-
ফরেক্স সম্বন্ধে ভালভাবে জ্ঞান অর্জন না করে ফরেক্স ট্রেড করলেই লস হওয়ার সম্ভনা থাকে তাই আগে ফরেক্স সম্বন্ধে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং মার্কেট এনালাইন্সেস করতে হবে। এছাড়াও একটি নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে এবং ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ট্রেড দিতে হবে তাহলেই ফরেক্স এ লস কমিয়ে আনা যাবে।
-
আমি মনে করি ফরেক্স লসের পরিমাণ কমাতে হলে আপনাকে অনেক বেশি গুরুত্বসহকারে ফরেক্স মার্কেটের বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে। এবং নিয়মিত আপনাকে ডেমো অনুশীলন করতে হবে। যত বেশি আপনি মার্কেট এনালাইসিস বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন তত দ্রুত আপনি ফরেক্স মার্কেটে লসের পরিমাণ কমাতে সক্ষম হবেন। এবং যে ট্রেড গুলোতে আপনি লস করছেন সেগুলো সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে হবে যে কি কারণে উক্ত ট্রেডগুলোতে আমি লস করছি। আর যদি সেগুলো অনুসন্ধান করতে পারেন তাহলে আপনি অবশ্যই একসময় ফরেক্স মার্কেট লসের পরিমাণ কমিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন।
-
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সহযোগিতার হাত বাড়িয়েছেন । কিন্তু ভাই আমি আমার ব্যক্তিগত লাইফে এরকম একধরনের ফাঁদে পড়ে গিয়েছিলাম আমার প্রায় অনেক টাকা ধরা খাই । সেজন্য আমি তখন থেকে ডিসিসন নেই যে, আমি যা করব নিজে করব । তবে আপনি যেহেতু ফ্রির কথা বলেছেন সেটাও বিবেচনার বিষয় ।
-
ক্যাশ ব্যাক অপশনের মাধ্যমে লসের পরিমান কমিয়ে অনার বিষয়টা সত্যি ভালো। ট্রেড তো করতেই হয় কিছু ক্যাশ ফেরত পেরে ভালোই হয়। সরাসরি ক্লায়েন্টদের ক্যাশ ব্যাক দেয় এমন বিশ্বস্ত ব্রোকার কোনটা।
-
ফরেক্সে লস কমানো একটি খুব গুরুত্তপুরন বিষয়, লস কমানুর জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানতে হবে। কন প্রকার সিগন্যালের উপর নির্ভর না করে নিজের শিক্ষা আর সিদ্ধান্তের উপর কনফিডেন্স রাখুন। লস কিভাবে কমানো যায় তার উপর একটু পড়াশোনা করুন তাহলেই হবে।
-
যদিও আপনি এখানে বেশ কিছু নতুন কথা আমাদের জন্য উপহার দিয়েছেন কিন্তু তারপরেও আপনার এই থ্রেডটি মূলত আপনার পক্ষে বিজ্ঞাপনমূলক হয়ে গেছে৷আমরা যারা এই ফোরামে নিয়মিত সদস্য রয়েছি আমরা কেউই চাই না অন্য কারোর বিজ্ঞাপন দেখে নিজেদেরকে বা নতুনদেরকে প্রলুব্ধ করি৷আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত নিজেদের কোনোও বিজ্ঞাপন থাকলে সেটা যেন নির্দিষ্ট সেকশনে প্রকাশ করে থাকি৷যেমন ফোরামের নিচের দিকে- “অফটপিক আলাপন সেকশনে মুক্ত আলোচনা” লিংকগুলোতে আপনারা এই ধরনের বিজ্ঞাপন মূলক পোস্ট গুলো করতে পারেন৷যাইহোক আপনার পোষ্টর এই প্রসঙ্গে বলি-আপনারা যে যতই প্যাসিভ ইনকাম বা বাড়তি আয়ের কথাই বলুন না কেন নিজেকে খুব কষ্ট করে ট্রেডিং কলাকৌশলগুলো আয়ত্ত করে নিজেকেই একজন দক্ষ ট্রেডার রূপে প্রতিষ্ঠিত করতে হবে৷আমি মনে করি এই ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ ট্রেডার রূপে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনোও কিছুই নাই৷আর আপনাদের ট্রেডগুলোতে লস কমিয়ে আনার জন্য অবশ্যই আরো ভালো ভাবে শিখার চেষ্টা করুন৷
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে লসের পরিমান কমাতে হবে,লসের পরিমান কমাতে না পারলে অবশ্যই মার্কেট থেকে বিদায় নিতে হবে।আর ফরেক্সে লসের পরিমান কমানোর একমাত্র কৌশর হলো মার্কেটের পর্যাপ্ত জ্ঞান অর্জন করে মার্কেটের মার্কেটের মুভমেন্ট ,মানি ম্যানেজমেন্ট ভাল করতে পারলে লসের পরিমান কমানো সম্ভব।
-
লস হলো যে কনো যে কনো ব্যবসা এর অংশ,কিন্তু অত্যাধিক লস যে কনো ব্যবসা থেকে আপনার মূলধন কেড়ে নেয়,ফরেক্স এ লস হবে,কিন্তু ফরেক্স এর লস পরিমাণ কমানোর জন্য আপনাকে ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স ভালো ভাবে জানতে হবে তাহলে ফরেক্স হতে লস এর পরিমাণ কমবে।
-
আপনি যে কৌশল গুলো দেখালেন বা বললেন এগুলো সবই একজন বহুগুন সম্পন্ন ট্রেডার হলে করতে পারবেন। এখানে যারা ট্রেডার হওয়ার জন্য আসেন বেশীর ভাগই চিন্তা নিয়ে আসেন কিভাবে অল্প সময়ে অনেক বেশী লাভ করা যাবে সেই চিন্তা নিয়ে তাই এই ধরনের পদ্ধতি সবার জন্য কার্যকর নয়। আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি হলো লস কমানোর জন্য কম ট্রেড করুন। দরকার হলে মাসে ২টি ট্রেড করুন কিন্তু অনেক ভাবে এনালাইসিস করে তারপর এন্ট্রি নিন তাহলে আপনার লস কম হবে। লস আসলে হয় না বুঝে ট্রেড করার জন্য বুঝে ট্রেড করুন আর যদি লস হয় সেই ট্রেড থেকে শিখুন কেন লস হলো তাতে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়াতে হবে।আর লসের পরিমান কমানোর জন্য আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে।মার্কেটের মুভমেন্ট, মানি ম্যানেজমেন্ট ী ঠিক রাখতে হবে।সর্বোপরি ধৈর্য ধারন করতে হবে এবংলোভ সংবরণ করে ট্রেড করতে পারলে আপনি লসের পরিমান কমাতে পারবেন।