-
ভালো ট্রেডার হতে গেলে অবশ্যই আমাদের এসব বিষয় ণ্ডলো পরিত্যাগ করতে হবে যেমন-লোভ,ওভার ট্রেড করা,ধৈর্যহীনতা,হঠা ৎ অতিরক্ত ভলিয়াম দিয়ে ট্রেড করা ইত্যাদি।এণ্ডলো মূলত একজন ভালো ট্রেডারের মৌলিক ণ্ডণাবলী এই ণ্ডণণ্ডলো যার মধ্যে নেই তার জন্য ফরেক্স নয়।আর নিজেকে একজন প্রোফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফরেক্সে পায় ২-৩ বছর ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে
-
ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হবার বেশ কিছু মৌলিক বিষয় আছে । প্রথমে আপনাকে জানতে হবে ফরেক্স মার্কেট কি । ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় যে সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে শিখতে হবে। ডেমো ট্রেড থেকে আপনাকে রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কে জানতে হবে। এর পর একাউন্ডট খোলে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কে চাইলেই পারবেন সু মুক্ত একাউন্ট এর মাধ্যমে ট্রেড করতে এ জন্য । যা দরকার হবে তা হল একাউন্ট ওপেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে ওাখনে একটি অপশন দেওয়া াকে সোয়াপ ফ্রী নামক । আপনি যদি ওখানে সয়াপ ফ্রী একাউন্ট ওপেন করেন তাহলে আপনার একাউন্ট হবে সম্পুর্ন ভাবে সুদ মুক্ত ।
-
ট্রেডার হওয়ার কোন ধাপ নেই কারন একজন হাই কোয়ালিট শিখিত মানুষ দেখা যায় ফরেক্স থেকে কিছুই শিখতে পারেনা বরং লস করে চলে যায় আর একজন অল্প কিছু জানে এবং কিছু নিয়ম কানুন মেনে চলে তবেই সে প্রফিট নিয়ে বসে থাকে। তাহলে তো ফরেক্স এর কোন ধাপ বলতে কিছু পাই না।
-
ইভেন্টটির জন্য আপনাকে এর জন্য সু ফ্রি রেকর্ডের মাধ্যমে ফরেক্স মার্কের বিনিময় করতে হবে। রেকর্ড খোলার সময় আপনাকে যা করতে হবে তা হ'ল মনে রাখবেন যে অদলবদুক্ত নামে একটি বিকল্প রয়েছে। আপনি সেখানে কোনও এসএপি ফ্রি রেকর্ড খোলার অফ সুযোগে আপনার রেকর্ডটি সম্পূর্ণ সুদমুক্ত হবে।
-
এই ধাপ গুলো পার না করে ট্রেডার হওয়া কঠিন । যারা অনেক এডভান্স থাকে তারা হয়ত আগে থেকেই নিজেদের ভুলগুলো বুজতে পেরে নিজেদেরকে সংশোধন করে ফেলে । কিন্তু বেশিরভাগ সাধারন ট্রেডাররা এইসব ধাপ পার না করে ট্রেডার হতে পারেনা ।তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ট্রেডার হতে হলে ধাপে ধাপে উন্নতি করার প্রয়োজন।প্রথমে ট্রেডের বেসিক জানতে হয়।এরপর ডেমো ট্রেড করে রিয়েলে ট্রেড করা শিখতে হয়।
-
ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হবার বেশ কিছু মৌলিক বিষয় আছে । প্রথমে আপনাকে জানতে হবে ফরেক্স মার্কেট কি । ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় যে সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে শিখতে হবে। ডেমো ট্রেড থেকে আপনাকে রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কে জানতে হবে। এর পর একাউন্ডট খোলে ট্রেড করতে পারবেন।
-
আমরা শিখতে পারলাম । কিন্ত এর যদি বিশদ ব্যাখ্যা করা না হয় তবে শিখাটা অসম্পুর্ণ থেকে যাবে । তাই আমি মনে করি যে শিখাটা যথার্থ করার জন্য অবশ্যই আমাদের পরিপুর্ণ ভাবে শিখতে হবে ।অনেকগুলো বছর আগে এখন আর সব গুলো মনে নাই। মনে করছি আবারও পড়া দরকার এবং বুঝা দরকার আমি কোন ধাপে আছি। আসলে ধাপ গুলো মনের মাঝে গেথে রাখা খুবই দরকার। কেননা এটা একটা যুদ্ধক্ষেত্র।
-
(১) মার্কেট এ্যানালাইসিস করা ।
(২) ধৈর্য্য ধারণ করা ।
(৩) ফরেক্স নিউজ দেখা ।
(৪) ফরেক্স স্কুল সর্ম্পকে সম্যক ধারণা রাখা ।
-
ট্রেডার হতে গেলে অবশ্যই আমাদের এসব বিষয় ণ্ডলো পরিত্যাগ করতে হবে যেমন-লোভ,ওভার ট্রেড করা,ধৈর্যহীনতা,হঠা ৎ অতিরক্ত ভলিয়াম দিয়ে ট্রেড করা ইত্যাদি।এণ্ডলো মূলত একজন ভালো ট্রেডারের মৌলিক ণ্ডণাবলী এই ণ্ডণণ্ডলো যার মধ্যে নেই তার জন্য ফরেক্স নয়।আর নিজেকে একজন প্রোফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফরেক্সে পায় ২-৩ বছর ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে।নিম্ন কিছু বৈশিষ্টের পয়েন্ট দেওয়া হলোঃ-
১। ট্রেডারের অবশ্যই ধৈর্য শক্তি থাকতে হবে।
২। ট্রেডারের অবশ্যই ভাল ট্রেডার হওয়ায় মন অমানুষিকতা থাকতে হবে।
৩। শিক্ষার আগ্রহ থাকতে হবে।
৪। যখন লস হবে তার কারন খুজে বের করতে হবে।
৫। ভুল থেকে শিক্ষা নিতে হবে।
৬। একই ভুল বার বার করা থেকে বিরত থাকতে হবে।
৭। ৩ টা এনালাইসিস ভাল করে জানতে হবে ( টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল)
৮। প্রতিটি টুলস নিয়ে এনালাইসিস করতে হবে।
৯। মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।