ছাত্র-ছাত্রিদের জন্য ফরেক্স অত্যন্ত উত্তম একটি বিজনেস । ছাত্র ছাত্রীরা পড়াশুনার ফাঁকে ফাঁকে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে পারে । এর ফলে তারা অল্প পরিশ্রম এ অধিক লাভজনক হয় । ফরেক্সের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
Printable View
ছাত্র-ছাত্রিদের জন্য ফরেক্স অত্যন্ত উত্তম একটি বিজনেস । ছাত্র ছাত্রীরা পড়াশুনার ফাঁকে ফাঁকে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে পারে । এর ফলে তারা অল্প পরিশ্রম এ অধিক লাভজনক হয় । ফরেক্সের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
আমি মনে করি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য কোনটিই উত্তম না । আগে ভালভাবে পড়াশুনা শেষ করা উচিৎ । কারন ফরেক্স বা শেয়ার দুটোই নেশার মত । তবে যদি কারও নিজের প্রতি বিশ্বাস থাকে যে দুটোই করতে পারবে তাহলে করা যায় ।
বাংলাদেশে ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স থুব প্রয়োজনীয়। কারন বাংলাদেশের ছাত্র ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে খারাপ কাজে ব্যয় করে। তাই যাতে তারা ভালো কাজে তাদের অবসর সময় ব্যয় করতে পারে এ ফরেক্স প্রয়োজন। তাছাড়া ছাত্র ছাত্রীরা ফরেক্স ফরমে কাজ করে তাদের দৈনন্দিন জীবনের চলার খরচ মেটাতে পারে।
ফরেক্স এমন একটা মার্কেটিং প্লেস যেখানে আপনি যখন ইচ্ছা তখনি এখানে পোস্টিং করে অর্থ উপার্জন করতে পারবেন।এখানে ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে আয় করতে পারে, যা দ্বারা তাদের বারতি চাহিদা গুলো পুরন করতে পারে। তাই আমি বলতে চাই ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স অনেক ভালো একটা মার্কেটিং প্লেস।
আমি মনে করি বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স ট্রেডিংই বেস্ট কারন ফরেক্স ট্রেডিং হল এমন একটি পেশা যেখানে আপনি ইনভেস্ট না কেও আয় করতে পারবেন অর্থাত যদি আপনি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতায় নিজেকে অভিজ্ঞ করতে পারেন তা হলে ফোরামে কাজ করেও আপনি সেই বোনাস ডলার ইনভেস্ট করে ফরেক্সে ট্রেড করে আয় করতে পারেন।
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্যে ফরেক্স
ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা। আমার
মতে সুধু ছাত্র ছাত্রী নয় ফরেক্স মার্কেট এ
ট্রেডিং সবার জন্যই ভালো।
ফরেক্স ব্যবসা আর শেয়ার ব্যবসার মধ্য রয়েছে আকাশ পাতাল পার্থক্য যদিও প্রকৃতিগতভাবে একই মনে হয় তবুও শেয়ার ব্যবসার সাথে ফরেক্সকে তুলনা করণে ভুল হবে ছাত্র-ছাত্রীদের কোন কর্ম শেখানোটা যথেষ্ট প্রশংসনীয় একটা ব্যাপার আপনি যে মেয়ার ব্যবসা আর ফরেক্সকে বাছাই করতে বলেছেন সে ক্ষেত্রে আমি নিদ্বিধায় বলব ফরেক্স হল সর্বোত্তম ব্যবসা কারণ বাংলাদেশের শেয়ার মার্কেট এর কিছু অতীত এবং বর্তমান যে অবস্থা তা শুধু তাদের মনে দেশের সম্পর্কে নেতিবাচক ধারণাই জন্ম দেবে
আমার ফরেক্স সর্ম্পকে ধারণা খুবই কম আর তাই জানার তাগিদে জানতে চাচ্ছি বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য কোনটি উত্তম শেয়ার না ফরেক্স? আমার মতে ফরেক্স মার্কেট সবচেয়ে উত্তম মনে হয়
বাংলাদেশের জন্য যারা ছাত্র ছাত্রী রয়েছে, তাদের জন্য ফরেক্স একটি অনেক বড় সুযোগ. তারা অল্প কিছু টাকা দেপসিত করেই ফরেক্স সুরু করে দিতে পারে. তারা পড়ালেখার পাশাঅপাসী ট্রেডিং থেকে ঘরে বসে কিছু বারটি টাকা উপার্জনের কাজ পেয়ে যাছে. তাছাড়াও টাকা ইনভেস্ট করা ছাড়া তারা চাইলেও বোনাস দিয়ে ট্রেড করতে পারে. ফোরাম বোনাস বেবহার করাও ভালো.
আমাদের বাংলাদেশের অথ নিতীক অব্সাতা খুব খারাপ । আমার মত যারা লেখাপড়া করেন তাদর উচিত লেখাপড়ার পাশাপাশি ফরেক্স িএ কাজ করে আয় করা । কারন আপনি ফরেক্স মাকেটে যে কোন সময় কাজ করতে পারবেন । খুব একটা বেশী পুঁজির প্রয়োজন হয় না ।