-
ফরেক্স বৈধ কি না সে ব্যাপারে আমিও নিশ্চিত করে কিছু জানিনা।তবে কেউই ফরেক্স কে অবৈধ বলতে চায় না। কেননা ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা এবং অনেকদিনযাবত এ ব্যবসা চলে আসছে এবং ভবিষ্যতেও অনেকদিনযাবত চলবে বলে মনে হচ্ছে।আর অবৈধ ব্যবসা বেশিদিন স্থায়ীত্ব পাওয়ার সম্ভবনা থাকে না বলে আমি মনে করি।
-
আমি যত টুকু জানিজে আমাদের দেশে ফরেক্স বৈধ নয়।তবে অনেক দেশে ফরেক্স বৈধ।ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে অনেক যোগ্য হতে হয়।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট একটি বৈধ মার্কেট।আমার কথা হচ্ছে যদি শেয়ার মার্কেট বৈধ হয় থলে ফরেক্স মার্কেট কেন বৈধ হবে না।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে অনেক পরিশ্রম করতে হয়।তাহলে কেন ফরেক্স মার্কেট বৈধ নয়।
-
ফরেক্স একটা আন্তরজাতিক ব্যাবসা এটা আন্তরজাতিক ভাবে চলে আসছে।তাই আমি মনে করি ফরেক্স একটি বৈধ ব্যবসা।কারন আর সব অবৈধ ব্যবসাই নিয়ম কানুন কিছুই নাই। আর ফরেক্স ব্যবসাই সব নিয়ম কানুন দেওয়া নিয়মের বাইরে গেলে আপনি লস খাবেন।আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনাই অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হই তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।
-
আমার জানা মতে ফরেক্স ব্যবসা বৈধ। কারণ ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। সারা বিশ্বে এই ব্যবসাটা জালের মত ছড়িয়ে ছিটিয়ে অনেক দিন যাবৎ টিকে আছে। অবৈধ ব্যবসার বেশী দিন টিকে থাকে না এবং প্রসার লাভ করে না এবং গোপনে কার্য পরিচালনা করতে হয়। ফরেক্স ব্যবসার মধ্যে একটি ব্যবসা হতে যে সকল গুণাবলী বিদ্যমান থাকে সেসব গুণাবলী দেখা যায় না তাই বলা যায় যে, ফরেক্স একটি বৈধ ব্যবসা।
-
ফরেক্স একটি আন্তজাতিক মুদ্রা কেনা বেচার ব্যবসা। প্রথীবির প্রায় সব দেশেই এটিই পরিচালিত হয়। তবে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা মতে মুদ্রা কেনা বেচা বাংলাদেশের আইনের বিপরীতা। তাই বাংলাদেশে এটি গ্রহন যোগ্য নয়
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট একটি বেধ ব্যবসা । ফরেক্স মার্কেট এর সাথে অনেক লোক জড়িত । তাই আমার কাছে মনে হয় ফরেক্স একটি বৈধ ব্যবসা । আর যদি ফরেক্স মার্কেট বৈধ না হত , তাহলে ফরেক্স মার্কেট এত দিন টিকত না । যার যার ইচ্ছা সে সে ফরেক্স মার্কেট এ অংশ গ্রহণ করতে পারেন ।
-
হা ফরেক্স একটি আর্ন্তজাতিকক ব্যবসা । এটা সম্পূর্ণভাবে বৈধ । তবে আমাদের দেশে এটা বৈধ নাকি অবৈধ তা সঠিক করে বলা নেই । কেবল বলা আছে ডলার লেনদেন করা নিশেদ । তাই আমার মাতে প্রকাশ্যে ফরেক্স না করাই ভাল । কেননা এই দেশে কখন কি হয়ে যায় তা বলা মুশকিল ।
-
ফরেক্স ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মুদ্রা কেনা-বেচার মার্কেট । বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংক এ ব্যবসার সাথে জড়িত । ফরেক্স মার্কেট না থাকলে একদেশের মুদ্রা আরেক দেশে লেনদেন করা সম্ভব হতনা। তাই,ফরেক্স একটি সম্পূর্ন বৈধ । আমাদের সমাজে এমন একটি শিক্ষিত শ্রেনী বসবাস করে, যারা সত্যিকার অর্থে অনেক বোকা । ঐ শ্রেনীর মানুষগুলি ইন্টারনেটের সাথে ব্যপকভাবে জড়িত নয় বিধায় কেউ মনে করে এই ব্যবসা অবৈধ । পৃথবীর বড় মানের সফল ব্যবসায়ীরা এই মার্কেটের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ।
-
আমরা সবাই জানি ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসা । এই ব্যবসার অনেক দেশেই বৈধতা আছে । আমাদের বাংলাদেশেই এই ব্যবসাটার এখনো বৈধতা পাইনাই । যেই সব দেশে এই ফরেক্স ব্যবসার বৈধতা আছে সেই সব দেশে অর্থ নৈতিক অবস্থা অনেক ভালো । আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনাই অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হই তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।
-
ফরেক্স বৈধ বলে আমি মনে করি.কারণ অনলাইন ট্রেডিং ব্রোকার হিসেবে প্রতিটি ব্রোকার এর ই লাইসেন্স থাকবে.আপনি এমন লাইসেন্স করা ব্রোকার এর সাথে ট্রেড করলেই আর অবৈধ হবে না.আর আমরা তো আমাদের ট্রেডিং একাউন্ট এর মূলধন এর মাধ্যমে মুদ্রা ব্নিনিময় করছি যা বাংলাদেশের সাথে অন্য দেশের না.অন্য দেশের সাথে অন্য দেশের যার লাভ আমাদের কাছে আসছে বাংলাদেশী টাকা হিসেবেই.