-
একজন নতুন ট্রেডারের দক্ষ ট্রেডারে পরিণিত হতে অনেক সময়ের ব্যাপার । তবে ফরেক্স সম্পপর্কে মোটামুটি প্রাথমিক ধারণা লাভ করার জন্য সময় প্রয়োজন হয় সাধারণত ছয় থেকে সাত মাস । তবে এই সময়টা লাগে যদি কেউ ধারাবাহিতভাবে লেগে থাকে তবে । কিন্ত ব্যাক্তিবিশেষে সময়ের তারতম্য হতে পারে । কারণ সবার মেধা সমান নয় একেক জনের একেক ধরনের আয়ত্ত ক্ষমত রেয়েছে । একজন নতুন ট্রেডার যদি ফরেক্স শিখার জন্য একটু পরিশ্রম এর মাধ্যমে সঠিকভাবে সময় ব্যায় করে তবে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে ।
-
অঅমি মনে করি আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং করতে জানেন এবং বুঝেন তা হলে ফরেক্স থেকে আয় করতে আপনার বেশি সময় লাগবে না আর ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমি মনে করি ২ মাসই যথেষ্ট তবে তার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে কঠোর অনুশীলন করতে হবে।
-
হা ফরেক্স মার্কেটে যারা একধম নতুন তাদের জন্য ফরেক্স মার্কেট্টা বুঝতে ছয় সাত মাস সময় লাগাটা খুব একটা বেশি সময় বলে আমি মনে করি না। কারন একজন ছাত্র যদি দশ বছর লেখা পড়া করে চাকুরি নিতে পারে তবে আপনি কেন ছয় সাত মাস ফরেক্স ট্রেড শিখে ফরেক্স মার্কেট করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে পরিধী অনেক ব্যাপক।ফরেক্স মার্কেটে সমন্ধে জানতে হলে আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে।তবে আপনি ৬ মাস যদি ডোমোতে ট্রেড করেন তাহলে আপনি ট্রেডিং সমন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।তবে কেউ কেউ ৫-৭ মাসে ভাল ট্রেড করতে পারে আবার কেউ কেউ ১-২ বছর সময় লাগে।এটা আসলে আপনার ইচ্ছার উপর নির্ভর করে।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ প্রবেশ করার পূর্বে অনেক পরিশ্রম করতে হবে শেখার জন্য, সেই সাথে তা টেস্ট করতে হবে ডেমো ট্রেড করে। ড্রেমোতে টেড করলে অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পায়। নতুন নতুন সিস্টেম গুলোাকে ধেখতে হবে এবং শিখতে হবে। এই শেখা এবং ডেমো ট্রেড করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য যদি বছরও লেগে যায় তবে তাতে ক্ষতি নেই। কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে যদি ছোট বেলা থেকে শুরু করে শেষ অবধি ১৬ বছর লেগে যায় তবে ফরেক্স এর পেছনে এক বছর বা প্রয়োজনে তার বেশি সময় দিতে কোন ক্ষতি নেই। ধিরে ধিরে শেখাটাই ভালো।
-
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ *মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে । ধন্যবাদ ।।
-
আপম আপনার সাথে কোন ভাবেই একমত হতে পারলাম না । ফরেক্স মার্কেটে আপনি ৬-৭ মাসে সাপোর্ট , রেজিস্ট্যান্স , ট্রেন্ড লাইন, ফিবোন্যান্সি ইত্যাদি টুলস সম্পর্কে জানতে পারবেন বড়জোর । আপনাকে ফরেক্স মর্কেেপ থেকে প্রফিট বের করতে হলে কম করে হলেও ৩-৫ বছর নিয়মিত মনোয়োগের সহিত লেগে থাকতে হবে ।
-
ফরেক্স শিখতে কয় মাস লাগবে তা নির্ভর করে যে ফরেক্স করবে। ফরেক্স যদি অল্প সময়ে শিখতে হই তাহলে ফরেক্সের কাজে সময় ব্যয় করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করে জেতে হবে। ফরেক্সে কাজ করতে হলে ডেমো ট্রেড করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করতে হবে।
-
সফল ট্রেডার হতে হলে কতটুকু সময় লাগবে তা নির্দিষ্ট করে কখনই বলা যায় না। কারন সকলের চেষ্টা এবং মেধা এক না। প্রতিটি মাননুষই কিছুটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরি। তবে হ্যা, ভালোভাবে ফরেক্স শিখতে চাইলে এবং নিজের সর্বোচ্চ সময়টুকু ফরেক্সে প্রয়োগ করে মনেপ্রানে ফরেক্স শিখলে ফরেক্স শিখতে বেশি সময় লাগে না। দ্রুতই ফরেক্স শিখা সম্ভব।
-
আপনি যদি সঠিক পথে ভালো কোন গাইডলাইন নিয়ে ফরেক্সের মুল বিষয়গুলো যেমন সাপোর্ট-রেসিস্ট্যান্স,ট্রেন্ডলাইন,মুভিং এভারেজের ব্যাবহার ইত্যাদি আয়ত্ত করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি ছয় থেকে সাত মাসে ফরেক্সের প্রায় ৮০ ভাগ শিখে যাবেন।বাকিটা আপনি ট্রেডিং করতে করতে আয়ত্ত হয়ে যাবে।