-
সিগনাল নিয়ে ফরেক্স ট্রেডিং করাটা সবচেয়ে বেশি বোকামির কাজ কারণ ফরেক্স মার্কেটে নিজেকে অভিজ্ঞ করতে হলে আপনার নিজের একটা যোগ্যতা তৈরী করতে হবে সিগনাল নেওয়া মানে অন্যর উপর নির্ভরশীল হয়ে পড়া আপনি যদি নিয়মিত কারো কাছ থেকে সিগনাল নিয়ে ট্রেড করেন তবে আপনি নিশ্চিতভাবেই তার উপর নির্ভরশীল হয়ে পড়বেন ট্রেড এর ব্যাপারে যার কারণে আপনার নিজের যে স্ট্রাটেজি তা তৈরী করতে পারবেন না সময় লাগলেও নিজের একটা ট্রেডিং কৈশল তৈরী করার মাধ্যমে ট্রেড করুন এবং অভিজ্ঞ হোন
-
সিগনাল ব্যবহারের মাধ্যমে অনেকেই ফরেক্স ট্রেড করে যাচ্ছে । আবার অনেকেই মনে করছে সিগনাল খুব কার্যকরী। কিন্তু আমি মনে করি সিগনাল ব্যবহার করা ভালো নয়। কারন প্রথমেই সিগনালের মাধ্যমে ট্রেড করলে ভালোভাবে নিজের মতো ট্রেড শিখতে পারে না। এজন্য আমি সিগনাল ব্যবহার করি না।
-
আপনি কি সিগনাল ব্যাবহার করেন? না, আমি ফরেক্স সিগনাল ব্যাবহার করিনা। আপনারা কি ফরেক্স সিগনাল ব্যবহার করেন । ফরেক্স সিগনাল কি সব সময় মিলে?
ফরেক্স সিগনালের কামন সুবিধা?
-
সিগনাল ব্যবহার করে ট্রেড করা কোনভাবেই উচিত নয়। তারপরও অনেকে সিগনাল ব্যবহার করে তাদের একাউন্ট জিরো করছেন। শুধু সিগনাল ব্যবহার করে মার্কেট এর ভালো মন্দ কিছুই বোঝা সম্ভব নয়। তাই আপনার ওপেন করা ট্রেডটি কেন লাভ হোল অথবা কেন লস হোল তা আপনি বুঝতে পারবেন না।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কার সিগন্যাল ব্যবহার করিনা কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা ভাল প্রফিট করার জন্য দরকার ফরেক্স ট্রেডিং সম্পরকে একটি ভ আল অভিজ্ঞতা অর্জন করে একটি ভাল ট্রেডিং প্লান তৈরি করা ।
-
ফরেক্সের মার্কেট সম্পর্কে আগে ভাগে ধারনা নিতে সিগন্যাল ব্যবহার করে অনেকে । অনেকে সিগন্যাল ব্যবহার করে ট্রেড করে। কেউ কেউ এই সিগন্যালের জন্য টাকা খরচ করে। এতে করে ট্রেডের স্ক্লি নষ্ট হয়। আমি ব্যক্তিগত ভাবে সিগন্যাল ব্যবহার করা সমর্থন করিনা। আমি নিজেও একারনে সিগন্যাল ব্যবহার করিনা।
-
ফরেক্স মার্কেট এ আমি নতুন ফরেক্স ট্রেডার আমি।ফরেক্স মার্কেট এনালাইসিস করে ফরেক্স নিউজ দেখে,ফরেক্স মার্কেট এর মুভমেন্ট দেদেে ট্রেডিং করি,তার জন্য আমার ফরেক্স ট্রেডিং করতে কোন সিগনাল ব্যাবহার করিনা,কিন্তু আমি ফরেক্স মার্কেট এ আর এস আই ব্যাবহার করে ট্রেডিং।করে থাকি।
-
যে কন ব্যবসা কোন না কোন নিউজ দেখে শুনে ব্যবসার ভাল মন্ধ বুঝতে হয়।তেমনেই ফরেক্স মার্কেট সিগ্নালের উপর ফরেক্স মার্কেটের অনেক কিছুই নির্ভর করে থাকে। একজন ফরেক্স ট্রেডার যদি নিউজ সম্পির্কে আগেই অবিহিত হয় তবে সে নিউজের উপর ভিত্তি অঅরে ট্রেড করলে তার লস কম হবে।
-
ফরেক্স বিজনেসে আমি যখন নতুন ছিলাম তখন আমি সিগনাল ব্যাবহার করতাম কিন্তু আমি লাভ করতে পারতাম না আমার এ্যাকাউন্ট মাঝে মাঝে জিরো হয়ে যেতো।তার পর আমি ডেমোতে ভালো করে ট্রেডিং করে তার পর রিয়েলে ট্রেড করি নিজের কোশলে নিজের অভিজ্ঞতা দিয়ে আমার নিজের জ্ঞ্যান থেকে যেদিন আমি ট্রেড করা শুরু করলাম সেদিন থেকে আমি লাভ লস মিলে আমার লাভের পাল্লাটাই বেশি মনে করি।
-
আমি কোন সিগনাল ব্যবহার করে ট্রেড করি না। ফরেক্র মারকেটে অনেক কিছু আছে যা ফল করে ট্রেড করলে লাবভান হবেন। আর আমি কোন টা তেমন ফল করি না। কারণ ফরেক্র মারকেট টা হলো এমন একটি মারকেট এই মারকেট সম্পরকে কেউ আগাম ধারণা দিতে পারবে না। আর যারা আগাম ধারণা দেয় তারা হলো ভন্ড বাজ। ওদের থেকে দুরে থাকবেন।