ফরেক্স থেকে গ্রিহিনিরা শুবিধা নিতে পারবে। তারা তাদের কাজ সেশ করে ফরেক্স এ সমই দিতে পারবে।
Printable View
ফরেক্স থেকে গ্রিহিনিরা শুবিধা নিতে পারবে। তারা তাদের কাজ সেশ করে ফরেক্স এ সমই দিতে পারবে।
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা নিতে পারে কারন ফরেক্স করে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে আর গৃহিণীরা ফরেক্স ছাড়া অন্য কোন ব্যবসা করতে গেলে সুজগ পাবে না ফরেক্স করতে গেলে জত সুবিধা পাবে তাই বলতে গেলে ফরেক্স মার্কেট থেকে অনেক সুবিধা পেতে পারে ।
ফরেক্স মার্কেট থেকে সবাই কম বেশি সুবিধা নিতে পারে। একজন চাকুরীজিবী কিংবা ব্যবসায়ী যেমন তাদের কর্মকান্ডের পাশাপাশি করতে পারে। ঠিক তেমনি একজন গৃহিনী ও তার কাজের ফাকে ফাকে করতে পারে। একজন গৃহিনী তার সকল কাজ কর্ম শেষ করে অফুরান্ত সময় হাতে পায়। এই সময় সে অসল সময় না কাটিয়ে ফরেক্স করতে পারে। এতে যেমন তার সংসারে বাড়তি আয় হবে ঠিক তেমনি নিজেও অনেক কিছু জানতে পারবে। এর ফলে তার নিজের প্রয়োজনে কিংবা সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনা কাটার জন্য তাকে আর অন্য কারো অপেক্ষা কিংবা অন্য কারো কাছে হাত পাততে হবে না।
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক বেশি সুবিধাক পায় কারন ফরেক্স করে গৃহিণীরা ফরেক্স করতে তাদের অনেক সময় পাবে জা অন্য কোন কাজে পাবে না ফরেক্স ঘরে বসে করা জায় এই জন্য গৃহিণীরা ফরেক্স করতে অনেক সুবিধা পায় ।
আমার মতে কোন গৃহিণীর যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার জন্য তাহলে সে অবশ্যই পারবে।গৃহিণীরা হাতের কাজ করার পর তাদেন হাতে সময় থাকে । তারা সেই সময়টাকে কাজে লাগিয়ে ফরেক্স থেকে টাকা উপার্জন করতে পারে ।এজন্য তাদেরকে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে।তারাও এই বেবসার মাদ্দমে আর্তিক ভাবে লাভবান হতে পারে।এভাবে তারা ফরেক্স থেকে সুবিধা নিতে পারে এবং তাদের সংসার জীবনে অর্থণৈতিক সমস্যা দূরকরতে পারে।
আমাদের দেশের মহিলারা যারা তাদের অবসর সময় গুলো ঘরে বসে বিভিন্ন বিদেশি সিরিয়াল দেখে কাটায় তারা যদি ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ হতে পারে তা হলে আমি মনে করি ঘরকোনে থেকেও তারা অনেক ভাল ইনকাম করতে পারবে যা তার পরিবার তথা দেশের অর্থনৈত্তিক অবস্থা পরিবর্তনে বিরাট ভূমিকা পালন করতে পারে।
ফরেক্স থেকে অবশ্যই গৃহিনীরা সুবিধা নিতে পারে । কারণ তাদের অবসর সময়ে তারা এই ব্যবসা করে পরিবারের আর্থিক উন্নতি করতে পারে । গৃহিণীরা যদি ভালোমত বুঝে শুনে এই ব্যবসা করে তাহলে অবশ্যই সফলতা সম্ভব । কারণ যে ট্রেড ভালো করে করবে সে অবশ্যই সফলতা করতে পারবে ।
আমার যতটুকু ধারনা আছে গৃহিনীরা যদি নিজের ইচ্ছায় চায় যে আমি ঘরে বসে ভাল কিছু করতে চাই তাহলে আমি বলব যে তারা নিসন্দেহে ভাল একটা আয় করতে পারবে ফরেক্স থেকে ,কারন গৃহিনীদের জন্য আছে ওনেক অবসর সময় যা সেই সময়কে কাজে লাগিয়ে পরিবার স্বচ্চল করে তুলতে পারবে,তাই আমি মনে করি গৃহিনীদের জন্য ফরেক্স অনেক উপকার।
ফরেক্স মার্কেট এ যে কেও কাজ করেত পারবে । কারন এটা একটা আন্তজাতিক বাবসা ।এই খানে কোন পার্থক্য নাই । আর গৃহিণীরা যদি ফরেক্স সম্পর্কে যেনে কাজ করে এটা তো আর ওঁ ভালো কথা । কারন তারা অনেক সময় ফ্রী থাকে তারা চাইলে এই তাই কাজ করতে পারবে । তবে এরজন্য তাদের অভিগুতার দরকার হবে। যারা ফরেক্স সম্পর্কে জানে গ্রিহিনিরা চাইলে তাদের কাস থেকে যেনে নিতে পারে । এর ফলে তাদের আর সময় নস্তহবে না। এবং তারা অনেক টাকা ইনকাম করতে পারবে।
ফরেক্সে যেহেতু কোন বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার কোন ব্যাপার নেই, কাজেই সবাই ফরেক্স করতে পারে। আবার ফরেক্স করার জন্য যেহেতু বাইরে কোথাও যেতে হয় না, বাড়িতে বসেই ট্রেড করা যায়, তাই গৃহিণীদের পক্ষে আরও ভাল। এতে বাড়ির সব কাজকর্ম করেও অনেক বেশি আয় করা যায়।