-
ফরেক্স মার্কেট এ এমন কিছু ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে না যেনে ট্রেড করে। মার্কেটে এমন কিছু ট্রেডার রয়েছে যারা মনে করে ফরেক্স একটি সহজ ব্যবসায় তারাই মার্কেটে লস করে তাদের সব ডিপোজিট হারিয়ে না বুঝে মার্কেটকে ঘৃনা করে । যা মুটেও টিক নয় । তারা নিজেদের কারনে ফরেক্স মার্কেটে লস করে অথচ দুষ দেয় ফরেক্স মার্কেট কে । ধন্যবাদ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসা । এই ব্যবসা ঘৃনার হতে পারে না । কারণ এই ব্যবসা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেডারগণ অনুমতি নিয়ে করতেছে । সুতরাং আমরা ও চাই এই ফরেক্স ব্যবসা বাংলাদেশে অনুমতি নিয়ে করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স আর জুয়া খেলা দুটোই ভিন্ন। যারা জানেন না বুঝেন না তারাই এরকম মন্তব্য করেন। আপনার উক্তিটিতে ঠিক বলেছেন কোন বিষয়ে জ্ঞান না রেখে খারাপ বলা বা ঘৃণা করা উচিত নয়। ফরেক্সে আসার আগে সবার উচিত ফরেক্স সম্পর্কে আগে বেসিক ধারনা নেওয়া। তারপর যদি ফরেক্স করতে আগ্রহী হয় তখন ডেমো ট্রেড করে ফরেক্স সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করা। কারন ফরেক্স না জানলে ফরেক্স ট্রেড করা যায় না।
-
ফরেক্স কোনো জুয়া খেলা নয়। ফরেক্স একটি ব্যাবসা। আওমরা ফরেক্স ট্রেডিং করার সময় লস খেলে নিজের ভুলগুলো বুঝেও না বুঝার ভান করি। ফরেক্স সব সময় আমাদের ইচ্ছা মত মুভমেন্ট করে না। ফরেক্স মুভ করে এর গতিবিধি আর কোনো দেশের অর্থ নিতির উপর ভিতি করে। তাই আগে ফরেক্স সিখতে হবে বুঝতে হবে এবং অভিজ্ঞতা অরজন করতে হবে।। ফরেক্স কোনো জুয়া খেলা নয়। যারা ফরেক্স সমন্ধে অজ্ঞ তারাই ফরেক্স কে জুয়া খেলার সাথে তুলনা করে।।
-
হ্যা, আপনার কথা ঠিক যে, ফরেক্স কে অনেকেই জুয়া খেলা মনে করে। জুয়া খেলা কি আগে শিখতে হয়? না সেখানে শেখার কিছু আছে। ফরেক্স এ অনেক কিছু শেখার আছে। ফরেক্স লার্নিং সাইট আছে যেখানে আপাঙ্কে আগে শিখতে হবে। ফরেক্স না জেনে জুয়া বললে এতে আপনার ভুল হবে।
-
না জানে না বুঝে কোন কিছুকে খারাপ বলা ঠিক না তাই ফরেক্স মার্কেট কে অনেকে বলে যে ফকির হবার রাস্থা কিন্তু আমি মনেনকরি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর আপনি হতে পারবেন একজন ভাল ইনভেস্টের মালিক।
-
ফরেক্স একটি অনলাইন মার্কেটপ্লেস। ফরেক্সে কাজ করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন। যারা ফরেক্স সম্পর্কে ভাল করে না শিখেই ফরেক্সে আসবে তারা কখনও ফরেক্স থেকে লাভবান হতে পারবেনা। আর তখন তারা নানা ধরণের উল্টা পাল্টা মন্তব্য করে ফরেক্স নিয়ে। এই ফরেক্স খারাপ কিছু না। তাই না বুঝে মন্তব্য যারা করে তারা ভুল কথা বলে। ফরেক্স জুয়ার মত না। এটা অনেক ভাল ব্যবসা। তাই এই ব্যবসাকে খারাপ না ভেবে এই ব্যবসাকে ভাল ভাবে জানা উচিত।
-
না যেনে আমরা এই কাজ টি করা ইপর ঘৃণা করা উচিত নয় কারন এই কাজ টি আমাদের খুব ভালো ভাবে জান তে হবে । মনে রাখবেন এই দুই দলে যে কোন পক্ষে থাকা টা আমাদের নিরাপদ । ্আর জদি আমার মতো বেরসিক তাহলে ইভয় দলই ভও আপনি দলেরই বোযানলে পরবেন।
-
আমাদের মধ্য এই সমস্য বিদ্যমান যে আামরা কোন কিছুকে না বুঝেই ঘৃণা করি । আসলে প্রতিটা বিষয়ের উৎপত্তি হয় ভালো কিছুর প্রত্যশায় । ফরেক্সও মানুষের ভালোর জন্য বিশ্বব্যাপি অর্থনৈতিক মুক্তির প্রসারতার জন্য উৎপত্তি । কিছু অসৎ ও অসাধু ব্যাক্তি হীন ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ফরেক্সকে জুয়ার সঙ্গে তুলনা করে । তাই ফরেক্সকে আমাদের সঠিকভাবে গ্রহণ করতেই হবে ।
-
হ্যা এটা ঠিক না বুঝে কনো বিষয় এ কথা বলা ঠিক না। আসলে নিনদুকরা তো সব সময় নিন্দা করবেই। ফরেক্স নিয়ে অনেকে বলে এটা করা ঠিক না এটা করলে শুদু লস হবে আসলে তারা ণা জ়েণে বুঝে কথা অলে। কাজ না শিখে কাজ করতে গেলে তো লস হবেই ভাল করে কাজ শিখে ফরেক্স এ কাজ করেন দেখবেন আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারছেন।