ফরেক্স এ লছ একটা বড় ধরনের সমস্যা।আমরা যখন ফরেক্স এ ট্রেডিং করি তখন আমাদের বুঝে শুনে ট্রেড করা উচিত।
ফরেক্স এ লছ এর মুল কারন হল ওভার ট্রেদিং।
Printable View
ফরেক্স এ লছ একটা বড় ধরনের সমস্যা।আমরা যখন ফরেক্স এ ট্রেডিং করি তখন আমাদের বুঝে শুনে ট্রেড করা উচিত।
ফরেক্স এ লছ এর মুল কারন হল ওভার ট্রেদিং।
ফরেক্সে আমরা প্রতিনিয়ত লস করে ফেলি।কিন্তু আমরা লসের কারন উদঘাটন করলে দেখি অনেক অনেক কারন রয়েছে আমাদের লসের পেছনে। তবে কয়েকটা গুরুতর কারন রয়েছে যেগুলো নিয়মিত ঘটে থাকে।আমাদের লসের প্রধান কারন হচ্ছে লোভ এবং ওভারট্রেডিং। লোভের কারনে আমরা ওভারট্রেডিং করি এবং লস করে ফেলি।
লস করার স্বাভাবিক কারনটাই হলো আপনি যদি ভুল ট্রেড নিয়ে থাকেন, ভুল ট্রেড নিয়ে নিলে আপনার লস তো হবেই, তবে তার চেয়ে বেশি লস তখন তারা করেন যারা ভুল ট্রেড নিয়ে স্টপ লস না বেওহার করে ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকেন, এতে করে যা হয় আরকি আসতে আসতে সব ব্যালান্স মাইনাস এ যেতে যেতে তাদের আচ্কুত শূন্য হয়ে যায়.
ভাল করে প্রশিক্ষন না নিয়ে ফরেক্স ফোরাম করলে।অর্ডার করতে পারি।কিন্তু আমি যখন বায় অর্ডার করেছিলাম সেটা আমার বিপরিত গেছে তাই তখন আমাকে সেল অর্ডার করতে হবে তাহলে কিছু হলে ও আমার লস কাভার করতে পারবো।সেল অডার তখই দিবেন যখন মার্কেট নামতে থাকবে নিচের দিকে।আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে।
লস ব্যবসার একটা মৈলিক বিষয় । কারণ এই পৃথিবীর যে কোন ব্যবসায় লাভ লস উভয়ে রয়েছে । শুধু লাভ কিংবা শুধু লস দিয়ে ব্যবসা করা যায় না । লাভ-লসের সমীকরণই হল একটা ব্যবসা । তবে সব ব্যবসায়ী চায় তাদের লাভের পরিমাণ সবসময়ই ভালো থাকুক । আর আমরা ফরেক্স ব্যবসায়ীরা এর ব্যাতিক্রম নয় । আমি নিজেও সবসময় একটা জিনিস মেনে চলি তা হল ব্যবসায় লস হলে হা-হুতাশ করার কিছুই নেই । নিজেকে লাভের যোগ্য করে তুলতে হবে ।
আসলে লস করার বিভিন্ন কারন রয়েছে । এক একজনের জন্য এই কারন এক এক রকম হতে পারে বলে আমি মনে করি । আসলে সব থেকে বড় কারন যেটা আমার মনে হয় যার জন্য প্রত্যেক ট্রেডারই লস করে থাকে সেটি হল লোভ করা । অল্প ব্যালেন্স দিয়ে বেশি বেশি লাভ করার সপ্ন দেখা । আর এ কারনেই বার বার লস করে ।
ফরেক্সে ট্রেড করে ভাল সাফল্য লাভ করতে হলে আপনাকে অবশ্যই লোভকে চিরতরে বিদায় করতে হবে কারন ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উদ্ভদ্ধ করে যার ফল স্বরুপ বড় ধরনের লসকে বরন করে নিতে হয়। লস করার আরও কারন হল ইমশনাল হয়ে ট্রেড করা ।
লাভ লস একটি আর একটির সাথে গভির ভাবে সম্প্রিক্ত। ব্যবসা করতে গিয়ে ভয় পেয়ে ব্যবসা থেকে পিছু না ফিরাটাই ভাল।বেশি লোভ করে ফেল্লে ফরেক্স থেকে খালি হাতে ফিরে জেতে হবে। নিজের ইমোশন কে কন্টোল করুন আর মাথা ঠান্ডা রেখে ট্রেড করুন এবং কম লাভ করুন। তাহলে দেখবেন ফরেক্স মার্কেটে আপনি কাজ করে মজা পাবেন। আর যারা নতুন তারা সব দিক থেকে সাবধান।
ফরেক্স কে গুরুত্ত দেন, ফরেক্স থেকে টাকা উপারজন করা সম্বব, আমি ফরেক্স প্রতিদিন এক বার দেখি, অনুশিলম দরকার, সাব্ধানে ট্রেড করতে হয়,যদি অধৈর্য, না বুঝে ট্রেড করলে লস সাব্ধানে ট্রেড করতে হয়, ক্ষতি বন্ধ করতে পাড়বেন যদি ফরেক্স কে গুরুত্ত দেন,
লস করার অনেক কারন আছে তার মধ্যে কিছু কথা হোল বেশি লোভ করলে ফরেক্স এ লাভ করা যায় এবং টিকে থাকা যায় না । শুধু তাই নয় ফরেক্স এ ডেমো ট্রেড খুব ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স এর ডেমো ট্রেড যদি ভাল না জানা থাকে তাহলে লস খেতে হয় ।