝার চেষ্টা করে আমি ডেমোতে প্রাকটিস করি।কিছুটা শিখেছি আস্তে আস্তে,বাকি গুলো শেখার ও বোঝার চেষ্টা করবো
Printable View
আমি নতুন এই ফরেক্সএ। মুভিংএভারেজ দেখে আমি টেড করি।তেবে রিয়েল একাউন্টেে না,আপাতত ডেমো প্রাকটিসেসেে আছি।আপনাদের মতামত গুলো বোঝার চেষ্টা করে আমি ডেমোতে প্রাকটিস করি।কিছুটা শিখেছি আস্তে আস্তে,বাকি গুলো শেখার ও বোঝার চেষ্টা করবো
ঈন্ডিকেটর মাকের্টের গতি বা ট্রেন্ড বুজতে সহায়তা করে থাকে আর আপনি সহজেই বুজতে পারেন কখন কি করতে হবে।তাই আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি বলে আমি মনে করি।
প্রতিটি নির্দেশনা যিনি অনুসরন করেন এবং সেই অনুযায়ী ট্রেড করেন তিনি খুব সহজেই ফরেক্স বাজারে লাভ অর্জন করতে সক্ষম হন। আপনি যদি প্রতিটি নির্দেশনা মেনে ট্রেডিং করেন বা নির্দেশনার উপর নির্ভরশীল হন তাহলে অতি সহজে সফল হতে পারবেন।
ফরেক্স এ অনেকে ইন্ডিকেটর আসে। আপনি অনেক গুলো ইন্ডিল্কেটর থেকে একটি ভাল মানের ইন্ডিকেতড় বেছে ট্রেড করতে পাড়েন বা আপনি নিজেও নিজের মত করে তৈরি করে নিতে পাড়েন। ইন্ডিকেটর এমন এক ধরনের নির্দেশক যা আপনাকে প্রাইস বাড়বে না কমবে তা নির্দেশ করবে। এর সাহায্যে আপনি মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখানে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে জানতে পারবেন মার্কেটের প্রাইস বারবে না কমবে। সে অনুযায়ী আপনি ট্রেড করবেন।
আমি মনে করি ঈন্ডিকাটার আমাদের ফরেক্স ব্যবসায় এ ট্রেডে অনেক কাজ করে থাকে আর আমরা ভালো ট্রেড করতে পারি ।
ইন্ডিকেটর ট্রেড এর জন্য সহায়ক এর মাধ্যমে আমরা মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারি খুব সহজেই। কিন্তু শুধুমাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়। পাশাপাশি আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ এনালাইসিস করতে হবে তারপর এন্ট্রি নেওয়া উচিত। আমি মনে করি ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে এবং প্রোপার মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করাই উত্তম।
ইন্ডিকেটর কখনোই মার্কেটের ভবিষ্যৎ দেখিয়ে দেয় না। এটি দেখায় মার্কেট কোন পথে এ পর্যন্ত এসেছে। এটির উপর নির্ভর করে আগামীতে কি হবে তা আপনাকেই বের করতে হবে। সুতরাং ইন্ডিকেটর দেখে অন্ধভাবে এন্ট্রি ওপেন ক্লোজ না করে সেই ইন্ডিকেটর কোন কোন বেইজের উপরে তৈরি করা হয়েছে তা ম্যানুয়ালি জানুন ও লাইভ চার্ট থেকে বোঝার চেষ্টা করুন। এরপর নিজের সেন্টিমেন্টকে পুরোপুরি কাজে লাগিয়ে ট্রেড যুদ্ধে নিজেকে সামিল করুন এবং জয়ী হিসেবে নিজেকে প্রতিনিয়ত আবিস্কার করুন।
ও হ্যা, বলতে ভুলেই গেছি, ইন্ডিকেটরের কিন্ত কোন সেন্টিমেন্টই নেই! আপনার কোটি কোটি ডলারের ক্ষতিবৃদ্ধি হলেই এর কোন কিছু আসে যাবে না, সুতরাং নিজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ফান্ড আপনিই ম্যানেজ করুন। সবার ট্রেডিং লাইফ সুন্দর কাটুক, এই কামনা করছি
পার্সোনালি আমি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা পছন্দ করি না ,বরং আমার নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, এবং এতে লাভ লস যেটাই হবে সেটাই স্বাভাবিক বলে মেনে নিয়ে থাকি। তবে যদি কোন ট্রেডে লস হয়ে থাকে তাহলে কি কারনে লস হলো সে কারণগুলো খুঁজে বের করে সে নিজেকে সচেতন করে তোলার চেষ্টা করি।কেননা ইন্ডিকেটর দৈনিক কারেন্সি লেনদেনের উপর ভিত্তি করে শুধুমাত্র দিকনির্দেশনা দিতে পারে কিন্তু কখনই স্পষ্টভাবে বলে দিতে পারেনা যে কত সময় পরে মার্কেট কোন দিকে মুভ করবে। এতে করে ট্রেডারের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,তাছাড়া ইন্ডিকেটরের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে ট্রেড করা আর চোখ বন্ধ করে রাস্তায় হাঁটা আমার কাছে একই রকম বলে মনে হয়, আর চোখ বন্ধ করে রাস্তায় হাঁটলে তো যে কোন সময় বিপদ হতে পারে এটা সবারই জানা,তাই ইনডিকেটরের উপর নির্ভর না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করাটাই আমার কাছে বেশী যুক্তিসম্মত বলে মনে হয়।
ফরেক্স মার্কেটে ইনডিকেটর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এর মাধ্যমে আপনি সহজেই অনুমান করতে পারেন যে মার্কেট কোন দিকে মুভ করবে। যদিও সবসময় এটা দ্বারা মার্কেটের অবস্থা বা মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না তবুও এর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারা যায়। তবে তাই বলে ইনডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত হবে না বলেই আমি মনে করি। ধন্যবাদ
আমি ফরেক্স সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে কোন ট্রেডারেরই ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেডিং করা উচিত নয়, কারণ এতে করে ট্রেডারের অভিজ্ঞতা ও দক্ষতা সঠিক ব্যবহার হবে না এবং দিন দিন সে পরনির্ভরশীল হয়ে উঠবে, তাছাড়া আমার জানামতে ইন্ডিকেটর শুধুমাত্র আমাদের একটি দিক নির্দেশনা দিয়ে থাকে, সে কখনোই স্পষ্টভাবে বলে দিতে পারেনা যে মার্কেট কোন দিকে যেতে পারে, যার ফলে একজন ট্রেডার বিভ্রান্তির শিকার হয়ে যেকোনো সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে,তাই আমার কাছে ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করায় ভালো বলে মনে হয়।