-
আমাদের ভিতর অনেকে আছে তারা ভাল করে জানে কি ভাবে কাজ করবে । আমাদের কাজ করতে হলে আমাদের কে নানা রকম সুবিধা আর অসুবিধা হতে পারে । তবে আমার কাছে যা মনে হয় টা হল ফরেক্স মার্কেটে সবাই যেমন কাজ করতে পারে তেমনি ছাত্রছাত্রী দের ভাল সুযোগ আছে ফরেক্সে কাজ করার ।
-
ফ্রেক্সে কাজ ক্রার জন্য ছাত্র ছাত্রী ও পারফেক্ট ,কিন্তু দক্য স্ক্ল ধ্রনের লোক এই মারকেটে ব্যাবসা ক্রতে পারবে ।স্ক্ল নিয়ম কানুন মেনে ,কাজ বুঝে যদি কেউ এই মারকেটে ব্যাবসা ক্রে তাহ্লে ভাল ইনকাম কিছু ক্রা স্মভব ।
-
আমি মনে করি ফরেক্স সবচাইতে উত্তম হলো ছাত্র-ছাত্রীদের জন্য । কারণ ছাত্র-ছাত্রীরা হাতখরচের জন্য বাবা-মায়ের কাছে সবসময় চাইতে কিছুটা লজ্জাবোধ করে বা সবকিছুর জন্য চাওয়া হয়ে উঠে না । তাই তাদের অল্প উর্পাজনের জন্য ফরেক্সে হচ্ছে উত্তম পন্থা ।
-
আসলেই সত্য কথা ফরেক্সা মার্কেট এ যদি ছাত্ররা ট্রেড করে তাহলে তা ভালো আয় করতে পারবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার এনালাইসিস করে ট্রেড করতে হবে।আর এই এনালাইসিস ছাত্ররাই ভালো করতে পারবে।কারণ তাদের কাছে এনালাইসিস করার জন্য পর্যাপ্ত পরিমাণ মেধা এবং সময় থাকে।এতে তারা ভালো এনালাইসিস করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন।যা ছাত্ররা ভালোভাবে করতে পারবে।
-
ফরেক্স মার্কেটের সাথে অনেক ছাত্র ছাত্রিরা জরিত তারা ফরেক্স করে নিজেদের অর্থ নিজেরাই ইনকাম করে পড়ালেখার খরচ চালাতে পারে তাই ফরেক্স মার্কেট থেকে ছাত্র ছাত্রিরা অনেক ভাল ইনকাম করে থাকে তারা ভাল ভাবে বুঝতে পারে, তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য ছাত্ররা ভাল এনালাইসিস করতে পারে।
-
ফরেক্স চাত্রদের জন্য অনেক কাজ করবে তবে তার আগে পড়ার লেখাতে মনো যোগ দিতে এইটাকে নিতে হবে অতিরিক্ত কাজ হিসাবে না হয় পড়ালেখা অনেক সমস্যা হবে । কলেজ জীবনে ফরেক্স মার্কেটে কাজ করতে পারে এটাই ফরেক্স শিখার উত্তম সময় ।
-
ছাত্র-ছাত্রী দের জন্য ফরেক্স উত্তম একটি বিজনেস।ছাত্র জীবনে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।ছাত্ররা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এনালাইসিস করার প্রয়োজন রয়েছে যা ছাত্ররা ভালো করতে পারবে।এতে তারা ফরেক্স মার্কেট কে ভালো এনালাইসিস করে ট্রেড করতে পারবে।তারা ট্রেড করে সুন্দর ভাবে আয় করতে পারবে।
-
ছাত্র-ছাত্রীদের মাথা ব্রেইন অনেক শার্প থাকে। তারা যা আয়ত্ত করতে চাইবে তাই তারা করতে পারবে। ছাত্র-ছাত্রীরা পড়া লেখার পাশাপাশি ফরেক্স করে নিজেকে সাব্লম্বী করতে পারবে। তাই মনে করি ফরেক্স ছাত্র-ছাত্রীর জন্য খুব ভালো একটা কাজ বা পেশা।
-
ছাত্র ছাত্রীরা তাদের অবসর সমায়ে ফরেক্স করতে পারে পার্ট টাইম হিসাবে। এতে তারা ফরেক্স অল্প সমায় দিয়ে নিজের পড়া লেখার খরচ নিয়েই চালাতে পারে। আর এখন থেকে যদি সে ফরেক্স করতেই থাকে তবে একদিন সে অনেক বড় মাপের ফরেক্স ট্রেডার হতে পারবে। তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা শিখার প্রধান সমায় ছাত্র অবস্থাই। আর একটা বড় সুবিধা আছে আর সেটা হলো পড়া লেখা শেষ করে যদি সে চাকরী না পায় তাহলে সে এই ব্যবধা ধরে জীবনে সফল হতে পারে।
-
কিন্তু আমার মনেহয় তারা যদি এই ফরেক্স এ লিপ্ত হয় তাহলে তাদের পড়াশুনার ব্যাঘাত ঘটবে। যখন ফরেক্স এ থাকা হয় তখন অন্য কিছু চিন্তা মাথায় আসে না। যদি লস এ থাকে তখন তো মাথা আরও ঠিক থাকে না। তাই আমি মনে করি পড়ালেখা শেষ করে ফরেক্স এ যোগদান করা উচিৎ।