আমার মতে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা কোন ভাবেই ভাল ফলাফল দেয় না । ট্রেড করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা । ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করলে ভাল প্রফিট করা সম্ভব হবে না বলে আমি মনে করি ।
Printable View
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা কোন ভাবেই ভাল ফলাফল দেয় না । ট্রেড করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা । ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করলে ভাল প্রফিট করা সম্ভব হবে না বলে আমি মনে করি ।
।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল কিন্তু ফরেক্স মার্কেটে এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার সময় কখনো সেই ইন্ডিকেটর এর উপর নিরভর করা যাবে না তাই ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর উপর নিরভর করা ঠিক না কারন ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না তাই ইন্ডিকেটর এর উপর নিরভর করা যাবে না ।
আমি আপনার সাথে একমত।ফরেক্সে ট্রেড করতে এসে কোনো ইন্ডকেটরের ওপর নির্ভরশীল না হওয়া ভালো।কেননা ইন্ডিকেটর সবসময়ই ভালো প্রফিট করতে ভালো সিগনাল দেবে এমন নয়।আর যদি ভালো ফলাফলের দেয়ও তবে ইন্ডিকেটরের নির্ভর হয়ে গেলে নিজে কিছুই শেখা যায়না।আর নিজের বুদ্ধিতে ট্রেড না করে অন্যের সিগনালে ট্রেড করাটা বড় সুবিধাজনক না বলে আমি মনে করি
আপনি যদি একজন ভাল দক্ষ ট্রেডার হতে চান তাহ্লে নিজেকে সে ভাবে গড়ে তুলতে হবে ,এখানে ইন্ডিকেট্র এর উপ্র নিরভ্র করা ঠিক হবে না ,তাছাড়া আপনি ভাল ফলাফল পেতে ইন্ডিকেট্র ব্যাবহার করতে পারেন কিনতু আপনাকে আপনার দক্ষতার পরিচয় ঠিকই দিতে হবে তা না হ্লে আপনি এই বিজনেসে টিকে থাকতে পারবেন না ।তাছাড়া একজন দক্ষ ট্রেডার তার বিজনেস কে ডেভ্লপ করতে নিজেকে সবসময় এ্যাক্টিভ রাখে এবং নিজের দক্ষতার পরিচয় সূক্ষ ভাবে দিয়ে থাকে ।
ইন্ডিকেটর নির্ভর হওয়া আমার কাছে একদমই ভাল মনে হয়না । অামি নিজেও কোন ধরনে ইন্ডিকেটর ব্যবহার করিনা । তবে মাঝে মাঝে ইন্ডিকেটর খুব ভাল ফলাফল দেয় যা সত্যি অসাধারণ । তবে আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তা ডেমোতে টেস্ট করে নিবেন ।
হাঁ এবং না ।।ফরেক্স এ ইন্ডীকেটোর অনেক সম্য লাভ করে আবার অঙ্ক সময় লস ও করে তাই ফরেক্স করার আগে ভেবে ছিন্তে সব করতে হয় ।আপনি অনেক সময় অনেক লাভ করতে পারবেন আবার অনেক সময় অনেক বেশি লস ও হবে তাই আপনার সতরকতা অবলম্বনকরা জরুরি ,সবার জন্য শুব কামনা রইল ।
ইন্ডিকেটরের উপর নির্ভর করা কখনোই ঠিক নয় । যে এই ফরেক্স ব্যবসা করার জন্য ইন্ডিকেটরের উপর নির্ভর করবে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে । সুতরাং আমরা কখনো এই ইন্ডিকেটররে উপর নির্ভরশীল হয়ে ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব ।
আমি একেবারেই এইগুলার উপর নির্ভর করি না। কিন্তু কয়েকটি যেমন মুভিং টা ব্যাবহার করি শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য। এগুলো আপনাকে কখনই ১০০% ফলাফল দিবে না। ফলাফল সমসময় আপনার উপর নির্ভর করে। আপনি যদি ভাল মার্কেট বুঝতে পারেন তাহলে এইসবের কোনকিছুই প্রয়োজন হবে না।
ফরেক্স মার্কেট এ গতি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে ।পাশাপাশি এনালাইসিস ভালমত বুঝতে হবে । ইন্ডিকেটর এর উপর পুরোপুরি নিভর করা যাবে না ।তাই ভেবে ফরেক্স মার্কেট এট্রেডিং করতে হবে ।
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায়। কিছু কিছু ফ্রিতে আবার কিছু কিছু টাকা দিয়ে কিনে নিতে হয়। ইনডিকেটর আমাদের পুরবের মার্কেট কিরকম ছিল সে সম্পর্কে ধারণা দিয়ে থাকে। অনেকেই মনে করে ইনডিকেটর আমাদের ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে নির্দেশনা দেয় কিন্তু তা একদমই ভুল। ইনডিকেটর নির্ভর ট্রেডিং করা কখনই উচিত নয়। আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে তারপরে ট্রেড করা।