-
ফরেক্সে সিম্পল মুভিং এভারেজ একধরনের ইন্ডিকেটর।আমরা সিম্পল মুভিং এভারেজ ব্যবহারের মাধ্যমে মার্কেটের প্রাইস মুভমেন্ট সম্পর্কে ভালো ধারনা অর্জন করতে পারি। মার্কেটের বিগত কিছু ক্যান্ডেলের অবস্থান গতি বিধি ইত্যাদি সম্পর্কে ভালো ধাররা লাভ করা যায়। শর্ট টাইম ফ্রেমে মার্কেট করলে মার্কেটের মুভিং এভারেজের ক্রসিং দেখেও অনেকে ট্রেড করে থাকেন।
-
ফরেক্স ট্রেডিং এর মধ্যে যত গুলো ইন্ডিকেটর আছে তারমধ্যে মুভিং এভারেজ বেসিক হিসেবে ধরা হয়। কারণ এমন কোন ট্রেডার নেই পৃথিবীতে যিনি মুভিং এভারেজ ব্যবহার করেন নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে মুভিং এভারেজ কতটুকু গুরুত্ব পূর্ন। শুধু মুভিং এভারেজ স্ট্রেটেজি ব্যবহার করে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন এবং লাভবান হতে পারবেন যদি এটার কম্বিনেশন টা বুঝেন। যেমন মুভিং এভারে কম্বিনিশন ১২দিন ২৬ দিন ৪৫ দিন এর এই কম্বিনেশনটি বহুল ব্যবহৃত স্ট্রেটেজি। এই স্ট্রেটেজিটি বুঝতে সহ এবং যে কেউ সহজে ব্যবহার করতে পারবেন।টেকনিক্যা এনালাইসিস এর জন্য বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর৷ আমরা অনেকেই টেকনিক্যাল এনালাইসিসের সুবিধার্থে এই মুভিং এভারেজ প্রয়োগ করে ট্রেন্ড নিশ্চিত হয়ে থাকি৷ মুভিং এভারেজ সাধারণত দুই প্রকার-# সিম্পল মুভিং এভারেজ এবং #এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ৷ অনেকেই সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করেন অনেকেই আবার এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ব্যবহার করে থাকেন,যার যেমন সুবিধা৷যেমন-100 sma+50 sma+20 sma এইসব সিম্পল মুভিং এভারেজ দিয়ে অনেকেই প্রফিটেবল ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে এই মার্কেটে ট্রেড করে থাকেন৷
-
মার্কেট প্লেসে মুভিং এভারেজ হল একটি ভালো এবং সহজ বোধ্য কমন ইনডিকেটরস। এর সাহায্যে মার্কেটের বিগত কিছু ক্যান্ডেলের অবস্থান গতি বিধি ইত্যাদি সম্পর্কে ভালো ধাররা লাভ করা যায়। শর্ট টাইম ফ্রেমে মার্কেট করলে মার্কেটের মুভিং এভারেজের ক্রসিং দেখেও অনেকে ট্রেড করে থাকেন।অনেকে এমন আছি যে ফরেক্স করার পাশাপাশী অন্ন কাজ করে থাকি তাই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় স্টপ লস দিয়ে থাকি । এতে করে পিপস যেন একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যেতে না পারে এই সুবিধা পাওয়া যায় । একে স্টপ লস বল হয় ।মুভিং এভারেজ ক্রসওভার থিউরি নিয়ে হাজারো ট্রেডিং সিস্টেম আছে। আমি নিজেও এই সিস্টেমের উপর বেজ করে ৭-৮ টা ভার্সন তৈরি করেছিলাম। কোন সেশন শুরুর আগে আগে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে বেশ ভালো প্রফিট করতে পারবেন। ৩টি মুভিং এভারেজ দিয়ে ফিল্টার করেও বেশ ভালো লাভ করা সম্ভব। মোটকথা এমটি৪ এর অনেকগুলো ইন্ডিকেটর এর মধ্যে এটি বহুল ব্যবহৃত ইন্ডিকেটর।
-
সিম্পল মুভিং এভারেজ (sma) একটি মৌলিক টেকনিক্যাল ইন্ডিকেটর, যা সময়ের একটি নির্দিষ্ট সময়সীমায় সম্পদের গড় মূল্য নির্ধারণ করে। এটি কোনো স্টক বা মুদ্রার নির্দিষ্ট সময়ের গড় মূল্য নিরূপণ করতে সহায়ক, যেমন ১০ দিন, ৫০ দিন বা ২০০ দিনের গড় মূল্য। sma গণনার জন্য নির্দিষ্ট সময়ের সকল ক্লোজিং প্রাইস যোগ করে সময়কাল অনুযায়ী ভাগ করা হয়।
sma ট্রেডারদের সহায়তা করে বাজারের মূল্যের গতিধারা নির্ণয়ে, কারণ এটি দাম বৃদ্ধির বা পতনের প্রবণতা দেখায়। বাজার যখন sma-এর উপরে থাকে, তখন এটিকে বুলিশ সংকেত হিসাবে ধরা হয়, এবং নিচে থাকলে বেয়ারিশ সংকেত।