কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ
• লোভ করবেন না
• ইমোশনাল হবেন না
• নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
• মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
• ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
• অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না
Printable View
কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ
• লোভ করবেন না
• ইমোশনাল হবেন না
• নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
• মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
• ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
• অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না
যারা নতুন তারা ফরেক্সের ডেমো প্র্যাক্টিসে যদি ট্রেড করে লাভ করে ফেলে সে নিজেকে মনে করে যে সে হইত রিয়েল ট্রেড করার জন্য উপযুক্ত হয়েছে কিন্তু তা ঠিক নয়।কারন মার্কেট সম্পর্কে অনেক কিছু জানার আছে।মার্কেটের অবস্থান,টেকনিকাল এনালাইসিস,ফরেক্স নিউজ ফিড সব সম্পর্কে ভালভাবে অভিজ্ঞ হতে হবে।তারপর রিয়েল একাউন্টে কাজ শুরু করা যেতে পারে।
আমার মনে হয় বেশির ভাগ বিগেইনার ট্রেডার লস এর সম্মূখীন হয় । কারন বেশির ভাগ ট্রেড তারা না বুঝে করে ।ভুল মার্কেট এনালাইসিস করে ।বেশি লাভের আশায় বেশি ট্রেড করে। আমরা এই লস এর ভেতর থেকে বেরিয়ে আশতে পারি । তার জন্য বেশি করে ডেমো ট্রেড করতে হবে । এবং ফরেক্স বিষয়ে পড়াশুনা করতে হবে ।
ফরেক্স মার্কেটে নতুনদের 95% ঝরে পড়ে কারণ হচ্ছে তারা প্রকৃতপক্ষে ফরেক্স ব্যাবসার জন্য মোটেও উপযুক্ত নয়৷তারা ডলারের মুভমেন্ট দেখে মাথা ঠান্ডা রেখে নিয়ম মেনে ট্রেড করতে পারেনা৷ট্রেডিং কলাকৌশল গুলো তারা শিখেও না আবার সেগুলো দীর্ঘদিন নিয়মিত প্র্যাকটিসও করতে পারেনা৷তাদের ধৈর্য্যের প্রচন্ড অভাব,ত্যাগের অভাব৷তারা তাদের লোভ নিয়ন্ত্রণ করতে পারেনা৷তারা দ্রুত ধনী হওয়ার আশায় বেশি লোভে পড়ে যায় ফলে এলোমেলো শর্ট ট্রেড করে,ওভার ট্রেডিং করে এবং সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করেনা৷
অভিজ্ঞতার অভাবে । আমরা মাত্র ১-২ দুইদিন ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেই লাইভ অ্যাকাউন্টে চলে আসি যা অত্যন্ত খারাপ । একজন নতুন ট্রেডারের উচিৎ* কমপক্ষে ৪ মাস ডেমো অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করা । এর পরে প্রয়োজন মানি ম্যানেজমেন্ট শেখা । কারন মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স এর প্রাণ । আজ পর্যন্ত এমন কোনো ট্রেডার পৃথিবীতে আসে নি যে মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে সফল হয়েছে । তাই নতুন ট্রেডারদের উচিৎ* , স্ট্রেটেজির উপর গুরুত্ব না দিয়ে মানি ম্যানেজমেন্ট শিক্ষা করা ।
৯৫% নতুন ট্রেডারা ফরেক্স মার্কেটে লস তার একটা কারণ অভিজ্ঞতার অভাব। সাধারণত আমরা ফরেক্স মার্কেটে আসার আগে মাত্র ২ থেকে ৬দিন ডেমো এ্যাকাউন্টে ট্রেড করে রিয়েল এ্যাকাউন্টে চলে যায়। ফলে খুব তাড়াতাড়ি ফরেক্স থেকে উচ্ছেদ হতে বাধ্য হয় নতুন ট্রেডারা। কোন ধরনের চিন্তা না করেই নতুন ট্রেডারা তাদের ইচ্ছা মত ট্রেড করে ফরেক্স সম্পর্কে ধারণা অর্জন ছাড়াও আর এজন্য তারা ফরেক্স বেশির ভাগ নতুন ট্রেডার লস খায়। এজন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ ফরেক্স সম্পর্কে শিক্ষা অর্জন করা।
মানি ম্যানেজমেন্ট না বোজে ট্রেড করা এবং লোভে পড়া
বেশির ভাগ ট্রেডার লস করে ফরেক্স মার্কেট না বুঝার কারণে। আবার অনেকেই লোভে পড়ে বা ধৈর্য্য হারা হয়ে ফরেক্স এ ট্রেড করার জন্যও লস হয়ে যায়। আর বিশেষ করে মানি ম্যনেজমেন্ট ও টেকনিক্যাল এনালাইসিস বিষযগুলো সঠিকভাবে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন না করে অবাদ ভাবে ট্রেড করে বলে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস খেয়ে চলে যেতে বাধ্য হয়।
৯৫% নতুন ফরেক্স ট্রেডার লস করে বিভিন্ন কারনে,অনেক ট্রেডার একাউন্ট অপেনিং করে ডিপোজিট করেনা বুঝে ট্রেড করে,অনেক ট্রেডার আছে যারা ফরেক্স শিক্ষা না নিয়ে ট্রেডিং করে,অনেক ট্রেডার আছে যারা লোভে বেশি বড় লটে ট্রেড করে কম ব্যালেন্স নিয়ে,এসব কারনে বেশির ভাগ ট্রেডার লস করে।
ফরেক্স মার্কেট এ অনেকেই আছেন যারা লস করেন আর এই লসের মুল কারন হল অতিরিক্ত লোভ আর মানি ম্যানেজমেন্ট ফলো না করা মনগড়া সিদ্ধান্তে ট্রেড করে,এনালাইসিস না করে ট্রেড করে, মানি-ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে, ফলে ব্যলেন্স শুন্য করে ফেলে। অবশেষে ফরেক্স মার্কেট থেকে সরে আসে।মনে করে এটা মনে হয় সুধু লাভ করার জায়গা, টাকা বানানোর মেশিন । অধিকাংশ নতুন আগত ফরেক্স ট্রেডার দের লক্ষ্য করলে দেখা যাবে তারা কিছু দিন ডেমো ট্রেড করে নেমে পড়েছে লাইভ ট্রেড এ