-
আমি সর্বপ্রথম এক বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করি। পরে তার মাধ্যমে ফরেক্স বিষয়ে অনেককিছু জানার চেষ্টা করি। এবং সবশেষে সবকিছু জেনেবুঝে ফরেক্সে আসার সিধান্ত নিউ এবং ঐ বড় ভাই ফরেক্সে আসতে আমাকে অনেক রকমের সাহায্য করেছে। এজন্য যদি কোনোদিন ভালো ট্রেডার হতে পারি তবুও ঐ বড় ভাইকে স্মরনে রাখবো ইনশাল্লাহ।
-
আসলে কার না কার হাত ধরে কোন কিছু শিখতে হয়।ছাত্র যেমন শিক্ষকের হাত ধরে লেখাপড়া করে আমিও ফরেক্স মার্কেটে আমার এক বন্ধুর হাত ধরে ফরেক্স মার্কেটে আগমন করেচি।আমার বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই ফরেক্স মার্কেটে নিয়ে আসার জন্য।
-
আপনি সর্বপ্রথম কার মাধ্যমে ফরেক্স এ
আসলেন? আমি সর্বপ্রথম আমার বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্স এ
আসলাম।
তারপর আসতে আসতে ফরেক্স শিখি। অনেক দিন ডেমোতে ট্রেড করি। পরে রিয়েল আকাউন্টে ট্রেড শুরু করি।
-
আমরা প্রথমে ফরেক্স সম্পরকে কিছু জানতাম না। কোনো ধারনা ছিল না এই ফরেক্স এর বিষয়। আমি সব সময় কম্পিউটার এ গেমস খেলতাম। একদিন আমার এক বড় ভাই আমাকে বললেন, এই ভাবে সময় নষ্ট না করে ফরেক্স এ কাজ কর। তাতে আয়ও করতে পারবি আর সময় এর মুল্যও দিতে পারবি। তখন থেকে আমি ফরেক্স মার্কেট এ আসি। আমার বড় ভাই আর আমি দুজনেই এখন ফরেক্স মার্কেট থেকে আয় করি। আর আরো অনেক কিছু শিখতে পারি।
-
আমি ফরেক্স ফোরাম সম্পর্কিত বিষয় আগে থেকে জানতাম তবে আমি ফরেক্স নিয়ে কাজ করার কথা ভাবতাম তার পর আমার এক বন্ধু আমাকে ফরেক্স মার্কেট এ নিয়ে কাজ করার কথা বলে তার পর থেকে আমি ফরেক্সে কাজ করছি।
-
আমি আমরা শ্রদ্ধেয় শরিফ স্যারের মাধম্যে ফরেক্স সম্পর্কে জানতে পারি । তিনিই আমার ফরেক্স গুরু । এছাড়াও শ্রদ্ধেও আজিজ স্যার এর সহযোগিতায় অনেক দূর এগিয়ে গিয়েছি । এছাড়াও আমাকে সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় আশীশ স্যার । সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ।
-
আমি সর্ব প্রথম ফরেক্সের কাজ করা দেখি আমার এক বড় ভাইয়ের। তার কাজ করা দেখে আমি ফরেক্স শেখার জন্য তাকে বলি। তিনি আমার ফরেক্স সম্পর্কে ধারণা দেন এবং ফরেক্সে কিভাবে কাজ করতে হই সে বিষয়ে আমাকে বুঝান। এখনো আমি ফরেক্সের বিষয়ে তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে থাকি।
-
ফরেক্স ব্যাবসা অনেকে অনেক ভাবে শিখতে পারে,আমি ফরেক্স শিখি প্রথমে একদিন ইন্টারনেটে থেকে ফরেক্স এর বিজ্ঞাপন দেখি তার পরে ফরেক্স নিয়ে কিছুদিন জানতে চেষ্টা করি,তার পরে আমার এক কলিগের কাছে পরামর্শ নিয়ে ফরেক্স শুরু করি,।
-
আমি সরব প্রথম আমার এক বন্ধুর কাছ থেকে আমি ফরেক্স সম্পরকে জানতে পারি সেই আমাকে ফরেক্স সম্পরকে আমাকে অবগত করে এবং ফরেক্স সম্পরকে আমাকে সে অনেক কিছু ধারনা দেয় সেই আমাকে ফরেক্স মারকেটে আনে এবং ফরেক্স সম্পরকে সেখানর জন্য চেস্টা করে আমি আমার বন্ধুর মাধমে আমি ফরেক্স মারকেটে আশি ।
-
আমি প্রথম আমার বন্দুর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ আচ্ছি। ফরেক্স মার্কেট টি অনেক ভালো মার্কেট। এই মার্কেট এ অনেক লাভ করা যায়। তারপর আমি ফরেক্স বিজনেস এ আছি।