-
আমি ফরেক্স মার্কেট এ রিয়াল একাউন্ট এর মধ্যে ট্রেড করতেছি একমাস যাবত ,আমি যা অনুসরন করলাম কম ডিপোজিত নিয়ে কাজ করলে হচ্ছে মার্কেট সমপরকে ভাল ধারনা হয় আর যদি বেশি ডিপোজিত নিয়ে কাজ করা হয় তাহলে যে কোন মুহুত্তে বড় ধরনের লস হতে পারে কারন মাথায় চিন্তা থাকবে যে আমার অনেক বড় ডিপোজিত আছে তাহলে ক্ষতি নেই,তাই আমি মনে করি কম ডিপোজ়িত হলে ভাল।
-
অবশ্যই আমি বড় ডিপোজিট পছন্দ করি। কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেট থেকে আপনি সহজেই অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু ফরেক্স এ প্রথমে ছোট ডিপোজিট দিয়ে ট্রেড করা শুরু করা উচিত। তারপর আস্তে আস্তে বড় ডিপোজিট করতে হবে। নাহলে আপনি আগেই বড় ডিপোজিট করতে গেলে লস এর সম্মুখিন হবেন। আর যেটা আপনার জন্য বিপদজনক।
-
বড় ডিপোজিটে ট্রেড করা অনেক সুবিধা। একসাথে অনেকগুলি ট্রেড অপেন করা যায়। নিশ্চিত মার্কেট মুভমেন্টে এক ধাক্কায় অনেক বেশি লাভ করে নেওয়া যায়। এসএল ব্যবহার না করেই ট্রেড করা যায়। কিন্তু আমাদের মত ক্ষুদে ট্রেডারদের কম পুঁজি হওয়ায় এই সুবিধাগুলি থেকে বঞ্চিত থাকতে হয়, অল্পতে সন্তুষ্ট থাকতে হয়।
-
আপনার কথায় একমত। কারণ যে বেশি পারবে তার তত বেশি ডিপোজিট করা ভাল। কারণ সে বেশি ডিপোজিট দিয়ে বেশি ইনকাম করতে পারবেন। আর নতুন ট্রেডাররা কম ডিপোজিট ব্যবহার করা আমি মনে করি অনেক ভাল হবে।
-
আসলে মানিম্যানেজমেন্ট রোলের উপর ভিত্তি করে আমি বলবো যে ডিপোজিট ছোট হলে লাভও ছোট হবে।আর ডিপোজিট বড় হলে লাভও বড় হবে।এটা আসলে আপনার ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করে।যে যার মত একাউন্টটাকে পরিচালনা করে।আমি মনে করি যে আপনার যদি ভাল একটি মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং দক্ষতা এবং অভিঙ্গতা থাকে।তাহলে আপনি ভাল একেটি ফলাফল পাবেন।
-
ছোট বা অনেক বড় ডিপোজিটের করতেই হবে এমন কোন কথা নাই তবে নুন্যতম মোটামুটি একটা ডিপোজিট করতে হবে যাতে মার্কেট অতিরিক্তভাবে ও যদি আমার বিপরিতে যায় তবুও যেন ব্যালেন্সটা শেষ হয়ে না যায়। তবে ডিপোজিট অনুযায়ী ভলিওমের দিকে লক্ষ রেখে ট্রেড করতে হবে। সব দিক বিবেচনা করে ডিপোজিট করতে হবে।
-
আমার সবসময় এ চত ইনভেস্ট ই পছন্দ, তার কারণ হলো আমি একজন ছাত্র, এবং ছাত্র হিসেবে আমার কাছে খুব বেশি একটা টাকা পয়সা থাকে না, ইনভেস্ট করার মত, তার ওপর আবার যেহেতু টাকা হারানোর সর্বদা ভয় থাকে, তাই আমি বড় ইনভেস্ট করার ক্ষেত্রে সাহস পাই না. আমি ফোরাম কে বেছে নিয়েছি বড় ইনভেস্ট করার ক্ষেত্রে, মাসে আমি এখান থেকেই একটা ভালো অঙ্কের টাকা ট্রেডিং একাউন্ট এ পাই.
-
আমি আসলে সব সময়ই বড় ডিপোজিটের পক্ষে কারন অাপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি বেশি হয় তা হলে আপনি যথাযথো ভাবে মার্কেট অ্যানালাইসিস,মানিম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো অনুসরন করে বড় লট দিয়ে ট্রেড করে অনেক বেশি প্রফিট লাভ করতে পারবেন এবং অধিক ট্রেড ধরতে পারবেন।তবে বড় ডিপোজিট করে ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে।
-
আমার কাছে বড় ডিপোজিট ই ভাল কারন ছোট ডিপোজিট নিয়ে টিকে থাকা যায় না তাই বড় ডিপোজিট হল অনেক ভাল ।
-
আমি বড় ডিপোজিট করা পছন্দ করি কারন ফরেক্সে যেমন লাভ হয় তেমনি লসও হয় । তাই কম ডিপোজিট করলে যখন লস হবে তখন ডিপোজিট কমে যাবে এবং বেশি ভোলিউম দিয়ে ট্রেড করা যাবে না । ফলে লাভের পরিমান কম হবে । ছোট ডিপোজিট নিয়ে ব্যবসায়ে বেশিদিন টিকে থাকা যায় না , তাই ব্যবসায়ে বেশিদিন টিকে থাকার জন্যও বড় ডিপোজিট করা ভালো । এতে যখন ফরেক্স মার্কেট উপরের দিকে মুভ নেবে তখন বেশি ভোলিউম দিয়ে ট্রেড করা যাবে । কিন্তু কম ডিপোজিট দিয়ে এটা সম্ভম নয় , তাই বেশি ডিপোজিট করাই ভালো ।