-
ফরেক্স একটা অনলাইনভিত্তিক জনপ্রিয ব্যবসায় এবং এখানে নিয়মিত ট্রেড করার মাধ্যমে একজন সাধারণ মানুষ ও চাইলে একজন আন্তর্জাতিক ব্যাবসায়ীতে পরিণিত হতে পারেন তবে ফরেক্সে যে কোন পেশার মানুষ যেমন ছাত্র হতে শুরু করে একজন সাধারণ মানুষ যিনি একটা কাজের অভাবে বেকার আছেন এবং যে কোন পেশার মানুষ তার বাড়তি ইনকাম সোর্স হিসেবে ফরেক্সকে নিতে পারে এবং চাইলে এখানে উজ্বল ক্যারিয়ার করতে পারে তবে সবকিছু নির্ভর করবে শিখার উপর যে কেউ চাইলেই ফরেক্স ব্যবসা করতে পারবে তার জন্য নূণ্যতম শিক্ষা থাকা প্রয়োজন
-
ফরেক্স হলো একটি মাধ্যম যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা কেনা বেচা করতে পারি। ফরেক্স এর মাধ্যমে আমরা অনেক লাভ করতে পারি। ফরেক্স হলো একটি ব্যবসা এটি সকল বয়সি মানুষ এর মাধ্যমে ব্যবসা করতে পারে। যদি তার এ সমপরেকে জানা থাকে। ফরেক্স মারকেট শধু ব্যবসায়ীদের জন্য নয় এটি সবই, সব মানুষ ব্যবহার করতে পারে। ছাত্র, শিখক, পেসাজীবি, করমচারি, সকল পেসার মানু ষ ফরেক্স ব্যবসা করতে পারে।
-
যে কোন পেমার মানুষ এই ফরেক্স ব্যবসা করতে পারেন যেমন চাকরি জীবি ব্যবসায়ী ও ছাএ নারী ও পুরুষ সকলেই এই ফরেক্স ব্যবসা করতে পারেন।তাই তার জন্য দরকার শুধু ফরেক্স সর্ম্পকে জ্ঞান অর্জন করা।আর ফরেক্স এই শুধু মাএ একটি ব্যবসা যা সবাই করতে পারি।আর আমার মনে হয় ফরেক্স এমন ব্যবসা যা অনেক দিন থাকবেন এবং যে একবার ফরেক্স ব্যবসা করবে সে আর কখনো ফরেক্স ট্র্রেড করা ভুলবেনা।সারাজীবন এইফরেক্স করবেন।শুধু ফরেক্স এ পারে লাইফ টাইম ব্যবসা। ধন্যবাদ
-
ফরেক্স বেবসা সকল শ্রেণীর মানুষের জন্য, স্টুডেন্ট থেকে শুরু করে কর্ম জিবি যারা আছেন তারাও এই ফরেক্স বেবসা করতে পারে ,ফরেক্স বেবসা কার জন্য বাধা নাই যে কোন শ্রেণীর লোকেরা এই ফরেক্স বেবসা করতে পারে,আমি নিজেও ফরেক্স বেবসা করি ,কারন ফরেক্স বেবসা ছাড়া আমার আর কোন বেবসা নাই আর আমি আর কোন বেবসা করতেও চাই না ,এজন্য যে ফরেক্স বেবসার মত এত ধারুন বেবসা আর কোথাও আছে কিনা আমি জানিনা ,কিন্ত আমি মনে করি অনন্য বেবসার চাইতে ফরেক্স বেবসা অনেক উন্নত।
-
ফরেক্স বিজনেস সবার জন্য যে কোন লোক এই বিজনেস করতে পারবে খুব সহজেই । ফরেক্স বিজনেস করতে তেমন টাকা অ লাগে না ফরেক্স বিজনেস সবাই করতে পারবে । যে কোন লোক যে কোন সময়ে এই বিজনেস করতে পারবেন । ফরেক্স সবার জন্য উন্মুক্ত , ফরেক্স খুব লাভ জনক একটা বিজনেস আপনি যদি এই বিজনেস ভাল করতে পারেন তা হলে খুব কম সময়ে আপনি অনেক টাকা ইঙ্কাম করতে পারবেন । আমি আশা করি ...
-
ফরেক্স শুধু ব্যবসায়িদের জন্য এমন কোথাও লেখা নেই। ফরেক্স সবার জন্য যেকোন মানুষ ফরেক্স ব্যবসা করতে পারবে। তবে আগে ফরেক্স ব্যবসা ভাল করে জানতে হবে ও বুঝতে হবে। আমাদের দেশের সকল শ্রেণীপেশার মানুষ এই ফরেক্স ব্যবসা করে অনেক উন্নতি করছে। আপনি যে পেশারই হন না কেন আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন।
-
অবশ্যই না ফরেক্স ব্যবসা সকলেই করতে পারেন। শুধু মাএ ফরেক্স ব্যবসাই সকলেকরতে পারে।সারা বিশ্বরে মানুষ ফরেক্স ব্যবসা করছে।এটা একটি আন্তজাতিক ব্যবসা এটা সকল পেশার মানুষ সকল শ্রেনীর মানুষ করতে পারে।আর তার জন্য দরকার শুধু ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা আর দরকার ধৈয্য এবং জ্ঞান অজর্ন করা।আর এটা এমন একটা ব্যবসা যা পারটাইম বা ফুলটাইম করা যায়।এবং অনলাইনে ঘরে বসে ও করা যায়।নারী পুরুষ ছাএ শিক্ষক সকল শ্রেনির মানুষ করতে পারে। ফরেক্স যে শুধু ব্যবসাহিদের তা কিন্তু নয়।ধন্যবাদ
-
ফরেক্স সকলের জন্যই. যদিও ইটা একটা বেবসা তবে তার মানি এই নয় যে একজন বেবসায় কেবল এই বেবসা তা করতে পারবে, এমনকি বেব্সায়ের বেপারে আগের কোনো জ্ঞান না থাকা সত্তেও মানুষ ফরেক্স ট্রেডিং করতে পারবেন. তাছাড়াও আপনি পুরুষ, মহিলা যাই হন না কেন, এমনকি অশিক্ষিত মানুষ ও যদি ত্রাদিগ করতে চান পারবেন, তবে পার্প্তবয়স্ক হবাতা দরকার ট্রেডিং করতে.
-
না, ফরেক্স মার্কেটে টেড্র সকল পেশার মানুষ করতে পারে । ছাত্র, পেশাজীবি, গৃহিনী, শিক্ষক সবার জন্যই ফরেক্স ট্রেডিং একটি সহজ ব্যবসা । সবাই ব্যস্ত সময়ের পাশাপাশী যদি বাকী সময় ফরেক্স ট্রেডিং এ ব্যয় করে তাহলে নিজের এবং দেশেরআর্থিক সহযোগিতা হবে।
-
ফরেক্সে চাকুরীজীবী, ব্যবসায়ী সবাই করতে পারবে, তবে প্রয়োজন শিক্ষা, ধৈর্য, ও ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন। তার সাথে দরকার বিশ্বের অর্থনৈতিক খোজ খবর রাখা।