-
হ্যাঁ আপনি ঠিক বলেছেন অামরা ফরেক্স করি কারণ এর মাধ্যমে আমরা আমাদের আর্থিক যে চাহিদা আছে তা পূরণ করতে পারি তাই , ফরেক্স ব্যবসা দিন দিন খুব জনপ্রিয় একটা ব্যবসায় পরিণত হছে এমন অনেক মানুষ আছে যাারা তাদের অর্থনৈতিক চাহিদা মিটানোর জন্য পুরোপুরি ফরেক্স এর উপর নির্ভরশীল অাবার এমন অনেক মানুষ আছে যারা ফরেক্স করে সর্বশান্ত হয়েছেন এর অন্যতম কারণ হল অতি লোভ তাই ফরেক্স মার্কেট-এ দীঘ সময় টিকে থাকার জন্য লোাভকে না বলার অভ্যস করুন
-
ফরেক্স ট্রেডিং হল একটি আয়ের উৎস। যে কোন student অথবা শিক্ষিত ব্যক্তি সহজে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে আয় করা যায়। আমি এই অনলাইন থেকে ফরেক্স ট্রেডিং করে আয় থাকি।অনলাইনে অনেক আয়ের উৎস আছে।এর মধ্যে ফরেক্স মার্কেট ট্রেডিং থেকে খুব সহজে আয় করা যায়।এই জন্য আমি ফরেক্স ট্রেডিং করে থাকি।
-
ফরেক্স ট্রেডিং করি এখান থেকে নিজের মেধাকে ব্যায় করে প্রফিট বা আয় করার জন্য। আর আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ন ধারনা,দক্ষতা,অভিজ্ঞতা ইত্যাদি থাকলে এখান থেকে তা বেশ ভাল ভাবে করা সম্ভাব।
-
সাধারন ভাবে বলতেগেলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি আয় করার জন্য। আমরা কেন ফরেক্স মার্কেট এর প্রতি এত ইন্টারেস্ট? কারন আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড কোরতে পারি। যা আমরা অন্য বিজনেসে পারিনা। ফরেক্স মার্কেট এ আমরা দিন রাত ২৪ ঘণ্টা ট্রেড কোরতে পারি। যা অন্য বিজনেসে নাই। ফরেক্স মার্কেট এ আমরা আমাদের বাকি কাজ এর পাশাপাশি ট্রেড কোরতে পারি। এর জন্য কোন সপময় এর ধরকার নেই।
-
ফরেক্স ব্যবসা একটা ফুল টাইম বা পার্ট টাইম চাকুরী মত। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণসরুপ ... কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।
-
আমি ফরেক্স ট্রেডিং ব্যাবসা হিসাবে লাভের আশায় করি, আর এ ব্যাবসা আমি এ কারনে করি যে, এ ব্যাবসাটি ঘরে বসে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে করা যায়, তাই।
-
আমার কাছে ফরেক্স ট্রেডীং করার কারণ হিসেবে মনে এখানে যথেষ্ট সম্ভাবনা আছে । এখানে ট্রেডিং করলে নিজের এবং নিজের দেশকে একটী উজ্জ্বল সম্ভবনার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে । তাছাড়া এখানে লাভ অনেক বেশি । এখানে কারেন্সি পেয়ার নিয়ে কাজ করা হয় । আর সব সময়ই এই কারেন্সি মার্কেট ওঠা নামা করে । তাই লাভের সম্ভাবনা ও বেশি থাকে ।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এই মার্কেট একটি ব্যবসা হিসাবে পরিচিত এখানে ব্যবসা করতে হয় এই মার্কেটে আমরা অং গ্রহণ করি ইনভেস্ট করে টাকা আয় করার জন্য এখান থেকে টাকা আয় করা যায় তাই এই মার্কেটে আমরা ট্রেড করি টাকা আয় করার উদেশ্যে।
-
এখানে ট্রেডিং করলে নিজের এবং নিজের দেশকে একটী উজ্জ্বল সম্ভবনার দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে । তাছাড়া এখানে লাভ অনেক বেশি । এখানে কারেন্সি পেয়ার নিয়ে কাজ করা হয় । আর সব সময়ই এই কারেন্সি মার্কেট ওঠা নামা করে । তাই লাভের সম্ভাবনা ও বেশি থাকে ।
-
সারা বিশ্বব্যপি এই কাজ করা হচ্ছে । এই কারনে এটা একটা ভাল গন মাধ্যমে পরিণত হয়েছে । তাছাড়া ট্রেডিং থেকে কম খরচে ভাল আয় করা যায় । সে কারনে ফরেক্স ট্রেডিং করা লাভজনক ।