-
নিজে নিজে শিখুন ফরেক্স, ফরেক্স শিখার ধারাবাহিকতায় জন্য নেটে কিছু টিউটেরিয়াল পাবেন অথবা bdpips.com এ ও আপনি ফরেক্স সম্পর্কে ধারাবাহিক লেখা পাবেন। বিডি পিপস এ ফরেক্স সম্পর্কে A টু Z সবই লেখা আছে। এছাড়াও আপনাকে জানতে হবে ১। মেটাট্রেডার ৪ সফটওয়্যার ভালভাবে কাস্টমাইজ,ব্যবহার এবং এডিট করা। ২। কারেন্সি পেয়ার পছন্দ করা এবং ঐ দেশের অর্থনৈতিক তথ্য সম্পর্কে অবগত হওয়া। ৩। ইন্ডিকেটর এর ব্যবহার এবং মেটাট্রেডার-৪ এ ইন্ডিকেটর ইনষ্টল করা। ৪। বিভিন্ন ট্রেডিং কৌশল দেখে নিজস্ব একটি ট্রেডিং কৌশল আবিস্কার করা। ৫। এনালাইসিস শিখা। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল ৬। আদর্শ ট্রেডারের গুনাবলী অর্জন করা। যেমন-ধৈর্য্য, মানি মেনেজম্যান্ট, নিয়মানুবর্তিতা ইত্যাদি।
-
ফরেক্সের শেখার এরকম কোনো প্রতিস্থান নাই যে সেখান থেকে শিখলে আপনি শিওর লাভ করতে পারবেন ।কিন্তু যদি আপনি বেশি বেশি ডেমো প্রাকটিস করেন তাহলে আপনি ফরেক্সে দক্ষ হতে থাকেবেন আর ফরেক্সে সফল হতে হলে দক্ষতাই মুল মন্ত্র ।তাই ফরেক্সে লাভ করতে চাইলে বেশি বেশি ডেমো প্রাকটিস শুরু করুন ।
-
ফরেক্স সেখার জন্য ফরেক্স অর্থাৎ ফরেক্স এর বিভিন্ন সাইট থেকে ভালো ভাবে ফরেক্স সেখা যায় । ফরেক্স এর বিভিন্ন টেক্সট গুলো পড়ে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায় । তার পর আপনি ভালো ভাবে মার্কেট এনালিসিস এবং মানি ম্যানেজমেন্ট সেখার জন্য ভালো কোনো ট্রেডারের হেল্প নিতে পারেন।
-
ফরেক্স শেখার কোন শিক্ষা প্রতিষ্টান নাই । তার পরও আমরা অনেকেই ফরেক্স শিখছি। ফোরাম হতে শিখছি।বিভিন্ন ব্লগ হতে আবার বোকার হাউস গুলোর বিভিন্ন অটির্কেল হতেও অনেক কিছু শিখছি । আপনি ডেমো এ্যাকাউন্ট তৈরী করুন ট্রেড করুন ইচ্ছামত । কিছূদিন ট্রেড করার পর ভাবুন কেন আপনার লাভ বা লস হলো। প্রশ্নের উত্তর পাওয়ার পর দেখবেন আপনার শেখা শুরু হয়ে গেছে।
-
আমি যতদূর জানি ফরেক্স এর জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠান থেকে শিখলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন সব কিচুই আপনার উপর নিরবরসিল আপনি
যতটুকু ফরেক্স নিয়ে ভাবভেন আপনি ততটুকু এক্সপার্ট হতে পারবেন আপনার পরিশ্রম আপনাকে একজন সফল ট্রেডার করে তুলবে
-
ফরেক্স মার্কেটের অবশ্যই প্রতিষ্ঠান রয়েছে সেখানে অামরা গুগলের মাধ্যমে শেখার চেষ্টা করব । ফরেক্স স্কূল রয়েছে সেখানে অামরা ক্লিক করে এই এ্যানালাইসিস করতে পারি । অামরা ভালোভাবে শিখতে পারলেই অার কোন সমস্যায় পড়ব না । অামরা কাজ করব নিজের গতি নিয়ন্ত্রণ রেখে । তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স আপনাকে নিজেকে আয়ত্ত করে নিতে হবে আপনি চাইলে কোন অভিজ্ঞ ব্যাক্তির সহায়তা নিতে পারেন অথবা অনলাইন থেকেও বিভিন্ন টিউটোরিয়াল দেখে ফরেক্স শিখতে পারেন।আমি নিজেও এভাবে চেষ্টা করছি।
-
পৃথিবীর অন্যান্য দেশে ফরেক্স শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আছে। এখন বুঝতে পারছেন ফরেক্স কত গুরুত্বপূর্ণ একটি ব্যবসা। কিন্ত দুঃখের বিষয় বাংলাদেশে ফরেক্স শিখার ভালমানের কোন প্রতিষ্ঠান নেই।প্রথমে কারো কাছ থেকে ফরেক্সের বেসিকটা শিখে নিয়ে তারপর যাবতীয় কলা-কৌশলগুলো নিজের রপ্ত করতে হবে।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে শিক্ষার বিকল্প নেই। আপনি যত শিখবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে। আর এই অভিজ্ঞতার বলেই ভবিষ্যতে কারি কারি টাকা রোজগার করতে পারবেন।
-
আমি প্রথমে বাংলাদেশের একটি ফরেক্স সাইট থেকে ফরেক্স শিখি। এই সাইটার হলোঃ বিডিপিপ্স ডট কম। এই সাইটা বাংলা ভাষায় রচিত। আমি সাইট টি থেকে ব্যাসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পযন্ত জানতে পেরেছি। ফরেক্স শিখার জন্য আমি মনে করি এটা ভালো একটা সাইট।
-
আমি মনে করি ফরেক্স শিখতে হলে আপনাকে একজন ভাল ট্রেডার এর কাছে যেতে হবে যে আপনাকে ভাল করে নিজের মতন করে কাজ শিখাবে। আবার আপনি যদি মনে করেন আপনার জন্য এটা সঠিক না তা হলে আপনি ফরেক্স ফোরামের অনেক ওয়েব সাইট আছে সেখান থেকে আপনি কাজ শিখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত।তবে আপনি যদি ভাল করে কাজ শিখতে চান তা হলে আপনি যেখানে ই যান না কেন আপনাকে ধৈর্য সহকারে কাজ শিখতে হবে।