-
আপনি চাইলে পেশা হিসেবে ফরেক্স করতে পারেন।তবে মনে রাখবেন ফরেক্স বিজনেসে যেকোনো সময় কিছু না কিছু হতে পারে আর আমার মতে ফরেক্স ব্যবসা সাধারনত সকল বয়সের মানুষের পেশা গৃহিনি ব্যবসায়ি এমনকি ছাত্র সকলে এ ব্যবসা করতে পারে বা ব্যবসা করার পাশাপাশি ফরেক্স এ কাজ করতে পারেন । পেশা হিসেবে ফরেক্স করে পারেন তা আপনার ইচ্ছা ।
-
ফরেক্স মারকেট পেশা হিসাবে করা জায় কারন ফরেক্স মার্কেট এতো ভাল একটি ব্যবসা যে ব্যবসার তুলনা নাই তাই ফরেক্স করা জেতে পারে তাই ফরেক্স করেন ভাল করে ফরেক্স সম্পর্কে আগে জানেন তারপর ফরেক্স করেন ফরেক্স অবশ্যই লাভ করা সম্ভব।
-
ফরেক্স বর্তমানে অনেক বেশি জনপ্রিয় ও নির্ভর যোগ্য একটি পেশা বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ফরেক্স ট্রেডিং অনেক বেশি জনপ্রিয় একটি ব্যবসা। সবাই আস্তে আসে ফরেক্স ট্রেডিং এর দিকে ঝুকছে পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং অনেক ভালো সম্ভাবনা ময় একটি ব্যবসা যা কিনা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের স্বপ্ন গুলোকে সত্যি করে তুলতে পারি সহজেই। ধন্যবাদ
-
অবশ্যই পেসা হিসাবে এটা কে বেসে নেয়া জাই কারন এটা একটা online বিজনেসে জার মাধমে জা কোন মানুস আয় করতা পারে এর কারনে ফরেক্স কে আমারা পেসা হেসাবে বেসা নিতে পারি
-
আমি বলব যদি পেশা হিসেবে ফরেক্স কে বেছে নেন তাহলে আর যা কিছু পেশা আছে সে গুলো পরিত্যাগ করুন । আপনার মুল্যবান সময় টা ফরেক্স এর পিছনে ভাল ভাবে ব্যয় করুন । বিনিময়ে ফরেক্স ও আপনাকে অনেক মুল্যবান কিছুই ফেরত দিবে । আমি আপনার চিন্তা কে সমর্থন করছি । ফুল টাইম জব হিসেবে ফরেক্স কে আমি ও সমর্থন করে থাকি ।
-
পেশা হিসেবে আমি ফরেক্স করবো কারন আমি একজন ছাত্র। যেহেতু আমি একজন ছাত্র সেহেতু আমি এখনও কোন কাজ কঅরি না।আর যেহেতু ফরেক্স টাকা কামানোর একটা মাধ্যম সেহেতু এটা একটা পেশা ও বলা যেতে পারে।আমরা ফরেক্স এর মাধ্যমে আমরা টাকা অর্জন করছি তাই এটা কে একটা পেশা বলা যাই/।
-
ফরেক্স ট্রেডিং করতে গেলে আসলেই অভিজ্ঞতার দরকার হয়। ২ মাস ট্রেডিং করে ঠিক কতটা অভিজ্ঞতা অরজন করা যায় আমার তা জানা নেয়। পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং কে বেছে নিতে অবশ্যই পারেন কিন্তু আমার মনে হয় যে আপ্নের আর ইক্তু অভিজ্ঞ হউয়ার দরকার।
-
আমার মতে ফরেক্স কে প্রধান পেশা হিসাবে বেছে নেওয়া যেতে পারে।কারন ফরেক্স হচ্ছে একটি সম্পূর্ণ স্বধীন ব্যবসা যেখানে যেকোন পেশার লোক সল্প মূলধন নিয়ে ব্যবসা আরাম্ভ করতে পারে।ফরেক্স ব্যবসা করতে তমন কোন বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না এই ব্যবসার লাভ লস করলে কারও কাছে জবাবদিহীতা করতে হয় না।ফরেক্সে এসব সযোগ সুবিার জন্য আমাদের দেশের অনেক বেকার ফরেক্স ব্যবসা কে মূল পেশা হিসাবে বেছেনিয়ে বেকারত্ব নামের অভিশাপকে দূর করতে পেরেছে।
-
যারা বেকার তারা আপতত পেশা হিসাবে ফরেক্স এ ট্রেড করতে পারে।ফরেক্স সাইটে পোস্ট এর কাজ করলে টাকা ইনকাম করা যায়।কেউ কেউ ফরেক্স এ পার্ট টাইম কাজ করে। আবার কেউ ফুল টাইম কাজ করে।
-
পেশা হিসেবে আপনি অবশ্যই ফরেক্স করতে পারেন।তবে শুরতে অন্য পেশার পাসাপাশি ফরেক্স করলে ভাল।এতে আপনি আর্থিক সমস্যায় পড়বেন না।