-
আমি যদি লিভারেজ বাড়িয়ে নেই তাহলে আমি কম টাকা থাকা সত্ত্বেও বেশী লট এ ট্রেড করতে পারব। তার মানে ব্রোকার আমাকে বিভিন্ন অনুপাতে লোন দেয়। আমি বর্তমানে ১ঃ১০০০ লিভারেজ ব্যাবহার করছি। কিন্তু লিভারেজ বেশী নেওয়া ঠিক না। সেক্ষেত্রে অ্যাকাউন্ট তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে ।
-
আমি ফরেক্সে নতুন তাই লিভারেজ সম্পর্কে জানিনা । তবে আপনাদের সবার আলোচনা থেকে বুঝতে পারলাম লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সরবোচ্ছ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । আর এই লিভারেজের কারণেই আপনি লট সাইজ নির্ধারণ করতে পারবেন ।
-
লিভারেজ যত বেশি থাকবে আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। এখানে বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে । লিভা রেজের কারনেই আপনি লট সাইজ নিধা'রন করতে পারবেন।আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয়।
-
লিভারেজ :-
লিভারেজ হলো আপনার লড পাওয়ার আপনি যত বেশি লিভারেজ নিবেন ডিপোজিট অনুযায়ী তত বেশি লডে ট্রেড করতে পারবেন। আপনার ব্যালেন্স কম থাকা সত্ত্বেও আপনি বেশি লডে ট্রেড ওপেন করতে পারবেন। লিভারেজ বেশি নেবার উপকার ক্ষতি দুটোই আছে যেমন আপনি বেশি লডে ট্রেড করলে হয়ত বেশি লাভ করবেন নয়ত বেশি লস করবেন। তবে লিভারেজ কম নেওয়াই ভাল এতে আপনি ইচ্ছে করলেও বেশি লডে ট্রেড করতে পারবেন না ফলে বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন।
-
লিভারেজ যত বেশি থাকবে আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। এখানে বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে ।
-
লিভারেজ বা মার্জিন লোন হল আপনার ব্রকার কতৃক জন্য প্রদত্ত লোন সুবিধা। যা সর্বোচ্ছ ১:৫০০ পর্ষন্ত পাওয়া যেতে পারে। ধন্যবাদ।
-
লিভারেজ ফরেক্স এ ট্রেড করার জন্য একটা অনেক গুরুত্ব পূর্ণ বিষয়। এটা সমপরকে অনেক সুন্দর একটা ধারনা না নিয়ে ট্রেড করা ঠিক না। লিভারেজ হচ্ছে এক কোথায় লোণ । আপনি ফরেক্স এ যা বিবিয়গ করবেন তার কয়েক গুল বেশিই লোণ নিয়ে ট্রেড করতে পারবেন। অর্থাৎ ধরে নিলাম আপনি ট্রেড করার জন্য ১০০ ডলার দিয়ে আপনার একাউন্ত যাত্রা করলেন। আপনি যদি ১ ;১০০ হারে লিভারেজ নেন তবে আপনি ১০০ ডলার দিয়ে ১০০০০ এর সমমূল্য ট্রেড ওপেন করতে পারবেন।
-
লিভারেজ কি?
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।
ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১:২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।
ভালোই তো .... যদি ২০০ গুন পর্যন্ত লোন পাই, তাহলে নিবো না কেন? স্টক মার্কেটে তো ১:২ লোনই দিতে চায় না।
ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে।
তো আপনি ভাবলেন, লোন নিবেন ও আরও বড় ট্রেড ওপেন করবেন যাতে লাভ বেশি হয়। আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন। আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে। একইভাবে, আগে যা লস হতো, আপনি যদি ১:২০০ লিভারেজ এর পুরো ব্যাবহার করেন, লসও তার ২০০ গুন বেশি হবে। যদি আগে মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে ১ ডলার লাভ হতো, এখন তাহলে ২০০ ডলার লাভ হবে।
ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্সড সেল।
ভাই, এইটা তো ভয়ানক কথা বললেন! বেশি লিভারেজ ব্যাবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটাল এর সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি?
সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
লিভা রেজের কারনেই আপনি লট সাইজ নিধা'রন করতে পারবেন।আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না। এটা সমপরকে অনেক সুন্দর একটা ধারনা না নিয়ে ট্রেড করা ঠিক না। লিভারেজ হচ্ছে এক কোথায় লোণ । আপনি ফরেক্স এ যা বিবিয়গ করবেন তার কয়েক গুল বেশিই লোণ নিয়ে ট্রেড করতে পারবেন।
-
আমি লিভারেজ সম্পর্কে ততটা জানতাম সেটা হল প্রকার কর্তিক প্রাপ্ত লোন। অর্থাৎ মূল বিষয়টা হল আপনার ডিপোজিট এর উপর ব্রোকার আপনার ব্যালেন্সের কয়েকগুণ বেশি ট্রেড করার সুযোগ দিবে। তবে লিভারেজ সম্পর্কে এরকম বিস্তারিত জানতাম না আপনার পোষ্টের মাধ্যমে সেটা জানার সুযোগ হলো। এরকম বিস্তারিতভাবে জানালে আমরা যারা নতুন আছি তাদের জন্য অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে।