-
ফরেক্স মনে হয় আমার জন্য আসেনাই কারন আমি এখন পর্যন্ত ইমোশান কে কন্ট্রোল করতে পারি নাই এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আমি যখন একটা লস করি ইমোশান হয়ে আরো বড় ট্রেড অপেন করি আর লস হয়ে যায় বেশি এই ভাবে আমার একাউন্ট জিরো করে ফেলি। আপনাদের কাছে পারামর্শ চাই কিভাবে ইমোসান কন্ট্রোল করা যায়।
-
হ্যাঁ ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে আমাদের ইমোশন কে কন্ট্রোল করতে হবে না হই আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।তাই আমাদের উচিৎ ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের ইমশন কে কন্ট্রোল করা।আমি ফরেক্স মার্কেট এ প্রথম অবস্থাই অনেক লস করি।পরে দেখতে পাই তা হইয়েচে আমার ইমোশন এর কারনে।এখন আমি ফরেক্স মার্কেট ট্রেড করার সময় ঠাণ্ডা মাথাই ট্রেড করি।না হই আমার লস হয়।
-
ফরেক্স করতে হলে অবশ্যই আমাদেরকে ইমোশন তথা আবেগকে নিয়ন্ত্রন করতে হবে । কেননা আবেগ এমন একটা ব্যাপার যেটা আপনার স্বাভাবিক চিন্তা ধারণাকে নিজের মনস্তাত্বিক করে ফেলবে । মূলত আপনার উচিত হবে নিজের নিয়ন্ত্রনে থাকা । আমরা মানুষ হিসেবে অবশ্যই কম বেশি সবাই আবেগি । কিন্ত আবেগ ছাড়া মানুষ পাওয়া যাবে না । তবে আবেগকে সীমার মধ্য রেখে ট্রেড করতে হবে । ট্রেড করার সময় নিজের কৈশল ও স্ট্রাটেজি গুরুত্ব দিন । অন্যথায় আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন ।
-
ফরেক্স করতে হলে অবশ্যই ইমোশন কে কনট্রোল করতে হবে। কারন এই ইমোশন এর জন্য ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কঠিন ।আপনি যদি কখনও ইমোশনাল হয়ে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়াটা নতুন কিছু নয় ।তাই ফরেক্সে সাক্সেস হতে হলে ইমসন দুর করতে হবে ।
-
ইমোশন ফরেক্স সের মধ্যে একপ্রকার বাধা হয়ে দাড়ায়.যেখানে ইমোশন আসে সেখানে অভিজ্ঞতা কাজ করেনা.তাই ট্রেডিং এ অভিজ্ঞতাকে জড়ানো যাবেনা.আমরা অনেকসময় এই ইমোশন এর কারণে ট্রেড ক্লাসে করে ফেলি আবার ভুল যায়গায় ট্রেড ওপেন করে ফেলি যার ফলে আমাদের লস করতে হয়.তাই যতটা সম্ভব আমাদের উচিত ইমোশন বাদ দিয়ে ব্রেন দিয়ে ট্রেড করে.
-
ফরেক্স একটি সহজ ব্যবসা। ইমোশন কন্টোল না করতে পারলে এটি জটিল হয়ে পরে।
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের ইমোশন কে ভাল করে কন্ট্রোল করতে হবে লাভ লস প্রতিটি ব্যবসার একটি অংশ তাই আমাদের কে সব সময় এই মার্কেট থেকে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের কে এই মার্কেট থেকে পদক্ষেপ নিতে হবে যাতে ভাল করে বুঝে শুনে। কারন আমাদের ভুলের কারনে আমরা আমাদের ডিপোজিট যে কোন সময় জিরো করে ফেলতে পারি।
-
ফরেক্স এমন একটি ব্যাবসা ইমোশনাল হয়ে ট্রেড করতে হয় কারন আমি ডেমো ট্রেড করার সময় ইমোশনাল হয়ে পড়ি । আমি চেস্টা করচি ইমোশান কন্ট্রোল করার জন্য আমার যখন একটা লস হয় এর পর আরো বেশি লটে ট্রেড করে থাকি এর পর আরও বিশার লসের সম্মুখিন হয় ।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের প্রধান শত্রু হল তার আবেগ। আবেগ দিয়ে দুনিয়া দুরের কথা, ট্রেডিং ও চলে না। আবেগ দিয়ে ট্রেডিং করলে তার ফলাফল কখনই ভাল হয় না। আপনি যেরকম ভাবে চান মার্কেট কখনই সেভাবে পরিবর্তিত হবে না। মার্কেটের অবস্থা বুঝে আপনাকে ট্রেডিং করতে হবে। মনে রাখতে হবে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এই ফরেক্স মার্কেট। এখানে আবেগের কোন স্থান নেই।
-
আমিও আপনার সাথে একমত। আমরা যদি ভালমানের ট্রেডার হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইমুশন কন্ট্রোল করতে হবে। ইমুশন কন্ট্রোল করা ছাড়া ভালো ট্রেডার হওয়া সম্ভব না। তাই আমাদের ইমুশন অবশ্যই কন্ট্রোল করতে হবে। এছাড়া ও আমাদের লোভকে কন্ট্রোল করা উচিত। লোভ সকল ধংসের মুল কারন।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্সের মত গুরুত্বপূর্ণ মার্কেটে অবশ্যই ভালোভাবে এবং অনেক সতর্কতার সহিত ট্রেড করার দরকার।এজন্য প্রথমত আপনার মনের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করুন।লস লাভের ব্যাপারে কখনই দু:চিন্তা করবেন না। তাহলে ইমোশনকে কন্টৌল করে ট্রেড করা সম্ভব হবে বলে আমি মনে করি।