-
ফরেক্স মার্কেটের প্রাইস সবসময়ই চলমান থাকে৷হয়তো আপট্রেন্ডে বা ডাউনট্রেন্ডে অথবা কখোনো দেখি সাইড ওয়ে ট্রেন্ডে চলছে৷বর্তমান চলতি ট্রেন্ড দেখে-বুঝে পরবর্তী ট্রেন্ড শুরু হওয়ার পূর্বেই এনালাইসিস করতে হয় যে পরবর্তী ট্রেন্ড কী ধরনের হতে পারে৷তাই সেটা এনালাইসিস করে একটা অগ্রীম সিগনাল অনেকেই প্রকাশ করে থাকেন বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন সাইটে৷ট্রেন্ডের এই আগাম সিগনাল দেখে অনেক নতুন-অদক্ষ ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷আর অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই সব সিগনাল প্রোভাইড করে থাকেন৷
-
আপনি অন্য কারো ট্রেড কে ফলো করে থাকেন তাহলে তা হলো সিগনাল. আপনি আমাদের এমটি৪ টার্মিনাল থেকে সিগনাল কিনতে পারেন, সেখানে ফ্রি সিগনাল ও অহরহ রয়েছে, আপনি যেকোনো সিগনাল বেবহার করে দখতে পারেন. তাছাড়া আপনার কাছে ২০ ডলার হলেই আপনি যেকোনো একটা সিগনাল এক মাসের জন্য কিনে নিতে পারেন.
-
ফরেক্স এ অনেক ভালো ট্রেডার আছেন যারা ফরেক্স সিগ্ন্যল দিয়ে থাকেন। অনেকে আবার টাকা দিয়ে সিগ্ন্যল কিনে থাকেন। যারা নতুন ট্রেডার তারা এ সিগ্ন্যল ফলো করে থাকে। নতুন ট্রেডার রা বুঝতে পারে না। কোথায় ট্রেড ওপেন করতে হবে। তাই তারা এই সিগ্ন্যল তারা ট্রেড ওপেন করে থাকে।
-
ফরেক্স সিগন্যাল কি
,,,,,,,,,,,,আসসালামুয়ালা কুম, ভাই সিগন্যাল এমন একটি জিনিস যা একজন ট্রেডারকে মার্কেট এর বরতমান অবস্থা এবং ভবিসৎ অবস্থা সম্পকে দিক নিরদেশনা প্রদানে সহায়তা করে । বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । তবে একজন দক্ষ ট্রেডারের কখনই সিগন্যাল এর উপর ভরষা করা উচিৎ না, কারন সিগন্যাল যদি এত কাজের হত তবে যারা বা যেসব কোম্পানি সিগন্যাল দেয় তারা নিজেরাও ত সিগন্যাল ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন।।
-
আমরা জানি ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফ ডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন ।
-
ফরেক্স মার্কেটে সিগন্যাল হলো ট্রেড করার জন্য কোন পেয়ারে ট্রেড করবেন? মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে? কত প্রফিট হতে পারে? কখন ট্রেড ওপেন করব কখন ক্লোজ করবো? এর সকল প্রশ্নের উত্তর যে লিংকের মাধ্যমে পাওয়া যায় বা যার মাধ্যমে পাওয়া যায় সেটাই হল ফরেক্স সিগন্যাল। ফরেক্স মার্কেট এ ফরেক্স সিগন্যাল একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
ফরেক্স মার্কেটে এমন অনেকে আছেন যারা ফরেক্স সিগনালস ফলো করে থাকেন। তবে পুরোপুরি ভাবে পড়েছে কিনা নির্দেশনা মেনে চলা ঠিক নয়। এতে হয়তো বা আপনি সামরিক সুবিধার জন্য সুবিধা ভোগ করতে পারেন কিন্তু পরবর্তীতে তা সমস্যা দেখা দিবে।
-
ফরেক্স সিগন্যাল হল কেও আপনাকে বাই বা সেল করতে বল্ল টিপি স্টপ লস বলে দিল সেই মত আপনি ট্রেড করে লাভ বা লস করলেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা সিগন্যাল নিয়ে ট্রেড করে আপনি ও চাইলে সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারেন তবে ফরেক্স মার্কেট এ নিজে ট্রেড করা সব থেকে ভাল কারন আপনি নিজে ট্রেড করলে শিখতে পারবেন আর সিগন্যাল নিলে অন্যর উপর নির্ভর হওয়া লাগে
-
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে
-
ফরেক্স সিগন্যাল কি?
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে, ক্লোজিং পজিশনের সময়, স্টপ লস স্থাপন করা প্রয়োজন, ভুল অনুমানের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি এড়ানোর জন্য, অথবা মোট ফলাফল থেকে ভালো মুনাফা নেওয়ার জন্য ইত্যাদি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
একজন ট্রেডারকে ট্রেড করার সুবিধার জন্য কিছু সিগন্যাল প্রেরণ করা হয়। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । কোন ট্রেডার যদি এই সিগন্যাল মেনে ট্রেড করে থাকে। তবে যে সিগন্যালওই ব্যাবহার করেন না কেন আপনার উচিত হবে অবশ্যই সেটা ডেমোতে ভালোভাবে যাচাই করে নেয়া।অন্ধভাবে কারো সিগন্যাল ফলো করতে যাবেন না।