-
আমার মনে হয় ফরেক্স ঝুকীর কারন হল লোভ অলসতা ইত্যাদি।ট্রেডিং এর মান বৃদ্ধি করতে হলে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স থেকে অল্প করে আয় করাই ভাল এখানে বেশী আয় করতে গিয়ে বেশী ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে অনেক দূরে থাকতে হবে তাহলে আপনি এই মার্কেট হতে ভাল আয় করতে পারবেন এবং ট্রেড এর মান বৃদ্ধি করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ টেড করলে আপনার রিস্ক সবসময় থাকবে তবে আপনি বেশি লোভ না করে যদি আল্প লট এ টেড করেন তা হলে আপনার রিস্ক কমে যাবে আব্রার আপনার টেড ইং সিস্টেম আপনি যদি ভাল করে না বুঝেন তা হলে আপনার টেড লস এ বন্ধ হবে আপার রিস্ক ও বেড়ে যাবে । তাই আপনাকে সব দিক খেয়াল করে টেড করতে হবে রিস্ক কম নিয়ে ।
-
আপনি যদি বাজার পর্যন্ত যেতে হবে বা ডাউন আপনি শুধুমাত্র কিছু তত্ত্ব ও বিশ্লেষণ করতে পারেন, ঝুঁকি হলে আপনার ভাগ্য দ্বারা প্রবেশ, নিশ্চিত হতে পারে না, আপনি হয়তো একটি সময় বা দুই জয়, কিন্তু তারপর আপনি আপনার সব টাকা নষ্ট হয়ে যাবে, তাই কৌশল ঝুঁকি এড়াতে অনুসরণ
-
ফরেক্স মার্কেট এ, কোন সহজ নয় আমি দুঃখিত কিন্তু, আপনি বাজারে আপনার ডেল সঙ্গে যেতে কিন্তু আর, তিনি তোমাদের মাঝে আইডি বিপরীত আপনি কোন ঝুঁকি আপনি টাকা সব হারাতে হবে নিতে হবে দেখতে হবে যে সত্য স্বল্প সময়ের মধ্যে
-
ফরেক্স মার্কেটে বেশী লিভারেজ নেওয়া ঝুঁকি হয়ে দাড়ায় । অামরা বেশী ঝুকি নেবই না । অামরা ধৈর্য্যের সহিত কাজ করতে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ওভার ট্রেড করব না । স্টপ লস না দিলেও ট্রেড ঝুকি হয়ে যাওয়ার সম্ভবনা বেশী । এই অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
লস সকলেই করি তবে ফরেক্স মার্কেটে আমরা যদি খুব সতর্কতার সাথে ট্রেড করি তাহলে এবং বেশি লভ না করি আমরা খুব বি লস করব না ও লস করলেও আবার তা লাভ করে নিতে পারব। তাই আমরা আগে ডেমো ট্রেড বেশি বেশি করব তার পর রিয়েল ট্রেড করব। তাহলেই আমরা লস খুব কম করব।
-
আমার মতে যে সব কারনে ট্রেডের ঝুকি বেড়ে যায়ঃ-
১। মার্কেটের গতি না বুঝে ট্রেড করা।
২। বড় লটে ট্রেড করা।
৩। অভারট্রেড করা বা অতিরিক্ত ট্রেড করা।
৪। দ্রুত লস রিকোভারী করার চেষ্টা করা।
যার ফলাফল হিসেবে একাউন্ট অনেকসময় জিরো হয়ে যায়।
-
ফরেক্স এ ট্রেড করার আগে আপনি কত ডলার ডিপোজিট করেছেন সেটা দেখে নিন। তারপর একাউন্ট আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চান সেটা হিসাব করুন। আপনি যত কম রিস্ক নিবেন তত একাউণট এর জন্য ভালো। আর যত রিস্ক বেশী নিবেন একাউন্ট এর জন্য নিরাপদ নয়।
-
ফরেক্স এ প্রথম প্রফিট করার চিন্তা কম করতে হবে। মার্কেট এ আমরা যদি টিকে থাকি তাহলে প্রফিট করতে পারি। বেশির ভাগ সময় ট্রেডাররা মার্কেট এ টিকে থাকতে পারেন না। মার্কেট এ টিকে থাকার জন্য আমাদের সঠিউকভাবে ট্রেড পরিচালনা করতে হবে।