ফরেক্স মানেই ইনকাম না। বুঝে শুনে দক্ষতার সাথে ট্রেড করতে পারলে ইনমাক হবে। ফরেক্সে না বুঝে ট্রেড করলে সহজে ইনকাম করা যায় আমার দ্রুত আকাউন্ট ব্যালেন্স জিরো করা যায়। তাই মনে রাখতে হবে না বুঝে ট্রেড করতে গেলে ফরেক্স মানে ইনকামের সাথে লসও হতে পারে।
Printable View
ফরেক্স মানেই ইনকাম না। বুঝে শুনে দক্ষতার সাথে ট্রেড করতে পারলে ইনমাক হবে। ফরেক্সে না বুঝে ট্রেড করলে সহজে ইনকাম করা যায় আমার দ্রুত আকাউন্ট ব্যালেন্স জিরো করা যায়। তাই মনে রাখতে হবে না বুঝে ট্রেড করতে গেলে ফরেক্স মানে ইনকামের সাথে লসও হতে পারে।
আহ যদি এমন হত! তবে কতই না ভাল হত।
ফরেক্স মানেই টাকা টাকা আর টাকা।
আপনি যদি প্রথমে লাভ করেন তাহলে আমি মনে করব সেটা ভুলে হয়েছে এর পরে যা আয় করেছেন তা লস করতে কোন সময় লগবেনা । আমি ডেমোতে লাভ করে রিয়েল একাউন্টে ট্রেড করা শুরু করি কিন্তু আমার লাভ করতে খুব কষ্ট হয় কিন্তু ট্রেড ওপেন করলেঈ লস হয়। ১০ পিপস লাভ করলে ২০ লস হতে সময় লাগে না । তাঈ আমি মনে করি ফরেক্স মানেঈ ঈনকাম নয় এখানে আপনাকে দক্ষ হতে হবে।
যারা ফরেক্স ভাল বুঝে তারা ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারে। ফরেক্স কোন ভাগ্যর উপর নির্ভর করে না। যে যত ভাল ট্রেড করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে। আর যারা ট্রেড করতে জানে না তারা ফরেক্স শুধু লস খাই। ফরেক্স এনালাইসিস করতে না পারলে তাহলে আপনি ফরেক্স লাভ করতে পারবেন না।
হা আমি তাই মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করাই মানে ফরেক্স থাকে টাকা ইনকাম করা তবে ফরেক্স মার্কেটে সবাই চায় টাকা ইনাকম করতে কিন্তু সবাই তা পারে না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তার পর আপনি লাভ করতে পারবেন।
না ফরেক্স মানেই ইনকাম নয় । অভিজ্ঞতা মানেই ইনকাম । ফরেক্স মার্কেটে আপনি অভিজ্ঞ হয়ে উঠোন ইনকাম আপনার পেছনে দৌড়াবে । মার্কেট থেকে আয় করতে হলে আপনাকে প্র্রচুর পরিশ্রম করতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট এবং মার্কেট এ্যানালাইসিস ভাল করে শিখতে হবে । ধন্যবাদ ।
ফরেক্স ট্রেডিং মানেই ইনকাম এধারনাটা একদমই ঠিক না বলে আমি মনে করি । ফরেক্স মানেই অনেকেরেই কাছে লসও বটে । তাই ফরেক্স ট্রেডিংকে ইনকামের সহজ রাস্তা মনে করলে ভুল করা হবে । আমরা সবাই ফরেক্স ট্রেডিং করি ইনকাম করার জন্য । কিন্তু সবাই সফল হতে পারি না । সফল হতে অনেক ধৈযের প্রয়োজন বলে আমি মনে করি ।
আসলে ফরেক্স থেকে আমরা ধৈর্য এবং ইচ্ছাশক্তি পেয়ে থাকি।এর পাশাপাশি আমরা এর থেকে আয় করি।মূলত আয় করার জন্য আমরা ফরেক্সে ট্রেড করে থাকি।ফরেক্স এমন একটি ট্রেডিং প্রক্রিয়া যেখান থেকে আমরা একটি দেশের আর্থিক সামাজিক অবস্থা জানতে পারি।আর এ জন্য আমরা নিউজ দেখি।আর ট্রেড করার মাধ্যমে আয় করি।
ফরেক্স মানেই ইনকাম না। যারা ফরেক্স ভাল বুঝে তারা ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারে। ফরেক্স কোন ভাগ্যর উপর নির্ভর করে না। যে যত ভাল ট্রেড করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে। আর যারা ট্রেড করতে জানে না তারা ফরেক্স শুধু লস খাই। ফরেক্স এনালাইসিস করতে না পারলে তাহলে আপনি ফরেক্স লাভ করতে পারবেন না।
vai news kivabe dekhen?