-
ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যেখানে আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ট্রেড করতে পারেন। এজন্য আপনাকে কোন অফিসে যেতে হবে না। আপনি আপনার নিজ ঘরে থেকেই এই বিজনেসে করতে পারেন। বর সুবিধা হল আপনি কাজের সাথে সাথেই আপনার পরিবার কে সময় দিতে পারবেন। উপার্জন করে আপনার পরিবার কে সাহায্য করতে পারবেন।
-
এই জন্য আমার মনে হয় প্রথমেই আপনাকে যা চিন্তা করতে হবে আপনার কত ডলার প্রযোজন । মনে করুন ৩০০ ডলার প্রতি মাসে মুনাফা অর্জন করলেই যথেষ্ট । এরপর আপনি কমপক্ষে ৫ গুন ব্যালেন্স নিযে শুরু করুন । তাহলে অন্তত মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবেন । প্রতিদিন ২% লাভ । মাসে ৩০% লাভ এর টার্গেট রাখুন । তাহলেই সম্ভব ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি শুধু আপনার পরিবার ছালাতে পারেবেন না।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি আপনার জীবন কে সুন্দর ভাবে সাজাতে পারবেন।আমি একজন ছাত্র আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমার পড়ালেখার পাশাপাশি আয় করে আমার পরিবার কে পরিচালনা করতে পারি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমদের জীবনকে খুবি সুন্দর ভাবে সাজাতে পারবো।
-
ফরেক্স মার্কেট হতে যদি কোন ফরেক্স ট্রেডার ভাল উপার্জন করতে পারে সে অনায়াসে তার পরিবার চালাতে পারে তাই। ভাল করে ইনকাম করতে হলে ফরেক্স নিয়ে ভাল করে পড়ালেখা কতে এমন ভাবে ট্রেডিং করার কলাকৌশল শিখতে হবে যাতে ফরেক্স থেকে টার্গেট মুতাবেক ইনকাম করা যায়।প্রফিট করতে হলে লোভ করা যাবেনা।
-
আমরা যদি চাই একটি পরিবার চালানোর মত আয় করতে ফরেক্স থেকে তাহলে আমাদের ফরেক্স সম্পর্কে সেবার আগে অনেক ভাল জ্ঞান অর্জন করতে হবে । জানতে হবে এবং শিখতে হবে কিভাবে ফরেক্স-এ ট্রেড করে । আমাদের প্রথমে ডেমো একাউন্টে ট্রেড করে লাভ কিভাবে হয় তা শিখতে হবে ।
-
ফরেক্স একটা উপার্জনের মাধ্যম যার মাধ্যমে একটা ছোট খাট পরিবার বহন করা যায় । তবে ফরেক্সের উপার্জনের মাধ্যমে পরিবার বহন করতে হলে ফরেক্সের পেছনে অনেক সময় ব্যয় করতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থারনা থাকতে হবে ও ভালো ট্রেড করা শিখতে হবে যাতে ট্রেড করে কিছু লাভ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে সারা দিন ফরেক্সে থাকতে হয় না । এনালাইসিস অনুযায়ী সঠিক টাইমে বসে ট্রেড করতে পারলে তাতেই অনেক লাভ । যদি ফরেক্সে বেশি টাকা ইনভেস্ট করে কাজ করা যায় , সেক্ষেত্রে ট্রেডটা লং টাইম ট্রেড করে ফেলে রাখলে ভালো হয় ও লাভ ভালো পাওয়া যায় ।
-
ফরেক্স এমন একটি আয়ের মাধ্যম যা দিয়ে একটি পরিবার চালানো সম্ভব হ্যাঁ এটি ঠিক কথা ,কিন্ত এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে সব সময় মার্কেট ফোলো করতে হবে বুদ্ধির সাথে ট্রেডিং করতে হবে তা হলে লাভ করা যাবে এতে করে লস কম হবে। ।
-
ফরেক্স হচ্ছে মুদ্রা কেনা বেচার স্থান এখানে একটি মুদ্রা দিয়ে অন্য মুদ্রা ক্রয় করে লাভ হলে বিক্রি করতে হয় এখানে আপনার পুজি যত বেশি তত লাভ কিন্তু এর আগে আপনাকে এই ব্যাপারে জ্ঞান লাভ করতে হবে তা না হলে আপনার পুজি এক নিমিসেই গায়েব হয়ে যাবে। অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা ফরেক্স এর মাধ্যমেই পরিবারের অর্থের যোগান দিয়ে থাকেন এবং ফরেক্স এর উপর সম্পূর্ন ভাবে নির্ভরশীল । তাই পারিবারিক দিক দিয়েও ফরেক্সের গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি।
-
আসলে প্রশ্নটি একটু আপত্তিকর , যদি পজিটিভ ভাবে নেওয়া হয় তবে আমি বলব অব্যশই ফরেক্স এর উর্পাজন দিয়ে একটি পরিবার চালানো সম্ভব , আর যদি প্রশ্নটি একটিু উল্টে দেই - আপনার দ্বারা কি ফরেক্স সম্ভব ? আশাকরি এর মধ্যে দিয়ে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন , তবে আমি বলব যদি আপনি একজন ভাল ট্রেডার হতে পারেন , আপনি প্রচুর পরিমান উর্পাজন করতে পরবেন যা দিয়ে শুধু পরিবার নয় আরো অনেক কিছু চলবে ।
-
ফরেক্স ট্রেড করে একটি পরিবার অব্যশই চালনা করা যেতে পারে। এজন্য প্রথমে ভালো একটা এমাউন্ট ফরেক্স এ বিনিয়োগ করা । যা থেকে মাসে প্রফিট উঠানো যেতে পারে। আর ফরেক্স এপ্রতিদিন আয় করার সূযোগ ও আছে। তাই একটি পরিবার চালনা ফরেক্স থেকে আয়কৃত টাকা অব্যশই কাজে লাগবে।