-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুলধন কি পরিমাণ আছে এবং এখান থেকে আপনার মুলধনের কত পার্সেন্ট ঝুঁকি নিয়ে ট্রেড করা উচিৎ এইগুলিই মানি ম্যানেজমেন্টের মুল আলচ্য বিষয়। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মুলধনের সর্বোচ্চ ১০ পার্সেন্ট থেকে ১৫ পার্সেন্টের বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা উচিৎ নয়। মানি ম্যানেজমেন্ট না মেনে বেশি প্রফিটের লোভে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা খুবই বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এভাবে আপনাকে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হতে পারে। তাই সকল ট্রেডারদের মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে নিজের মূলধন অনুযায়ী ট্রেড করাই হলো মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি আপনার মূলধন অনুপাত একই পরিমাণ ট্রেড ওপেন করবেন তা নির্দিষ্ট করাই হলো মানি ম্যানেজমেন্ট। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডিং না করলে ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডিং না করলে মার্কেট ট্রেড এর সামান্য বিপরীতে গেলেই অনেক পরিমাণ লাভ বা লস হয়ে থাকে। যদি লাভ হয় তাহলে তো ভালো কিন্তু লস হলে আপনার পুরো মূলধন হারাতে হতে পারে। তাই ফরেক্স ট্রেডিং এর সময় মানি ম্যানেজমেন্ট হিসাব করেই ট্রেডিং করতে হয়। এখন মানি ম্যানেজমেন্ট আসলে কি? ধরুন আপনি প্রতিটি ০.০১ লটের ট্রেড এর জন্য ৫০০ পিপস বরাদ্দ রাখলেন অর্থাৎ মার্কেট যদি কখনো আপনার ট্রেড এর বিপরীতে ৫০০ পিপস পরিবর্তন হয় তাহলেই আপনার অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হবে। সেক্ষেত্রে আপনার মূলধন যদি ১০০ ডলার হয়ে থাকে তাহলে আপনি সর্বোচ্চ (১০০×১০০)÷৫০০= ২০ অর্থাৎ আপনি ০.০১ লটের ২০ ট ট্রেড ওপেন করতে পারবেন। একদিনে সাধারনত ৫০০ পিপস পরিবর্তন কম হয়ে থাকে ফরেক্স মার্কেটে। তাই ৫০০ পিপস বরাদ্দ রেখে ফরেক্স ট্রেডিং করলে আপনার মূলধন নিরাপদ থাকবে আশা করি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে মানি ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ,কেনন সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারলে একাউন্টে ব্যালেন্সের পরিমাণ যত বেশি হোক না কেন ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না,অর্থাৎ মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড ওপেন করলেই যেকোনো সময় অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। আর মানি ম্যানেজমেন্ট এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ট্রেডার বুঝতে পারে যে তার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স জমা আছে এই ব্যালেন্স দিয়ে কত পার্সেন্ট ঝুঁকি নিয়ে কত লটে ট্রেড ওপেন করলে ফরেক্স মার্কেটে টিকে থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারবে, তাছাড়া ফরেক্স হচ্ছে একটি গতিশীল মার্কেট যা কখনোই স্থির থাকে না এবং যে কোন সময় যে কোন দিকে যেতে পারে,তাই যদি কোন ট্রেডার মানি ম্যানেজমেন্ট ছাড়া অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করে থাকে তাহলে এটা তার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে, কেননা যে কোন সময় মার্কেট তার বিপরীত দিকে যেতে পারে এবং ফলস্বরূপ তার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, তাই প্রত্যেকটা ট্রেডারের সঠিকভাবে মানি ম্যানেজমেন্টে করে ট্রেড ওপেন করাই তাদের জন্য লাভজনক হবে।
-
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্তপুর্ন বিষয়,যদিও আমরা অনেকে এই বিষয়টাকে এড়িয়ে চলি।সংক্ষেপে বলতে গেলে মানি ম্যানেজমেন্ট হচ্ছে,একটা ট্রেডে একটা লাভের বিপরীতে আমরা কি পরিমান রিস্ক নিচ্ছি।মানিম্যান জমেন্ট কিছু নির্দিষ্ট রুলস আছে,যা আমাদের অবশ্যয় মেনে চলতে হয় যদি আমরা এই ব্যাবসায় সফল হতে চাই।
-
ফরেক্সে সফল হতে হলে একজন ট্রেডারকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পরকে সচেতন হতে হবে।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। তাই এখানে অতিরিক্ত রিস্ক নিতে গেলে পতন নিসচিত।। ফরেক্স আপনি যত অভিজ্ঞ ট্রেডার ঈ হুন না কেন আপনি মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনো ঈ সফল হতে পারবেন না।
-
মানিম্যানেজমেন্ট ফরেক্সের যে সব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর অন্যতম । কেননা মানিম্যানেজমেন্ট এর মাধ্যমেই আমরা যথার্থরুপে ট্রেড পরিচালনা করতে পারি । প্রকৃত পক্ষে মানিম্যানেজমেন্ট হল নিজের বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবহার করা । আর এই টাকার ব্যবহারের যথার্থতার উপরই নির্ভর করবে আমাদের লাভ লসের হিসাব ।
-
বৈদেশিক মুদ্রার বাজারে দীর্ঘমেয়াদী ট্রেডে সাফল্য অর্জন করা অনেক কঠিন বলে আমি মনে করি। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীদের উচ্চ পর্যায়ের লিভারেজ নিয়ে ট্রেড করলে ঝুঁকি হতে পারে আমাদের জন্য।এবং ওভার লিভারেজে ঝুঁকি নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার বাজারে দীর্ঘমেয়াদী ট্রেডিঙ্গে সাফল্য অর্জন করা সম্ভব।।।
-
ফরেক্স ট্রেডে সাফল্য অর্জন করা অনেক কঠিন বলে আমি মনে করি।বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীদের উচ্চ পর্যায়ের লিভারেজ নিয়ে ট্রেড করলে ঝুঁকি হতে পারে আমাদের জন্য।এবং ওভার লিভারেজে ঝুঁকি নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার বাজারে দীর্ঘমেয়াদী ট্রেডিঙ্গে সাফল্য অর্জন করা সম্ভব। তাই আমি বলব মানি ম্যানেজম্যান্ট হচ্ছে ফরেক্স এর পূর্ব শর্ত।
-
ফরেক্স এ আপনার অ্যাকাউন্ট এর স্টক যদি আপনি ঠিক মত মান্যজমান্ট করতা না পারেন, তাহলা লস করবান, এবং এই মানি মানেজমান্ট সম্পরকে আমাদের খব ভাল করে জান্তা হবে এবং মান্তা ও হবে। যামন অভার ট্রেড অর্ডার করবান না, আপনার স্টক এ যাই পরিমাণ ডলার আছে সাই টা বিবচনা করাই ট্রেড ওপেন করুন। এই বিষয় য়ে এক্সপার্ট ট্রেডার দার দৃষ্টি আকর্ষণ করছি।
-
মানি ম্যানেজমেন্ট দ্বারা আপনার একাউন্ট লসের ঝুকি থেকে অনেকটা রক্ষা করতে সাহায্য করে থাকে তাছাড়া একটি ভাল মানে ম্যানেজমেন্ট ফলো করলে আপনি আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম থাকে আপনি যদি মানিম্যানেজমেন্ট না করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তবে সেই ট্রেড সমূহও যেকোনো সময় লসের মধ্য দিয়ে আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে একেবারে জিরো করে দিতে পারে আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনার পক্ষে ফরেক্সে টিকে থাকা সম্ভব হবে না ।