-
কোন কিছু শ্রেষ্ঠ হতে হলে তার কিছু আলাদা বৈশিষ্ট্য থাকা লাগে যেগুলোর জন্য সে শ্রেষ্ঠ হয়ে উঠে অন্যদের থেকে।ইন্সটাফরেক্ ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য এটি আমাদের এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রোকার।এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হল এটি একটি রেগুলার ব্রোকার। ব্রোকারের কাছে আমাদের প্রফিট ডিপোজিট হয়ে থাকে।ব্রোকার ভাল না হলে আমরা আমাদের প্রফিট হারিয়ে ফেলতাম ইন্সটাফরেক্স এই দিকে ১০০% নিশ্চয়তা আমরা পাই।এটি তার ক্লাইন্টদের যাবতীয় সুরক্ষা নিশ্চিত করে।ইন্সটাফরেক্স আমাদের ট্রেডিং করার জন্য বোনাস প্রদান করে থাকে এবং আমাদের ট্রেডিং এ দক্ষ করে গড়ে তুলতে ডেমো ট্রেডের ব্যবস্থা করেছে।এই বিষয়গুলো অন্য ব্রোকারের মাঝে নেই।দেখা যায় একটা সুবিধা থাকলে আর একটা নাই।এজন্যই ইন্সটাফরেক্স এশিয়ায় সর্বশ্রেষ্ঠ ব্রোকার।
-
নাম্বার ওয়ান মানে এশিয়ার বেষ্ট ব্রোকার ইনস্টা ফরেক্স। কারন ইনস্টা ফরেক্স এর মাধ্যমে আমরা ফোরাম পোষ্ঠিং করতে পারি । ফোরাম পোষ্ঠিং এর মাধ্যমে যে ডলার ইনকাম করি তা দিয়ে ইন্সটাফরেক্স ব্রোকার এ ট্রেড করে লাভ করে লভ্যাংশ তুলতে পারি ।এজন্যই এশিয়ার বেষ্ট ব্রোকার ইনস্টা ফরেক্স।
-
অবশ্যই ইন্সটা খুবই ভাল একটি ব্রোকার হাউজ। আমরা অনেক বিশ্বাস নিয়ে এই ব্রোকার হাউজে ডিপোজিট করে ট্রেড করি। আমরা গ্রাহকরা এখান থেকে সবচেয়ে বেশি সুযোগসুবিধা পেয়ে থাকি। বিশেষকরে ফোরামের জন্য এটি আজ সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে।
-
ইন্সটাফরেক্স এশিয়া মহাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে যে সকল কারণে, এটি রেগুলার ব্রোকার । এবং ইন্সটাফরেক্স তাদের ক্লাইন্টের ডিপোজিট কে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে থাকে যা অনেক ব্রোকারই করতে ব্যার্থ। এছাড়া ইন্সটাফরেক্স তার ক্লাইন্টের কথা চিন্তা করে পোস্টিং বোনাস চালু করেছে। যার কারণে আমরা সবাই কম বেশি নানাভাবে উপকৃত হচ্ছি। অনেক ব্রোকার সম্পর্কে অনেক ধরনের কমপ্লেইন আসে কিন্তু ইন্সটাফরেক্স তাদের কে একটা নিট এন্ড ক্লিন ব্রোকার হিসেবে তুলে ধরতে পেরেছে। এসকল কারণেই মূলত ইন্সটাফরেক্স এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব পেয়েছে এবং আশা করছি তারা এটা ধরে রাখবে।
-
ইন্সটাফরেক্স এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পেছনে বেশ কতগুলো কারণ রয়েছে, আর সেগুলোর মধ্যে সবথেকে বড় সুবিধা হলো ইন্সটাফরেক্স এর জন্য ফোরাম পোস্টিং এর মাধ্যমে বোনাস পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যেখান থেকে সকলেই কোন না কোন ভাবে উপকৃত হয়ে থাকে, তাছাড়া ইন্সটাফরেক্সে উইথড্রো দেওয়ার খুব কম সময়ের মধ্যে ব্রোকার বোনাস প্রদান করে থাকে, পাশাপাশি ইনস্টা ফরেক্স ট্রেডারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে যেটা অন্যান্য প্রকার সফলভাবে করতে পারেনা,ভারতের সকল কারণে ইন্সটাফরেক্স এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রোকার হিসেবে পরিচিতি লাভ করেছে।
-
আমি মনে করি শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কিছু বৈশিষ্ট্য আবশ্যক। ইন্সটাফরেক্স ব্রোকারের সেসব গুনাবলী আছে। ইন্সটাফরেক্স একটি রেগুলার ব্রোকার হাউস, ইন্সটাফরেক্স তার ক্লাইন্টদের যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ঠ। ইন্সটাফরেক্স তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের বোনাসের ব্যবস্থা করে থাকেন। এসব কারনেই ব্রোকার হিসেবে এশিয়ার শ্রেষ্ঠ ব্রোকার হাউস এবং এজন্য আমি ইন্সটাফরেক্সে ট্রেড করার সিদ্ধান্ত নিয়েছি।
-
যদি আমরা ইন্সটা ফরেক্স পরিষেবা এবং সুবিধার দিকে নজর রাখি তবে আমরা বলতে পারি যে ইন্সটা বিশ্বজুড়ে সর্বাধিক বিখ্যাত এবং সেরা ব্রোকার। ইন্সটা ফরেক্স খুব ভাল সেবা সরবরাহ করে যেমন দ্রুত প্রত্যাহার / আমানত, প্রত্যাহার / আমানতের অনেক বিকল্প, প্রতিযোগিতার উচ্চ পুরস্কার, প্রতিটি আমানতের উপর বোনাস এবং অদলবদ বিনামূল্যে অ্যাকাউন্ট ইত্যাদি
-
অবশ্যই ইন্সটাফরেক্স এশিয়ার শেষ্ট ব্রোকার । এ ব্রোকারের মাধ্যমে টাকা আয় করার জন্য ভালো । আয় করে বোনাসের মাধ্যমে রিয়েল ট্রেড করে লাভ বা প্রফিট অতি সহজে হয়ে থাকে এবং এই সুযোগ গুলো থাকে । যা অন্য ব্রোকারের মাধ্যমে হয় না। তাই আমার কাছে মনে হয় এশিয়ার মধ্যে ইন্সটাফরেক্স অনেক ভালো । যা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা *দিয়ে থাকে ।
-
এশিয়ার বেষ্ট ব্রোকার ইনস্টা ফরেক্স। কারন ইনস্টা ফরেক্স এর মাধ্যমে আমরা ফোরাম পোষ্ঠিং করতে পারি । ফোরাম পোষ্ঠিং এর মাধ্যমে যে ডলার ইনকাম করি তা দিয়ে ইন্সটাফরেক্স ব্রোকার এ ট্রেড করে লাভ করে লভ্যাংশ তুলতে পারি ।এজন্যই এশিয়ার বেষ্ট ব্রোকার ইনস্টা ফরেক্স।
-
১. ক্লাইন্টদের লেনদেনগুলো সঠিকভাবে করে থাকে।
২.ক্লাইন্টদের অ্যকাউন্ট ডিপোজিট এর ওপর বোনাস প্রদান করে।
৩.ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করবার সুবিধা প্রদান করে।
৪. বিভিন্ন দেশে স্ব স্ব ভাষায় মাধ্যমে ক্লাইন্টদের সাথে যোগাযোগব্যবস্থা।