-
অবশ্যই সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম করা। তবে ফরেক্স এ সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ভালো জ্ঞানের অধিকার হতে হবে এবং ফরেক্স সম্পর্কে জানতে হবে প্যাক্ট্রিস করতে হবে। সঠিকভাবে জ্ঞান প্রয়োগ করতে শিখতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেট সফলতা লাভ করতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে এনালাইসিস না করা বোকামির লক্ষণ। এখন বিষয় হচ্ছে আমরা কোন ধরনের এনালিসিস করব? আপনি যদি টেকনিক্যাল ট্রেডার হয়ে থাকেন, তাহলে প্রথমে দেখবেন, কোন ট্রেনডে আছে কিনা। এর পর সাপোর্ট/ রেসিস্তান্স লেভেল গুলো দেখবেন কোথায় আছে। তারপরে আপনার মেথড অনুযায়ী ট্রেড নিতে পারেন।
-
প্রথম দিকে যখন আমি মার্কেট এ ট্রেড শুরু করি তখন আমি এনালাইসিস সম্পর্কে জানতাম না। আমি ইন্সটাফরেক্স এ বিভিন্ন এনালিস্টদের এনালসিস দেখে ট্রেড ধারনা নিতাম। মার্কেট এ ট্রেড করতে দুই ধরনের এনালসিস করলেই করা যায়। একটি ফান্ডামেন্টাল এরবং আরেকটি হলোটেকনিক্যাল এনালাইসিস।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসেন তাহলে আপনাকে অবশ্যই কোন না কোন ধরনের এনালাইসিস নিয়ে ট্রেড করতে হবে। এজন্য কয়েকটি এনালাইসিস এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ফান্ডমেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি এই দুটো এনালাইসিস সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে অবশ্যই গেইন করতে পারবেন।
-
মার্কেট অ্যানালাইসিস এর মোট ৪টি পর্যায় রয়েছে । যথা ১. মার্কেট এর ট্রেন্ড খুঁজে বের করা । ২. মার্কেট ট্রেন্ড এর স্থায়ীত্ব । ৩. আপনারা নিজস্ব সিস্টেম এর সাথে মিল খুঁজে বের করা । ৪. লস এর নির্ধারন করা । মোটামোটি এই চারটি পর্যায়ে আপনার অ্যানালাইসিস সম্পূর্ণ হবে । এই অ্যানালাইসিস হলো ট্রেড ওপেন করার প্রাথমিক ধাপ । এর পরে আপনাকে দ্বিতীয় ধাপে যেতে হবে । অর্থ্যাৎ* সাপোর্ট এবং রেসিসট্যান্স খুঁজে বের করতে হবে । এর পরে আপনার রিস্ক রেশিও হিসাব করতে হবে । কোনো বিশেষ নিউজ উক্ত কারেন্সির বিরুদ্ধে আছে কি না তা জানতে হবে । এর পর একটি ট্রেড ওপেন করা যায় ।
-
ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে তিন ধরনের এনালাইসিস করতে হয়৷যেমন-ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ৷প্রত্যেকটি এনালাইসিস-ই গুরুত্বপূর্ণ৷তাই সবগুলো এনালাইসিস একই সাথে দেখতে হবে বুঝতে হবে৷ এনালাইসিস হচ্ছে দীর্ঘসময় সাপেক্ষে আয়ত্ব করার বিষয়৷এনালাইসিস কখোনোই কোনোও কঠিন বিষয় নয় যে ভয় পেতে হবে তাই একটি এনালাইসিস করলাম তো অন্য দুইটি এনালাইসিস পাশ কাটিয়ে ট্রেড করলাম-ব্যাপরটা কখোনোই এই রকম মনে করবেন না৷একটু কষ্ট করে তিন ধরনের এনালাইসিসই শিখবেন এবং ট্রেড করার পূর্বে অবশ্যই সবগুলো এনালাইসিসই পরিষ্কার ভাবে বুঝে এন্ট্রী করবেন৷
-
ফরেক্স মার্কেটে সাধারণত প্রতিটি ট্রেডারের ফলো করা উচিত তিন বিষয়ের উপর। যেমন ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস এদের মধ্যে প্রত্যেকটি এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি সব গুলো এনালাইসিস একই সাথে দেখতে ও বুঝতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। এজন্য আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারকে একটু গুরুত্বসহকারে এই তিনটি এনালাইসিস পর্যবেক্ষণ করবেন।
-
।ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য কয়েক পরজায় আছে যেমন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে এই গুল অবশ্যই খেয়াল রাখতে হবে জেমনব টেকনিকাল এনালাইসিস ,ফান্ডামেন্টাল এনালাইসিস ,এই এনালাইসস না করে ফরেক্স ট্রেড করা জায় না।
-
ফরেক্স মার্কেটের জন্য এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন। এনালাইসিসের ভালো জ্ঞান থাকলে ফরেক্সে ভালো করা যায়। এনালাইসিসের ভালো জ্ঞান না থাকলে ফরেক্সে ভালো করা যায় না। আমার জানামতে ফরেক্সে দুই ধরনের এনালাইসিস আছে।
১। ফান্ডামেন্টাল এনালাইসিস
২। টেকনিক্যাল এনালাইসিস।
-
১। টেকনীক্যাল এনালাইসিস - যা মার্কেট এর চার্ট দেখে এনালাইসিস করা হয়ে থাকে
২। ফান্ডামেন্টাল এনালাইসিস - যা ফরেক্স মার্কেট বিভিন্ন দেশের রাজনৈতিক ,সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনার উপর নির্ভর করে মার্কেট এর পরবর্তী ট্রেন্ড এর নির্দেশ করে ।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস