আমি বলবো ফরেক্স ব্যবসায় কতটুতু সময় দিলে সফলতা পাওয়া যাবে এটা নির্ভর করে ব্যক্তির উপর । কারন ফরেক্স ব্যবসায় খুব কম সময় দিয়েও ভাল সফলতা পাওয়া যায় এর জন্য প্রয়োজন হয় ধৈর্য আর জ্ঞানের ।
Printable View
আমি বলবো ফরেক্স ব্যবসায় কতটুতু সময় দিলে সফলতা পাওয়া যাবে এটা নির্ভর করে ব্যক্তির উপর । কারন ফরেক্স ব্যবসায় খুব কম সময় দিয়েও ভাল সফলতা পাওয়া যায় এর জন্য প্রয়োজন হয় ধৈর্য আর জ্ঞানের ।
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে প্রতিদিন কতটুকো সময় ব্যয় করতে হবে তা নির্ভর করবে আপনার উপর॥ আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় ফরেক্স মার্কেটে দিলে যতেষ্ট বলে অামি মেনে করি । ধন্যবাদ ।।
আপনাকে ফরেক্স মর্কেেট থেকে প্রফিট বের করতে হলে প্রফিট করতে হলে দৈনিক ৪-৬ ঘন্টা সময় দিতে হবে । আর ফরেক্স মর্কেেট আপনাকে দক্ষতা অর্জন করতে কম করে হলেও ৩-৫ বছর নিয়মিত মনোয়োগের সহিত লেগে থাকতে হবে । তবেই কেবল আপনার পক্ষে একজন দক্ষ ট্রেডার হওয়া সম্ভব ।
আমরা যদি মন প্রাণ দিয়ে ফরেক্সে কাজ করে থাকি তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ফরেক্সে সফলতা অর্জন করতে পারবো। ফরেক্স এমনি ব্যবসা যেখানে কিছু সময় ব্যয় করলে এবং ধৈর্য সহকারে কাজ করলে আমরা ফরেক্সে খুব তারা তারি সফলতা অর্জন করতে পারবো।
ফরেক্সে সফলতা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ সময়টুকু দেওয়া প্রয়োজন। অর্থাত আপনি যদি সম্পুর্ন স্বাধীন একজন মানুষ হয়ে থাকেন এবং ফরেক্স শিখাই আপনার লক্ষ্য হয় তবে আপনি দৈনিক ৮-১০ ঘন্টা সময় ফরেক্সের পেছনে ব্যয় করতে পারেন। কারন আপনি যত সময় ব্যয় করে যত ভালোভাবে ফরেক্স শিখবেন তত ভালো প্রফিট করতে পারবেন।
আসলে কতোটুকু সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি কিভাবে বা কোন ওয়েতে ফরেক্স শিখছেন টার উপর।যেমন আপনি যদি সঠিক পথে না শিখে বিভিন্ন ইন্ডিকেটর এবং ea নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি ২-৩ বছরেও শিখতে পারবেন না।আর আপনি যদি সঠিক গাইডলাইন নিয়ে ৬ মাস প্রাইস একশন শিখেন তাহলে আপনি মোটামুটি ৮০% শিখে যাবেন।
কথাই আছে যে যত বেশি কাজ করবে সে তত বেশি শিকবে। কারন আপ্নি যে কেন বিষয় যদি বেশি করে থাকেন তা হলে আপ্নি সে বিষয় সম্পরকে বেশি জানবেন।তাই আমি মনে করি ৫ ৬ ঘন্টা বলে কন কথা নয় বরং আপ্নি যেভাবে সময় দিবেন সে ভাবে শিকবেন। ফরেক্স শিক্ষার কন শেষ নেই।
ফরেক্সে ভালো সফলতা পাওয়ার জন্য অবশ্যই একজন ট্রেডারকে দৈনিক কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা সময় ব্যয় করা দরকার । কোন ট্রেডার যদি এই সময় ব্যয় করে অবশ্যই সে সফলকাম হতে পারে । সুতরাং আমরা সবাইকে এই ব্যবসা করার জন্য এই ব্যবসার লাভ সর্ম্পকে অন্যকে বলব । তাহলে আমাদের সবাই উপকৃত হবে ।
আসলে ফরেক্সে সফলতা পাওয়ার ব্যপারটা নির্ভর করে পরিশ্রম, প্যাশন আর দক্ষতা অর্জনের উপর। দিনে নির্দিষ্ট কত ঘন্টা কাজ করতে হবে তার উপর নয়। আপনি প্যাশন নিয়ে ফরেক্সে কাজ করুন, শিখুন ফরেক্স, পরিশ্রম করুন। টার্গেট ঠিক করে নিন আর নিজের দক্ষতা বাড়ান। তাহলে আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডার হতে হলে কম পক্ষে ২ থেকে ৩ বছর সময়।লাগে তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে অনেক। ভাল করে এনালাইসিস করতে হবে ফরেক্স মার্কেট এ অনেকবার একাউন্ট জিরো হবে,তার পরেও ফরেক্স থেকে পেছনে পরে যাওয়া যাবেনা,তাই আমাদের ভাল করে ট্রেডিং করতে হবে।