-
দুইটা কোরেন্সি মাধ্যমে যে কোরেন্সি জোড় হয় তাকে কোরেন্সি পেয়ার বলে এর প্রথম টাকে বলে বেস কোরেন্সি আর পারেরটাকে বলে কিউটো কোরেন্সি আসলে একটা মুদ্রার বিপরীদে আরেকটা মুদ্রার বর্তমান মুল্য কি তা কোরেন্সি পেয়ারের মাধ্যমে বোঝা যায়।অর্থাৎ একটি দেশের অর্থনীতি আরেকটি দেশের অর্থনীতি ভাল হবে না খারাপ হবে এর ভিত্তিতেই ট্রেড করা হয় । আর এই দুইটি দেশের কারেন্সি বা টাকা দুটি একত্র করে আমরা সেটিকে কারেন্সি পেয়ার বলে থাকি । যেমন জিবিপি-ইউসডি হল ব্রিটেন এবং আমেরিকা এই দুই দেশের টাকা বা কারেন্সি । আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি ।
-
দুইটা কোরেন্সি মাধ্যমে যে কোরেন্সি জোড় হয় তাকে কোরেন্সি পেয়ার বলে এর প্রথম টাকে বলে বেস কোরেন্সি আর পারেরটাকে বলে কিউটো কোরেন্সি আসলে একটা মুদ্রার বিপরীদে আরেকটা মুদ্রার বর্তমান মুল্য কি তা কোরেন্সি পেয়ারের মাধ্যমে বোঝা যায়।অর্থাৎ একটি দেশের অর্থনীতি আরেকটি দেশের অর্থনীতি ভাল হবে না খারাপ হবে এর ভিত্তিতেই ট্রেড করা হয় । আর এই দুইটি দেশের কারেন্সি বা টাকা দুটি একত্র করে আমরা সেটিকে কারেন্সি পেয়ার বলে থাকি । যেমন জিবিপি-ইউসডি হল ব্রিটেন এবং আমেরিকা এই দুই দেশের টাকা বা কারেন্সি.
-
ফরেক্স মার্কেটে আপনি কারেন্সি পেয়ারের মাধ্যমে আপনি বােই/সেল করতে পাবেন । কারেন্সি পেয়ার মানে দুটো কারেন্সির মধ্যে একটি জোড়া সমন্বয় করা এটাই এ ব্যবসায় কারেন্সি পেয়ার । যখন কোন কারেন্সি পেয়ারের ট্রেড কারর সিন্ধান্ত নেন তখন আপনি যা দেখতে পরেন সেই গুলোই হচ্ছে কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার গুলোর কিছু সিম্বল যা ট্রেড করার জন্য সব সময় রয়েছে। অর্থাৎ কারেন্সি পেয়ার হচ্ছে দুটো কারেন্সির অনুপাত।. ফরেক্স মার্কেটে একটি কারেন্সীর বিপরীতে অন্য একটি কারেন্সী ক্রয়/বিক্রয় হয়ে থাকে৷কারেন্সী পেয়ারের প্রথমটি হচ্ছে বেইজ কারেন্সী আর অন্যটি হচ্ছে কিওটো কারেন্সী৷
-
দুইটা কোরেন্সি মাধ্যমে যে কোরেন্সি জোড় হয় তাকে কোরেন্সি পেয়ার বলে এর প্রথম টাকে বলে বেস কোরেন্সি আর পারেরটাকে বলে কিউটো কোরেন্সি আসলে একটা মুদ্রার বিপরীদে আরেকটা মুদ্রার বর্তমান মুল্য কি তা কোরেন্সি পেয়ারের মাধ্যমে বোঝা যায়। কনজারভেটিভরা সাল থেকে তাদের বৃহত্তম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এটি জনসনকে সংসদে বিবাহ বিচ্ছেদের চুক্তির মাধ্যমে পদক্ষেপ নিতে দেবে এবং যুক্তরাজ্য পরের মাসে ইইউ ছাড়তে পারবে।এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পদক্ষেপ হবে।
-
ফরেক্স মার্কেট হল মুদ্রা কেনাবেচার অনলাইন বাজার। এখানে মুদ্রার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু সমূহ বিক্রয় করা হয়। তবে প্রধানত মুদ্রা কেনাবেচার হয়ে থাকে সব থেকে বেশি। এজন্য ফরেক্স মার্কেটে আমরা একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকি। যেমন গ্রেট ব্রিটেন পাউন্ড এর বিনিময়ে ইউএসডি, ইউরো এর বিনিময়ে ইউএসডি, ইউএসডি এর বিনিময়ে কানাডিয়ান ডলার ইত্যাদি। বেচাকেনা করার জন্য একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রাকেই কারেন্সি পেয়ার বা মুদ্রা জোড় বলা হয়। প্রথম মুদ্রাটি কে বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয় মুদ্রাটি কে বলা হয় কোট কারেন্সি।ফরেক্স এর একটা বাসিক বিষয় হচ্ছে কারেন্সি। বেস কারেন্সি হচ্ছে যে কারেন্সি দিয়ে আপনি ট্রেড করছেন। ার কউট কারেন্সি হচ্ছে যে কারেন্সি কে আপনি কিনছেন। ট্রেড করার আগে এই বিষয় গল ভাল ভাবে জানা থাকতে হবে। কিভাবে আপনি এনালাইসিস করবেন, যেমন টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এর পাশাপাশি আরও যে এনালাইসিস গুলো আছে এগুলো অনেক ভাল করে শিখতে হবে, তবেই ফরেক্স এ লাভ করা সম্ভব, নয় তো সারাজীবন কেবল লস ই করতে হবে।
-
ফরেক্স এর একটা বাসিক বিষয় হচ্ছে কারেন্সি। বেস কারেন্সি হচ্ছে যে কারেন্সি দিয়ে আপনি ট্রেড করছেন। ার কউট কারেন্সি হচ্ছে যে কারেন্সি কে আপনি কিনছেন। ট্রেড করার আগে এই বিষয় গল ভাল ভাবে জানা থাকতে হবে। কিভাবে আপনি এনালাইসিস করবেন, যেমন টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এর পাশাপাশি আরও যে এনালাইসিস গুলো আছে এগুলো অনেক ভাল করে শিখতে হবে, তবেই ফরেক্স এ লাভ করা সম্ভব, নয় তো সারাজীবন কেবল লস ই করতে হবে।কারেন্সি পেয়ার হচ্ছে দুইটি দেশের মুদ্রার মূল্য নিধারনের তুলনামূলক নাম । যেমন ইউরো/ ইউএসডি দিয়ে বোঝায় আপনি ইউরো দিয়ে ইউএসডি কিনতে বা বিক্রি করতে পারবেন, ঠিক একই ভাভে আপনি ইউএসডি দিয়ে ইউরো ক্রয় বা বিক্রয় করতে পারবেন ।ফরেক্স এ কারনেসি এর দাম ডলার বা যে দেশের কারনেসি সেই দেশের নাম অনুযায়ী দেখতে পাওয়া যায়। ফরেক্স এ আপনি বিভিন্ন দেশের কারনেসি ক্রয় বিক্রয় করতে পারেন। আপনি এক দেশের কারনেসি ক্রয় করে আবার বিক্রি ও করতে পারেন।