-
একজন ভালো ট্রেডার হওয়ার জন আপনাকে নিয়মিত রিয়ালের পাশাপাশি ডেমো প্যাকটিস করতে হবে । কেননা ডেমোতে প্যাকটিস করলে আপনি আপনার ভুলগুলো সহজেই মার্ক করতে পারবেন এবং তার সুন্দর সমাধার করতে পারবেন । আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে । ট্রেডে লস হতেই পারে । এতে করে বিললিত হওয়া যাবেনা ।
-
ফরেক্স মার্কেটে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে,নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। ডেমো ট্রেড প্রচুর পরিমানে করতে হবে,কারন ডেমো ট্রেডের কারনে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। ফরেক্স মার্কেট নিয়ে পড়াশোনা করতে হবে।
-
একজন ভালো এবং দক্ষ ট্রেডার হওয়ার জন্য প্রথমেই আপনাকে টেকনিক্যাল এনালাইসিসের উপর গুরুত্ত দিতে হবে।কারন মার্কেট বেশীরভাগ সময়ই টেকনিক্যাল এনালাইসিস দারা নিয়ন্ত্রিত হয়।তারপর যে বিষয়টা গুরুত্ত দিতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট।
-
ভালো ট্রেডার হওয়ার জন্য অবশ্যই আমাদরে যে কাজটি বেশী বেশী করা দরকার সেটি হল দক্ষতা । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী উন্নতি লাভ করবে । সুতরাং আমাদের আগেই এই ব্যবসা সর্ম্পকে অভিক্ষতা অর্জন করতে হবে তারপর এই ব্যবসা শুরু করতে হবে তাহলেই এই ব্যবসা থেকে উন্নতি আা করা যাবে ।
-
ভাল ট্রেডার আমরা সবাই হতে চায় তবে আমাদের মনে রাখতে হবে যে ভাল ট্রেডার কিন্ত এমনিতেই হওয়া যায়ে না । এর জন্য প্রযোজন সাধনা । আর আমরা যদি ফরেক্স যথার্থভাবে করি এবং সঠিক উপায়ে বিশ্লেষণ ও মানিম্যানেজমেন্ট অণুসরণ করে ট্রেড দিতে পারি তবে তা আমাদের জন্যই সুফল বয়ে আনবে । আর ভাল ট্রেডারের অন্যতম গুণ হল হতাশ হয়ে না পড়া ও হাল ছেড়ে না দেওয়া ।
-
ফরেক্সে ভাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করতে হবে পাশাপাশি মার্কেট ফঅ্যানালাইসিস,মানিম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলোতে অনেক বেশি পারদর্শিতা লাভ করতে হবে তা হলেই আপনি ভাল মানের ফরেক্স ট্রেডার হতে পারবেন।
-
আপনি শুধু ইন্ডিকেটরের উপর নিরভঅর করলে আপনার বারবার লস হবে । সাপোরট রেসিসটেন্স, প্রাইস এ্যাশন, ফান্ডামেন্টাল এ্যানালাইসেস সাথে সাথে ইন্ডিকেটর কাজে লাগিয়ে যদি আপনি ট্রেড করেন তবে আপনি সফল হবেন ই ।
-
ভালো ট্রেডার হতে হলে আপনাকে অনেক বিষয়ীর উপর গুরত্ত দিতে হবে। ফরেক্স এ দ্রুত প্রফিট করা যেতে পারে কিন্তু ভালো ট্রেডার হওয়া যাবে না। ফরেক্স একটি এমন জিনিস যেখানে তারাহুরা করলে ভালো কিছু জানতে ও পারবেন না।
-
আপনি যত বেশি ফরেক্স ট্রেডিংয়ের উপর জ্ঞান অর্ঝন করতে থাকবেন আপনি তত ভাল ফরেক্স ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন। আসলে ফরেক্স ট্রেডিং হল বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞান নির্ভর একটি ব্যাবসা যেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে সফলতার সাথে এগিয়ে যেতে সহায়তা করবে।
-
ভালো ট্রেডার হবার জন্য মার্কেট এনালাইসিস সঠিকভাবে করে তা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারন মার্কেটের অনুকুলে ট্রেড করতে না পারলে কখনোই ট্রেড সফল হওয়া যাবে না। এছাড়াও কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। সব সময় স্টপ লস তেক প্রফিট ব্যবহার করতে হবে। ট্রেড করার সময় অবশ্যই ধৈর্য ও সময় নিতে হবে। এছাড়াও বেশি বেশি ট্রেড অনুশীলন করতে হবে।