-
ফরেক্স মার্কেটে কতো লিভারেজ নেয়া উচিত এটি বহুল আলোচিত একটি বিষয়। লিভারেজ বা মার্জিন হলো লোন যা আপনার ক্যাপিটাল এর উপকার ব্রোকার কতগুন সুবিধা দিয়ে থাকে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্ধারণ করে নিতে হয়। যে যার সুবিধামতো লিভারেজ নির্ধারণ করতে পারে। কেউ 1: 200 অথবা তারও বেশি লিভারেজ নিতে পারেন। তবে বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 এর বেশি নেয়া উচিত নয়। এর বেশি নিলে পরবর্তীতে কোন সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়া ইন্সটাফরেক্স বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 নির্ধারণ করে দিয়েছে। এর বেশী আপনি চাইলেও নিতে পারবেন না। বোনাস একাউন্টে প্রফিট করার পর বিশেষ করে 100 ডলারের বেশি উইথড্র দিলে একাউন্ট ব্লক করে দিতে পারে। তাই অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ নির্ধারণকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভেবেচিন্তে লিভারেজ নির্ধারণ করতে হবে।
-
ট্রেডাররা যত লিভারেজ ব্যবহার করে সকলের ক্ষেত্রে তাদেরর অনুরূপ লিভারেজ ব্যবহার করা ভালো কিছু নয়। কারন ভালো ট্রেডাররা মার্কেট সম্পর্কে অনেক ভালো ধারনা জানে।তাদের অধিকাংশ ট্রেডই প্রফিটেবল হয়। এজণ্য তাদের মত সবার একই লিভারেজ উচিত না। তবে অনেক ভালো ট্রেডারই পরিমিত লিভারেজ ব্যবহার করে।কিন্তু আমি চেষ্টা করে থাকি যত বেশি নেওয়া যায় এতে করে অল্প পরিমানের ব্যালেস থাকলেও বড় ধরনের ট্রেড করা যায় ।
-
বেশি রিস্ক নিয়ে ট্রেড করে ন তারা ফরেক্স মার্কেট এ ছোট ছোট রিস্ক নিয়ে ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ ১% রিস্ক নিয়ে ট্রেড করে এই কারন এ তাদের বেশি লিভারেজ দরকার হয় না তাই ভাল হয় যদি আপনি ফরেক্স মার্কেট এ ১ঃ৫০ বা ১ঃ১০০ লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন। এখানে লিভারেজ পাওয়া যায় যেটা অন্য কোন ব্যবসাতে কেউ আপনাকে এতবড় বরোয়েড-মানি কখনই দিবে না। যেটা এখানে তারা আমাদেরকে ধার হিসেবে দিচ্ছে কোন প্রকার শর্ত ছাড়াই, কোন প্রকার ইন্টারেস্ট ছাড়াই, তাই এটাকে আপনি সর্বোচ্চভাবে এখানে ব্যবহার করতে পারবেন।
-
ভাল বড় ট্রেডাররা যত লিভারেজ ব্যবহার করে সকলের ক্ষেত্রে তাদেরর অনুরূপ লিভারেজ ব্যবহার করা ভালো কিছু নয়। কারন ভালো ট্রেডাররা মার্কেট সম্পর্কে অনেক ভালো ধারনা জানে।তাদের অধিকাংশ ট্রেডই প্রফিটেবল হয়। এজণ্য তাদের মত সবার একই লিভারেজ উচিত না। তবে অনেক ভালো ট্রেডারই পরিমিত লিভারেজ ব্যবহার করে। যারা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করে তারা সব সময় হাই লিভারেজ থেকে দূরে থাকে। কেননা এটা আমাদের লোভকে সদা সর্বদা জাগ্রত করে। আমরা বড় লটে ট্রেড করে সর্ব শান্ত হয়ে পড়ি। তাই ছোট লটে ট্রেড করার জন্য লো লিভারেজ সব সময়ের জন্যই ভাল।
-
কোন ব্যবসাতে কেউ আপনাকে এতবড় বরোয়েড-মানি কখনই দিবে না। যেটা এখানে তারা আমাদেরকে ধার হিসেবে দিচ্ছে কোন প্রকার শর্ত ছাড়াই, কোন প্রকার ইন্টারেস্ট ছাড়াই, তাই এটাকে আপনি সর্বোচ্চভাবে এখানে ব্যবহার করতে পারবেন। আপনার একাউন্টের পুজিঁও তত বেশি রিস্কের মধ্যে থাকবে৷লিভারেজ বেশি হলে আপনি অবশ্যই বড় লটে ট্রেড করবেন,বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিং করবেন৷ভালো কিছু প্রফিট হওয়ার পরও আপনার এই বেশি লোভের কারনেই পুরো ব্যালেন্সটাই একসময় জিরো করে ফেলবেন৷
-
যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক বেশি জানেন বা সব সময় বাজারকে হারিয়ে লাভ অর্জন করতে পারেন তারা বড় অঙ্কের বিনিয়োগ করে থাকেন। বড় বিনিয়োগ করলে লিভারেজের পরিমানও বেশি হবে এবং তারা ১ঃ১০০০ পর্যন্ত ব্যবহার করে থাকেন।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়।এখানে আপনি কত লিভারেজ নিবেন সেটা নির্ভর করে সম্পন্ন আপনার উপর।আপনি ফরেক্স মার্কেটে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করছেন।কিন্তু আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার সকল সর্ত ও দক্ষতা এর উপর নির্ভর করে ট্রেড করছেন।তাহলে লিভারেজ আপনার কাজে কোন সমস্যা হবে না।আর যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নিয়ম মেনে ট্রেড করছেন না তাহলে লিভারেজ আপনার একাউন্ট্ লসের অন্যতম কারন হবে।আর ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার খুব কম লিভারে নিয়ে থাকে।
-
ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক বেশি জানেন বা সব সময় বাজারকে হারিয়ে লাভ অর্জন করতে পারেন তারা বড় অঙ্কের বিনিয়োগ করে থাকেন। বড় বিনিয়োগ করলে লিভারেজের পরিমানও বেশি হবে । তবে যত বেশি লিভারেজ ব্যবহার করবেন তত বেশি আপনি একউন্ট হারানোর ভয়ে থাকবেন । লিভারেজ শুধু নির্ভর করে আপনার লাভ লসের পরিমান্টা । এর কারন হচ্ছে লিভারেজ যত বেশি নেওয়া হবে ততো বেশি ফরেক্সে ট্রেড ওপেন করা যাবে । ভাল মানের ট্রেডার কখনই বেশী মানের লেভারেজ দিয়ে একাউন্ট তৈরি করবে না । কারণ বেশী লেভারেজের একাউন্ট থেকে ক্যাপিটাল কম হলেও অনেক হিঘ ভলিউম ট্রেড ওপেন করা যায় যা ক্যাপিটাল এর জন্য অত্যন্ত রিস্ক হয়ে যায় । যেহেতু মানুষ মাত্রই আমরা ভুল করে থাকি এবং আবেগের বা চাহিদার বশে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আমরা হাই ভলিউম ট্রেড করে থাকি । তাই লেভারেজ কম নেয়া হল আমাদের লোভ কে কন্ট্রোল করার অন্যতম উপায় । একজন ভাল মানের ট্রেডার অবশ্যই ১ঃ৫০ এর বেশী লেভারেজ নিবেন না ।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। ভাল ট্রেডাররা কত লিভারেজ ব্যবহার করে তা জানিনা। তবে আমি আমার কথা বলতে পারি। আমি মনে করি প্রতিটি ট্রেডারের ১:৫০ থেকে ১:২০০ লিভারেজ করা উচিত। আমি আমার যতগুলো এ্যাকাউন্ট জিরো করেছি, তার মুলে রয়েছে এই লিভরেজ। যতবার এ্যাকাউন্টের লিভারেজ পরিবর্তন করে ১:১০০০ করেছি, ততবারই আমি আমার এ্যাকাউন্ট হারিয়েছি। এখন আমি সর্বচ্চ ১:২০০ লিভারেজ ব্যবহার করে থাকি।
-
আসলে আমার মতে ভাল বা খারাপ ট্রেডার ভেদে লিভারেজের কোন ব্যাপার নেই বা বেশি লিভারেজ বা কম লিভারেজের কারনে কোন ট্রেডার ভাল বা খাপার গননাকৃত হয়্ও না আপনি যেমন মাপের ট্রেডার হননা কেন লিভারেজ সবসময় আপনাকে বড় আকারে টেড ওপেন করওেত সাহায্য করবে।ফোরেক্স এমনই একটি ব্যবসা যা থেকে মানুষ ধনী হতে পারে। যিন ফোরেক্স সম্বন্ধে ভাল জ্ঞানের অধিকারী এবংযিনি ভাল পরিমান মূলধন বিনিয়োগ করতে পারেন তিনি ভাল আয়ও করতে পারবেন। বেশি মূলধন বিনোয়োগ যিনি করেন এবং যার ফোরেক্স মার্কেট সম্বন্ধে সব জানেন তিনি অনেক রিক্স নিয়ে ট্রেড করতে পারবেন এবং বেশি টাকাও আয় করতে পারবেন তাই বলা চলে এই মার্কেট থেকে ট্রেড করে ধনী হওয়া সম্ভব।