-
নিউজ থেকে ধারণা নিয়ে নিউজ এ্যানালাইসিস করবেন। এটা খুব সিম্পিল একটা ব্যপার। কাজেই কোন চিন্তা করবেন না। তাই আপনাকে শুধু ফরেক্স ফ্যাকট্রির সাপ্তাহিক রিলিস হওয়া সকল প্রকার নিউজগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। এবং এখান থেকে রিলিস হওয়া হাই ইমপেক্ট সম্পূর্ণ যে সকল নিউজ বা রিপোর্ট আপনার পেয়ারের সাথে মেচ করে, আপনাকে শুধু সেগুলোই এখানে এ্যানালাইসিস করতে হবে।
-
আমার মতে নতুন ট্রেডারদের ক্ষেত্রে নিউজ এনালাইসিস করা খুব কঠিন একটি বেপার। কেননা নিউজ সম্পর্কে জ্ঞান অর্জনে ট্রেডাররা খুব একটা ভাল বুঝে উঠতে পারে না। এজন্য অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে নিয়মিত পরামর্শ দরকার। আপনাকে নিউজের পাশপাশি মার্কেটের ট্রেন্ডও এনালাইসিস করতে হবে। সাপোর্ট রেসিস্ট্যান্সও এনালাইসিস করতে হবে। আর আমার মতে নিউজে যেদিকে যায় সেদিকে যদি ট্রেন্ড না থাকে কিংবা সাপোর্ট রেসিস্ট্যান্স না মানে তাহলে অল্প কয়েক পিপস লাভ নিয়ে ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী পজিশনের জন্য অপেক্ষা করা ভালো। মুভিং এভারেজের বিষয়টিও মাথায় রাখতে হবে।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ন যে বিষয় সেটা হলো নিউজ এনালাইসিস যাকে বলে ফান্ডামেন্টাল এনালাইসিস। মার্কেট সবচাইতে বেশি মুভমেন্ট করে যখন কোনো গুরুত্বপূর্ন নিউজ পাবলিশড হয়। তবে প্রতিটি নিউজের একচুয়াল,প্রিভিয়াস, ফোরকাস্ট বিভিন্ন সাইটে দেয়া থাকে যেখান থেকে আপনি মার্কেট কোনদিকে যাবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের সাইট আছে সেগুলো ফলো করতে পারেন। যেমন : ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডার, ডেইলি এফ এক্স ইত্যাদি। এই সাইটগুলো আপনার নিজ দেশের জিএমটি দিয়ে দেখতে পারেন কখন কোন মুদ্রার উপর খবরগুলো প্রকাশ হবে এবং আপনি কোন মুদ্রায় ট্রেড অপেন করছেন সেটার খবরও দেখতে পারবেন। আর যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অার কথাই নেই আপনি শুধু ক্যালেন্ডার থেকে নিউজ দেখে ইম্প্যাক্ট বোঝার চেষ্টা করতে হবে। তবে নিউজ ট্রেডার হতে হলেও আপনাকে অন্তত ৬ মাস সময় দিতে হবে বোঝার জন্য।
-
ফরেক্স সফলতার জন্য ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়, যেগুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এসব নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারের সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার একটা আগাম বার্তা দিয়ে থাকে। এসব নিউজ এনালাইসিস করে অনেকটা আইডেন্টিফাই করা সম্ভব ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। আপনি যতই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন যদি ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে যেকোনো সময়ে আপনার এনালাইসিস ভেঙে দিয়ে ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাবে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। আমি বেশিরভাগ সময় নিউজ ট্রেডিং করে থাকি। দিনের অন্যান্য সময় অলস বসে থেকে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো রিলিজ হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকি। আমি মনে করি ফরেক্স সফলতার জন্য প্রত্যেক ট্রেডারকে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করা উচিত।
ফরেক্স মার্কেটকে সবথেকে বেশি প্রভাবিত করে NFP নিউজ, FOMC নিউজ, Unemployment Change, Unemployment Claim, PMI Service, Fed Chair Bailey Powel Speech ইত্যাদি নিউজগুলো। এ ধরনের নিউজ গুলো যখন প্রকাশ পায় তখন মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে এবং অতিরিক্ত মাত্রায় ভোলাটিলিটি তৈরি করে। এসব নিউজ এর সময় ট্রেড করে যেমন অনেক বেশি প্রফিট করা যায় তেমনি মূলধন হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। সাধারানত অভিজ্ঞ ট্রেডাররা এসময় ট্রেড করে থাকেন। কোন অবস্থাতেই নতুন এবং অনভিজ্ঞ ট্রেডারদের নিউজ এর সময় ট্রেড করা ঠিক নয়। তাতে করে চোখের পলকেই ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। নতুনদের অবশ্যই নিউজ বা ইম্প্যাক্ট নিউজ এর সময় ট্রেড করা উচিত। তার পরেও যদি করতে হয় তাহলে অবশ্যই এস এল দিয়ে ট্রেড করতে হবে। নতুবা ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে বাঁচার উপায় নাই।
-
ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে গেলে প্রথমেই দেখতে হবে নিউজ টা কোন কারেন্সির উপর প্রভাব ফেলবে । তারপর দেখতে হবে নিউজটার প্রভাবে কারেন্সিকি স্ট্রং হবে নাকি দুর্বল হবে । তারপর এনালাইসিস করতে হবে কত পিপস্ মুভ করতে পারে । তারপর আপনি যেই পেয়ার এ ট্রেড করবেন সেই পেয়ার এ প্রভাব কি রকম হতে পারে । নতুন ট্রেডারদের ক্ষেত্রে নিউজ এনালাইসিস করা খুব কঠিন একটি বেপার। কেননা নিউজ সম্পর্কে জ্ঞান অর্জনে ট্রেডাররা খুব একটা ভাল বুঝে উঠতে পারে না। এজন্য অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে নিয়মিত পরামর্শ দরকার।
-
নিউজের পাশপাশি মার্কেটের ট্রেন্ডও এনালাইসিস করতে হবে। সাপোর্ট রেসিস্ট্যান্সও এনালাইসিস করতে হবে। আর আমার মতে নিউজে যেদিকে যায় সেদিকে যদি ট্রেন্ড না থাকে । কিংবা সাপোর্ট রেসিস্ট্যান্স না মানে তাহলে অল্প কয়েক পিপস লাভ নিয়ে ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী পজিশনের জন্য অপেক্ষা করা ভালো। ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত হাজারো নিউজ থাকে। এতো নিউজের সবকিছুই অ্যানালাইসিস করা খিব কঠিন। তবে হ্যা, কিছু গুরুত্বপূর্ণ নিউজ থাকে যেগুলো মার্কেটে ভালো ইফেক্ট ফেলে। যেমন, nfp, federal funds rate, fomc.
-
ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে গেলে প্রথমেই দেখতে হবে নিউজ টা কোন কারেন্সির উপর প্রভাব ফেলবে । তারপর দেখতে হবে নিউজটার প্রভাবে কারেন্সিকি স্ট্রং হবে নাকি দুর্বল হবে । তারপর এনালাইসিস করতে হবে কত পিপস্ মুভ করতে পারে । তারপর আপনি যেই পেয়ার এ ট্রেড করবেন সেই পেয়ার এ প্রভাব কি রকম হতে পারে ।ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস হলো মূলত ফান্ডামেন্টাল এনালাইসিসের বৃহৎ অংশ৷আমরা যখন কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট কারেন্সী পেয়ারে ট্রেড করবো তখন ঐ কারেন্সীর উপর ছোট-বড় কী কী নিউজ আছে সেগুলো দেখতে হবে৷এই নিউজগুলো প্রায় প্রতিদিনই দক্ষ্ ট্রেডারগণ দেখে শুনে বুঝে এনালাইসিস করে ট্রেড করে থাকেন৷ট্রেড করার পূর্বেই নিয়মিত প্রতিদিনই নিউজ এনালাইসিস করা অতি জরুরী৷নতুন ট্রেডারগণ সবাই forexfactory.com,investing.com. ইত্যাদি সাইটের নিউজগুলো প্রতিদিনই দেখবেন-পড়বেন-বুঝবেন৷তাহলেই আস্তে আস্তে নিউজ এনালাইসিস করতে শিখবেন৷
-
নিউজ পড়া খুব জরুরি। প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে।ধরুন aus/usd পেয়ারে aus নিউজ পক্ষে গেল তখন মার্কেট ৫০ পিপস উপরে উঠল কিন্তু তার ৪ ঘন্টা পর মার্কেট নিচের দিকে নামতে থাকলো নামতে নামতে প্রায় ১৫০ পিপস নিচে নেমে গেল । এখলে এনালাঈসিসটা কিভাবে করবো। আবার কখণো নিউজ পক্ষে গেল মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠতে লগলো । এখন বুজবো কিভাবে যে কখন মার্কেট উপরের দিকে উঠবে আবার কখন নিচের দিকে নামবে।
-
ট্রেডিংয়ে খবরের বিশ্লেষণ করে, বাজারের চলমান ঘটনা চিহ্নিত করে, সংবাদের প্রভাব বিশ্লেষণ করে, প্রেক্ষাপট বিবেচনা করে, একাধিক উৎস ব্যবহার করে, বাজারের প্রতিক্রিয়া মূল্যায়ন করে, ঝুঁকি ব্যবস্থাপনা করে এবং ফলাফল থেকে শিক্ষা নেয়। আপনার ট্রেডিং কৌশলে সংবাদ বিশ্লেষণকে একীভূত করার জন্য একটি পদ্ধতিগত পদ্ধতির বিকাশ করুন।