অনেক। ফরেক্স এর জন্য। সব কিছু বাদ দিয়া দিছি। আড্ডা, পড়ালেখা। খেলাদুলা।
যেদিন ভাল করে ফরেক্স করতে পারবো, সেদিন আবার এগুলা শুরু করবো।
Printable View
অনেক। ফরেক্স এর জন্য। সব কিছু বাদ দিয়া দিছি। আড্ডা, পড়ালেখা। খেলাদুলা।
যেদিন ভাল করে ফরেক্স করতে পারবো, সেদিন আবার এগুলা শুরু করবো।
ফরেক্স কে আমি অনেক অনেকটা ভালোবাসি।কিন্তু আবার ঘৃনাও করি।কারন ফরেক্সে যখন লস হয় তখন সবিরই মন খারাপ হয়।যখন লস হয় তখন আমরা ফরেক্স থেকে অনেক দুরে যেতে চাই।
ফরেক্স মার্কেট কে অর্থাৎ ফরেক্সকে মনেপ্রানে ভালোবাসি বলেই আমার পড়াশুনা প্রচুর চাপ থাকা সত্তেও প্রতিদিন ২-৪ সময় বেরকরে ফরেক্স করি।ফরেক্স কে ভালোবাসি বলেই একাধিক বার লস খাওয়া সত্তেও ফরেক্সে ট্রেড করা থেকে বিরত থাকতে পারিনা।ফরেক্স মার্কেট হতে ট্রেড করে আমি প্রতিমাসে সামান্য কিছু অর্থ ইনকাম করতে পারি যার ফলে আমার মাসিক হাত খরচ অনেকটা বেছে যায়।একারনে ফরেক্স কে আমি আরোও বেশি ভালোবাসি।
ফরেক্স বাবসা অনেক লাভজঙ্ক এক্তি বাবসা তাই আমি এই বাবসা কে খুব বেসি স্রদ্ধা করি কিন্তু আমি জানি জ্ঞান ছাড়া এই বাবস থেকে কখনো টাকা আয় করা যাবে না। আমাদের কে ভাল এনালাইসিস জানতে হবে ইংলিশ জানতে হবে এবং ফান্দামেন্তাল এনালাইসিস জানতে হবে তারপর আমরা এই বাবসা থেকে টাকা আয় করতে পারবো।
ফুরেক্স কে আমি ভালবাসি মন থেকে তাইত বার বার লস খাওয়ার পরও বার বার তার কাছে ছুটে আসি আরও ভালবাসি এই জন্য যে হাজার হাজার মানুষের বেকার সমস্যা দূর করার এক আর্শিবাদ নিয়ে এসেছে ফরেক্স।
আসলে বরতমানে ফরেক্স আমার জীবনের একটা পাট হয়ে গেছে তাই নানা রমক লস হয়া সত্তেও এখনো ফরেক্স নিয়ে পরে আছি।ভালবাসার কারনেই তো দিনে যখনি সমাই পাই তখনি ফরেক্স এ বসে যাই।জীবনের একটা লক্ষ্য আমি খুজে পেয়েছে এর মধ্য।তাই আমার আগাম ভবিষ্যতে যদি কোন চাকরি ও না পাই তাহলে একটা বড় ডিপোজিট করে ভাবছি আমার অথনৈতিক সমস্যা দূর করবো।
আসলে আমি ফরেক্স মার্কেট কে কত টা ভালোবাসি তা আমি বলে বুঝাতে পারব না কারণ এটা কে আমি আমার নিজের ব্যবসা হিসেবে নিয়েছি আর আমি খুব ভালো করে জানি আমি যদি ফরেক্স মার্কেটে ভালো অভিজ্ঞ হতে পারি তাহলে আমি এখান থেল্কে অনেক টাকা আয় করতে সক্ষম হব আর আমি ফরেক্সকে তত দিন ভালবাসব যত দিন আমি বেঁচে আছি
ফরেক্স মার্কেটকে আমি অনেক ভাল বাশি আমি করতে অনেক বেশি আগ্রহ আচঝে আমি করতে পেরে আমি নিজেকে অনেক ধন্ন মনে করছি ফরেক্স মার্কেটে আমার অনেক ভালবাশার কারন ফরেক্স মার্কেটে আমি ট্রেড করে সফলতা পেয়েছি এবং ফরেক্স আমার জেন কেমন ভাল লাগে ।
ফরক্স কে আপনি ভালবাসলেও তার কিছু আসে যায় না আবার বাসলেও কিছু আসে যাবে না। তাই আগে শিখুন , জানুন ভালবাসার অনেক সময় পাবেন। এই মার্কেট এ এসেছেন অল্প কিছু দিনের জন্য নয়। তাই শিখার সময় কোন রকম শর্ট কার্ট মারার চেষ্টা করবেন না। যেটা যেভাবে শিখা উচিত সেটা সেভাবে শিখবেন।
ফরেক্স মার্কেট ভালোবাসা আর না বাসা এই বিষয় এখানে বলার না । ফরেক্স মার্কেট থেকে কি পা যাবে আর যাবে না তই বুজতে হবে । ফরেক্স সম্পর্কে বুজা টা আসল এবং উপর ও অন্যকে বুজান । আমি ফরেক্স এসেছি ইঞ্চমে করতে । আমি মনে করি যে ফরেক্স আগে সেকতে হবে তার পর এইটি ভালোবাসা উচিৎ আমি মনে করি ।