-
আপনি একটি ট্রেড থেকে কত ডলার প্রফিট করবেন তা নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজির উপর। আপনি যদি স্কাপলার হন তাহলে স্কালপিং ট্রেডিং থেকে ৩০-৫০ পিপস এর প্রফিট নিয়ে থেকে বের হতে পারেন। আর এখন যদি আপনার লং টার্মে ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ১০০-২০০ পিপস প্রফিট নিয়ে ট্রেড করতে পারবেন। আর যদি আপনি এক ঘন্টা বা চার ঘণ্টার টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে আপনি ৫০-১০০ পিপস এর প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারেন। তাই আপনাকে আপনার ট্রেডিং স্টেটেজি কি তা জানতে হবে। তারপর টার্গেট অনুযায়ী প্রফিট সেট করতে পারবেন।
-
প্রতিদিন ৫ পিপস লাভ যথেষ্ট নতুনদের জন্য। লাভ লস স্ট্রেটেজি এবং মানি ম্যানেজম্যান্টের উপর নির্ভর করে। নতুনদের উচিত প্রথম দিকে অল্প পিপ্স লাভ করা।
-
মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। শর্ট টার্ম ট্রেড করেন সে অবশ্যই কম পিপস লাভ করবে আবার যে লং টার্ম ট্রেড করেন সে বেশি পিপস লাভ করবে।
-
পিপ্সর সফলতা নির্ভর করে অনেকাংশ মাকের্টের মুভমেন্টের উপর।আপনি মাকের্টের অবস্থা দেখে করবেন তাহলে ভালো হবে।দিনে৫০/৩০পিপ্স লাণ করতে পারেন। তবে যারা নতুন তারা দিনে৫/১০পিপ্স লাভই যথেষ্ট।আমি সাধারণত ১০-১৫পিপ্স টার্গেট নিয়ে ট্রেড করি এবল সফলতার সাথে ট্রেড ক্লোজ করি।তবে কোনদিন ১০০পিপ্স আবার কোনদিন ২০পিপ্স আবার কোনদিন লসও হতে পারে।তবে প্রথমদিকে গড়ে৬০-৮০পিপ্স লাভ করাই ভালো
-
যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
-
প্রথমেই দেখুন আপনার ট্রেডিং স্ট্রাটিজি দ্বারা কত পিপস্ লাভ করা সম্ভব । তারপর আপনি আপনার টার্গেট ডলার এর সাথে সমন্বয় করে পিপস্ কে ডলার দিয়ে ভাগ করে আপনি আপনার লট সাইজ ঠিক করুন । তবে খেয়াল রাখবেন স্টপলস যেনো যুক্তি সংগত হয় । না হলে বেশিরভাগ সময় িই স্টপলস হিট করে মার্কেট আবার ফেরত আসার সম্ভাবনা রযেছে ্
-
কত পিপ্স লাভ করা উচিত সেটা সরাসরি বলা দায়। পরিস্থিতি বুঝে একটা ট্রেডে ২০০-৩০০ পিপস প্রফিট করা যায় আবার খারাপ পরিস্থিকে ৩০-৪০ পিপসেও ট্রেড ক্লোজ করতে হয়। এজন্য প্রতিটি ট্রেড ওপেন করার পর ক্লোজ করার পূর্বে পরিস্থিতি বুঝতে হবে। তবে নতুনদের খুব লোভ না করে নতুন নতুন অল্প প্রফিট নিয়েই খুশি থাকা ভালো।
-
আপনি নিজেও বোধহয় এটির সঠিক উত্তর দিতে পারবেন না তার কারন হল এক একজনের চাওয়া এক এক রকম আপনি একটি ট্রেড ধরে সেটি ২ ডলার লাভে ছেড়ে দিয়েই খুশি হয়ে যেতে পারেন । কিন্তু তাই বলে যে অন্য একজন দুই ডরার লাভে সন্তুষ্ট হবেন সেটি কিসের ভিত্তিতে বলবেন! তবে হ্যা আমি কোন ট্রেড ধরার পরে ৪০-৫০ পিপস লাভ করেই তা ছেড়ে দেই ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় মার্কেটে লাভ করার চেয়ে শিখার উপর গুরুত্ব বেশি দেওয়াই ভাল । নতুন অবস্থায় প্রথমত আপনাকে লোভ *পরিহার করতে হবে । একটি নির্দিষ্ট পরিমান পিপস টার্গেট করে তা পূর্ণ হলে মার্কেট থেকে বেরিয়ে আসা উচিত । এবং লোভ না করে সব সময় টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিত ।
-
কত পিপস লাভ করা উচিত এটা আসলে আপনার উপর নির্ভর করবে আপনি কিরকম রেশিও ট্রেডিও করবেন। কাআপনআপনার লসের তুলনায় লাভ বেশি নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য লস হিসেবে ৫০ পিপস এবং লাভ হিসেবে ১০০ পিপস নিতে পারলে ভালো হবে বলে আমি মনে করি।