ভাই কি আর বলব আমি খুব ভেঙ্গে পড়েছি প্রায় মাস আমি লস করতেই আছি আমি অনেক মেথড ব্যবহার করি কিন্তু কোন স্ট্রেতেজি ব্যবহার করে সফল হতে পারছি না।যখনই ট্রেড করি বড় ধরনের লস হই।
Printable View
ভাই কি আর বলব আমি খুব ভেঙ্গে পড়েছি প্রায় মাস আমি লস করতেই আছি আমি অনেক মেথড ব্যবহার করি কিন্তু কোন স্ট্রেতেজি ব্যবহার করে সফল হতে পারছি না।যখনই ট্রেড করি বড় ধরনের লস হই।
ব্যবসায় লস হলে আমাদের কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়া উচিত নয়।একটা বিষয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে লস হতেই পারে। বরং যখন আমাদের লস হয় তখন আমাদের উচিত লস এর কারণগুলো খুঁজে বের করা। আমরা যদি আমাদের লস এর কারণগুলো খুঁজে বের করতে পারি তাহলে আমরা অবশ্যই পরবর্তিতে ঐ কারণে আর লস এর সম্মুখীন হব না। আর এটা মাথায় নিয়েই ব্যবসা করতে হবে। এখানে যেহেতু ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস তাই এখানেও লাভ লস থাকবেই। তাই বলে লস হলে হতাশ হয়ে ট্রেড করা বন্ধ করে দেওয়া যাবে। লস যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।
লস করতে করতে সত্যি মুশড়ে পড়েছি।আর লস করতে পারছি না ট্রেড দিলেই মার্কেট উলটো ধাওয়া করছে।আর লোভ টা তো কাজ করছেই।তবে আমি নিয়মিতো মার্কেট এনালিসিস, এবং নিউজ গুলো এনালিসিস করে ট্রেড করি,আর লস করার ধৈর্য্য আমার থাকছে না।
আমরা এতে কাজ করি, সুতরাং আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমাদের অবশ্যই সেই সাহস নিয়ে কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমরা তা থেকে দ্রুত উপার্জন করতে পারি এবং এটি তৈরি করতে পারি। বাচ্চাদের জীবনযাত্রার উন্নতি করার জন্য আমাদের অবশ্যই আমাদের জীবনকে ভালভাবে কাটাতে হবে এবং আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং এতে আমরা সাফল্য অর্জন করতে এবং বাণিজ্যে অভিজ্ঞতা অর্জন করতে পারি।আমি লস করতে করতে সত্যি মুশড়ে পড়েছি।আর লস করতে পারছি না ট্রেড দিলেই মার্কেট উলটো ধাওয়া করছে।আর লোভ টা তো কাজ করছেই।তবে আমি নিয়মিতো মার্কেট এনালিসিস, এবং নিউজ গুলো এনালিসিস করে ট্রেড করি,আর লস করার ধৈর্য্য আমার থাকছে না।
ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে লস ও লাভ হলো ট্রেডের একটা অংশ । আর আমরা ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায়
ব্যবসায় লাভ যেমন থাকে তেমনি লসও থাকে।তবে লসের সংখ্যা যাতে বেশী না হয় তারর জন্য বেশী করে দক্ষ হতে হবে বেশি করে দক্ষতা বাড়াতে হবে।ট্রেড বিষয়ে বেশী জ্ঞান অর্জন করতে হবে।বেশী করে সময় দিতে হবে।এনালাইসিস করে ট্রেড করতে হবে আপডেট নিউজ দেখতে হবে।আমাদের মধ্যে এমন অনেক ট্রেডার ভাই আছেন যারা নিয়মিত ট্রেড করার চেষ্টা করেন বা করছেন কিন্তু লসের বৃত্ত থেকে বের হতে পারছেন না কোন ভাবেই তাদের জন্য আমার আজকের এই পোস্ট টি। আশা করি মানতে পারলে কিছুটা হলেও উপকার পাবেন-
* অনেকেই দুই একটা ট্রেড এ লস করেই একেবারে মুষড়ে পড়েন, কখনই এমনটা করবেন না। কেননা লসও ট্রেড এর একটা অংশ।
* নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন কিন্তু অধিক বিশ্বাস নয়।
* মার্কেট এর মনোভাবকে সম্মান করতে শিখুন।
* হাজারটা সিস্টেম না ঘেটে আপনার জন্য উপযুক্ত একটা সিস্টেম দাড় করার, এবং তার নাড়ি নক্ষত্র সব আয়ত্ব করুন।
* দিবা স্বপ্ন দেখবেন না, যৌক্তিক ভাবে চিন্তা করুন।
* নিজের গোল ঠিক করুন, এক দিনে সব খেতে যাবেন না।
* নিজের সময় ঠিক করুন, সব দিন আপনার নাও হতে পারে।
* পাজল হবেন না, কনফিউজিং সময়ে ট্রেড করবেন না।
ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে লস ও লাভ হলো ট্রেডের একটা অংশ । আর আমরা ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায়।