-
না আমি রাতে ট্রেড করিনা। রাতের সময় টা আমি ঘুমানোর জন্যই বরাদ্দ রেখেছি। তবে রাত বারোটার আগে যতটুকু সম্ভব ট্রেড করার চেষ্টা করি।। তাছাড়া দিনের বেলাতেই সাধারনত ট্রেড করি। পড়াশোনা, ভার্সিটি ইত্যাদিতে সময় দিতে হয় বিধায় রাতে ট্রেড করিনা। তবে আমার মতে রাতে কিংবা দিনে ট্রেডের মাঝে খুব বেশি পার্থক্যও নেই।
-
আমি রাত ১১টার পর কোন ট্রেড করিনা। কারণ এ সময় থেকে মার্কেটের মুভমেন্ট একেবারে কমে যায়। তাছাড়া আমি একজন চাকুরীজীবী তাই আমার পক্ষে রাত জেগে ট্রেড করা সম্ভবও নয়। আমি মনে করি দিনের ২টার পর থেকে রাত ৯টা পর্যন ট্রেড করার উপযুক্ত সময়। কারণ এ সময় মার্কেট মুভমেন্ট করে ভালো। বুঝে শুনে ট্রেড করলে এই সময় ভাল লাভ করা যায়।
-
আমি কখন ট্রেড করি তার নিদিষ্ট কোন সময় নেই। আমি সব সময় মার্কেট এনালাইসিস করি । যখন মনে হয় এই সময়ে ট্রেড করলে আমার সুবিধা হতে পারে। এই ট্রেডটি করে আমি লাভবান হতে পারব। ঠিক তখনই আমি ট্রেড করি আর নয়ত আমি ট্রেড করিনা। তবে সাধারণত আমার ট্রেডগুলো সন্ধার সময় করা হয়ে থাকে।
-
আমি রাতে ও দিনে ট্রেড করি তবে ফুল টােইম না , বরং পার্ট টাইম ট্রেড করে থাকি , আর রাতে ট্রেড করেত আমার বেশী ভাল লাগে তাই আমি রাতে ট্রেড করে থাকি , আমার কাছে মনে হয় রাতে ট্রেড করা অনেক ভাল তবে সময় না ।
-
ফরেক্স এ রাত দিন বলে কিছু নেই । আপনি আপনার সুবিধা মত যখন খুশি তখন ট্রেড করতে পারেন । সেটা আপনার উপর নির্ভর করে যে আপনি কখন ট্রেড করবেন । হা আমি কিন্তু রাতেও ট্রেড করি কারন আমি রাতেই বেশি সময় পাই । সারা দিন ক্লাস করতে গিয়ে ফরেক্স এ সময় দিতে পারি না কিন্তু এখন হরতাল থাকাতে সারাক্ষন এ মার্কেট টা দেখা হয় আর সুবিধা মনে হলে ত্রেদো করি ।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেখানে আমরা আমাদের ইচ্ছা মত ট্রেড করতে পারি। এতে সময়ের সাথে কোন ধরা বাধা নিয়ম নেই। ট্রেড এর সময়টা একেক জনের কাছে একেক রকম। একজন চাকরিজীবী ভাইয়ের কাছে যেমন আমার ক্ষেত্রে তেমন হয়ত নয়। আমি ফরেক্স এ নিয়মিত যখন সময় পাই তখন ট্রেড করি। আমি রাতেও ট্রেড করি বিশেষত ৮ টার দিকে। এ সময় আমার মন খুব ভালো লাগে।
-
আমি সচরারচর রাতেই বেশি ট্রেড করি। রাত বলতে সন্ধ্যা ৭টা থেকে ১২টা পর্যন্ত।কারন আমি যতদূর জানি এই সময় মার্কেটের মুভমেন্ট ভালো থাকে।আর মার্কেটের মুভমেন্ট ভালো হলে ট্রেড করতেও ভালো লাগে।আর তাছাড়া দিনে বাইরের কিছু কাজ থাকে যেখানে প্রত্যক্ষ ভাবে সময় দিতে হয়।আর এখন পর্যন্ত ফরেক্সকে পার্ট টাইম হিসেবে নিয়েছি বলে সারাদিন মার্কেটে সময়ও দিই না।
-
য়ামি মনে করি নিউজ টাইম বাদ দিয়ে ত্রাদে করাতা ভাল কারন আমি নতুন ত্রাদের এবং আমি নিউজ সম্পরকে অভিংগ নই।তাই আমি ছেস্তা করি রাতে ত্রাদে ওপেন করার জনা। যদিও আর অনেক সময় এ ত্রাদে করা জায় তবুও রাতে ত্রাদে করাই আমার পছন্দ।
-
ট্রেড করার জন্য রাত দিন কোন বিষয় নয়। বিষয়টি হল আপনি কোন পেয়ার নিয়ে ট্রেড করছে এবং উক্ত পেয়ার এর দেশগুলোর মার্কেট ওপেনিং ইন্ডিং পিরিওড কখন। অনেকে আবার শুধু নিউজ টাইম নিয়েও মার্কেট করে তাদের ক্ষেত্রে মার্কেট এর টাইম হল নিউজের আগের ও পরের ১৫ মিনিট। তবে আমার মতে পেয়ার ওয়াইজ রানিং মার্কেটে ট্রেড করাই বেটার।
-
প্রত্যেকটি ব্যবসারই একটি নির্দিষ্ট সময় থাকা উচিত । আর ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে । আর ফরেক্স ব্যবসা যে কেউ তাদের অন্য চাকরি বা ব্যবসার পাশাপাশি করতে পারে । তাই সারা দিন না দিয়ে একটি নির্দিষ্ট সময়ও দেয়া যায় । তবে রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বুঝে ট্রেড করা ভাল ।