ফরেক্স থেকে অনেক অনেক বেশি উপার্জন করা যায় যদি আমরা সাবধানতা অবলম্বন করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।
Printable View
ফরেক্স থেকে অনেক অনেক বেশি উপার্জন করা যায় যদি আমরা সাবধানতা অবলম্বন করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।
আমি মনে করি ফরেক্স হল একটি বিজনেস, যেখান থেকে যে কেউ জীবনের চূড়ান্ত পর্যায় চলে যেতে পারে। আবার ফলেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাবে অনেক নিচেও নেমে যেতে পারে। তবে আমি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই। তাই আমি ফরেক্স থেকে খুব বেশি আশা করি। আমার মনে হয় আমার সঠিক জ্ঞান অর্জন এবং দক্ষতা তৈরী হলে ফরেক্স আমাকে আমার আশানুরূপ আয় দেবে। আর ফরেক্স বিজনেস আমি ভালভাবে শিখতে চাই, যার দরুণ ফরেক্সের মাধ্যমে আমি আমার জীবনের মোড় ঘুরাতে সম্ভব করতে পারি।
ফরেক্স মার্কেট এ এরকম অনেকজন আছে যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা তাদের জীবন গোরতে।আমিও ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করে আমার জীবন গোরতে চাই।সে লক্ষে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আয় করে আমার পরিবার পরিচালনা করতে পারি।আমার আসা আছে আমি ফরেক্স কে আমার পেশা হিসেবে নিব।কারন আমি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করতে পারি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই।
ফরেক্সে প্রচুর লাভের একটা ক্ষেত্র,এটা চিন্তা করেই সবাই এখানে আসে । কিন্তু ফরেক্স অনেক ঝুঁকিপূর্ন । এখানে লাভের সম্ভাবনা ১ ভাগ আর লসের সম্ভাবনা ৯৯ ভাগ । সুতরাং লাভ করতে হলে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে । আমি সাধারনত একটা তার্গেট নিয়ে এই মার্কেটে কাজ করার জন্য ডুকি । বাড়তি লোভের বশে বেশিক্ষন এইখানে থাকিনা,ফলে আমার যা উপার্জন হয়,তাতে আমি সন্তুষ্ট ।
পৃথিবীর সব মানুষই চায় যেকোন ভাবে বেশি অর্থ উপার্জন করতে । ফরেক্স এ যারা ট্রেড করে তারাও ব্যতিক্রম না । তারাও চায় বেশি বেশি উপার্জন করতে । আমিও চাই বেশি উপার্জন করতে । তবে এই অবস্থায় না । আমি প্রথমে অল্প অল্প ট্রেড করে অল্প অল্প উপার্জন করে ধীরে ধীরে এগুতে চাই । কারণ এই মার্কেট এ সফল হতে হলে দক্ষতা লাগবেই । আর অধিক লোভ না করে ধীরে ধীরে ট্রেড করলে অনেক দক্ষতা অর্জন করা যায় ।
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি ও এ সম্পর্কিত কাজ করি তাদের সবারই এক ও অভিন্ন লক্ষ্য হল ইনকাম করা । আর এই ইনকাম কিংবা উপার্জন যাই বলি না কেন আমাদের উপার্জন করার ইচ্ছার কোন শেষ নেই । আমরা যদি বলি মাসে ১০০ ডলার আয় করতে চায় । তবে দেখবেন ১০০ ডলার যদি একবার আয় করতে পারি তখন আমাদের ইচ্ছা হয়ে যায় ৫০০ ডলার.. তারপর ৫০০০.. ডলার আয় করার!! কিন্ত বাস্তবতা বলে প্রত্যশা যত কম হবে প্রাপ্তির পরিমাণ তত বেশি হবে ।
আমি ফরেক্সে কাজ করে এত টুকু ইনকাম করতে চাই যতটুকু আমার ভাল ভাবে জীবন ধারন করতে লাগবে ।এছাড়া আমি যখন ভাল ও দক্ষ ট্রেডার হব তখন বেশি আয় করার চেষ্টা করব ।
ফরেক্স মার্কেট একটি প্রফিটেবল মার্কেট যেখানে সবাই লাভের আশায় ট্রেড করতে আসেন। সবাই চায় এই মার্কেটে ট্রেডিং করে টাকা উপার্জন করতে, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে। ফরেক্স মার্কেটে সবাই নিজের চাহিদা অনুযায়ী টাকা উপার্জন করতে চায়। এর জন্য নিজের চাহিদা অনুযায়ী পরিশ্রম করতে হবে।
ফরেক্স এ কাজ করে অনেক টাকা উপার্জন করা যায়। আমার দেখামতে অনেকেই ফরেক্স থেকে অনেক সফলতা অর্জন করেছে।আমি নতুন দির্গদিনের কস্টের পরে আমি এই ফ রেক্স এ এসে কাজ করতে পেরেছি। কাজ করছি।ব্যস্ত থাকার কারনে ফরেক্স এ।শুধু কম কাজ করছি। বেকারত্ত ও উপার্জন করার জন্য আমি ফরেক্স কে বেছে নিয়েছ।
ফরেক্সে কাজ করে সবাই চাই উপার্জন কররতে। তবে আমার মতে বেশি চাওয়া উচিত না।তবে মার্কেটের ভালো মুভমেন্টে অনেক উপার্জন করে ফেলতে পারেন।তবে সচরাচর পার্ট টাইম ট্রেডাররা ফরেক্স থেকে বেশি উপার্জন করতে পারেনা। তবে প্রফেশনাল ট্রেডাররা ফরেক্সে ট্রেড করেরে প্রচুর টাকা কামমাতে পারে।আমি একজন পার্ট টাইম ট্ররডার হওয়ায় বেশি টাকা ফরেক্স থেকে চাইনা।