-
ফরেক্স মার্কেটে লস করা একটা অত্যন্ত কমন ব্যাপার । তাই লস আমরা প্রত্যশা না করলেও বিবিধ কারণে আমাদেরকে লস করতে হয় । আর আমি মনে করি ফরেক্স লসের কারণ অসংখ্য হলে কিছু সনিদ্দিষ্ট কারণ আছে যা প্রতিনিয়ত আমরা করে থাকি । আর আমি মনে করি যে সে সব কারণের মধ্য অন্যতম হল আমাদের অদক্ষতা । খেয়াল করলে বুঝা যাবে যে আমরা কিন্ত দক্ষতা অর্জনে অনীহা প্রকাশ করি ।
-
ফরেক্স লসের বহু কারন আছে। তার মধ্যে অন্যতম কারন হোল ধৈর্যের অভাব। আমরা বেশির ভাগ সময় ই মার্কেটে ঢুকেই ট্রেড কোরে দেই অনেকটা ভাগ্যের ওপরে ডিপেন্ড কোরে যরে লাগলে গোল আর না লাগলে ঘোল। অপর একটি কারন হোচ্ছে ট্রেড কে বিপরিতে যেতে দেখে ট্রেড কলোজ কোরে দিয়ে আবার নতুন ট্রেড ওপেন করা।
-
আসলে অনেক গুলো কারণে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।আমরা যদি আমাদের এই কারুন গুলো ধরে ঠিক করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারবো।আমি ফরেক্স মার্কেট এ যখন প্রথম ট্রেড করি তখন আমি অনেক লস করি।পরে যখন আমি আমার এই কারণ গুলো ধরে শূদ্রাতে পারি তখন থেকেই আমি আজ পর্যন্ত ফরেক্স মার্কেট এ সফলতার সাথে ট্রেড করে যাচ্ছি।তাই কারণ গুলো বের করে ট্রেড করার শেষটা করুন।
-
মূলত লোভ করার কারনে ফরেক্সে লস হয় । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে লোভ কমাতে হবে এবং মনগড়া সিদ্বান্তে ট্রেড করা যাবে না তারপর মানি মেনেজমেন্ট বুঝে ট্রেড করতে হবে ফ্রী মারজিন ও ইকুইটির দিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে তাহলে আপনার লসের ফাদে ধরা দিতে হবে না । ভূলেও ওভারট্রেড করবেন না ।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক বিজনেস , এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয় । সবাই ফরেক্সে কাজ করতে পারবে । ফরেক্সে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে বুঝে ট্রেড করতে পারলে অনেক প্রফিট করা যায় । কিন্তু ফরেক্সে কোন লোভ করা যাবে না । ফরেক্সে লোভ করলে ফরেক্সে ভাল কিছু করা যায় না । ফরেক্সে লসের কারন ফরেক্সে ট্রেড করার সময় অতি মাত্রায় লোভ করা । ফরেক্সে লোভ করলে লস হয় ।
-
ফরেক্স লস এর প্রধান কারণ হিসেবে আমি বলতে পারি যে , না বুঝে ট্রেড করা এর ফলে দেখা যায় লস ছাড়া লাভের কোন আশা করাই যায় না । আর তার পর কারণ হিসেবে আমি বলতে পারি লোভ অর্থ্যা অথীক লোভ এর ফলে ফরেক্স ট্রেড এ লস করতেই হবে এর কোন বিকল্প নেই বলে আমি মনে করি । তাই এগুলো পরিহার করে ট্রেড করা উচিত ।
-
ফরেক্স বিষয়ে যার যত বেশি জ্ঞান রয়েছে সে তত বেশি সফল।তেমনি ফরেক্স এ লস হবার সব থেকে বড় কারন হল জ্ঞান এর অভাব। আমরা ফরেক্স সমন্ধে অনেকেই না জেনে না বুঝে ট্রেড করতে চলে আসি তাহলে ত আমাদের লস হবারি কথা। ফরেক্স এমন একটি বাবসা যেখানে সামান্য ভুলের কারনেই আমাদের লস হতে পারে। তাই আমাদের আগে ফরেক্স সম্ভন্ধে খুব ভাল করে জানতে হবে।
-
ফরেক্স এ লোভ করার অনেক গুলো কারন থাকতে পারে , তবে ফরেক্স এ লস করার কিছু কারন হোল আমরা ফরেক্স এ ট্রেড করার সময় লোভ করে থাকি , ফরেক্স এ অনেকে ভাল করে ডেমো ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারে না , কেঊ কেউ ফরেক্স এর মার্কেট সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে পারে না তার ফলে ফরেক্স এ শুধু লস করে ।
-
ফরেক্সে,যখনই সময় পাই কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই না,যদি না থাকেট্রেড সম্পরকে ধারণা
-
ফরেক্স এর লসের যে কারন গুলো তা হল:-
১) লোভ করা,
২) না বুঝে ট্টেড করা,
৩) বেশী লটে ট্টেড করা,
৪) মার্কেট এনালাইসিস না করা,
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা,
এছাড়া আর নেতিবাচক এর দিকে গিযে ফরেক্স এ লস করে থাকে।