-
ভাই লেখালেখি কোরতে এমনেতেই ভালো লাগে।যদি লেখালেখির মাধ্যমে আয় করা যাই তাহলেতো আরবেসি ভালো লাগবে।ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে আমার কাচে খুব বেসিভালও লাগে।ফরেক্স মার্কেট নিয়ে আমরা ফোড়াম এ পোস্ট করি এবং এর থেকে আমরা ডলার আয় কোরতে পারি। আয় কৃত এই ডলার আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড কড়ে আমরা প্রপিট কোরতে পারি। তাই ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে খুব ভালো লাগে।
-
আমার ফরেক্স নিয়ে লেখালিখি করতে ভালো লাগে।কারন,এখানে আমরা অনেক ছোট বড় প্রশ্নের উত্তর ও সমাধান খুজে পাই।ফরেক্স নিয়ে লেখালিখি করে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি।আর তা ছাড়া আমাদের ফরেক্স ফোরাম এ অনেক সদস্য/বন্ধু আছে যারা শুদ্ধ করে বাংলা ভাষার বানান গুলি ঠিকমত লিখতে পারে না।আমি আমাদের ফরেক্স ফোরামের সে সব সদস্য/বন্ধুদের বলব, আপনারা বেশি বেশি করে ফোরাম পোস্টিং করুন আর বাংলা লেখার দিকে মনযোগ দিন।
-
আসলে ফরেক্স এর ব্যাপ্তি অনে বড় এ সম্পর্কে লিখতে আমার খুবই ভাল লাগে এতে লেখার মাধ্যমে আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এতে আমাদের জ্ঞান বাড়ে এবং সর্বোপরি এ থেকে আমরা ডলার আয় করতে পারি
-
কেমন জানি ফরেক্স মার্কেট সম্পর্কে যত লেখালেখি করি ততই ভালো লাগে। ভালো লাগবেনাও বা কেন ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখির মাদ্দমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে পারতেচি। ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখির মাধ্যমে আমরা ফোরাম থেকে আয়করতে পারতেছি যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড কোরতে পারতেছি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে ফোরাম এ লেখালেখির কোরতে ভালো লাগে।
-
আসলে লেখালেখি করতে ভালই লাগে তার উপর অনেকের সাথে আলোচনার কারণে আমাদের অনেক ছোটখাট সমস্যার সমধান আমরা নিজেরাই করে ফেলি। সব থেকে বড় কথা হল এটা বাংলাদেশি ট্রেডারদের একটা মিলন মেলা। সবাই যার যার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে অনেক না জানা বিষয় জানতে পারি।
-
আসলে কি ভাই ফরেক্স নিয়ে লিখতে আমার আনেক ভাল লাগে।আর লেখালেখি ব্যপারটাই আমার জন্য আনন্দদায়ক। কারণ এতে ফরেক্স সম্পর্কে আমার ধারণা আরও বেশি ক্লিয়ার হয়।নিজে যা জানি তা অন্যকে জানাতে আমার কাছে বেশ মজা লাগে।এতে করে নিজের জ্ঞানকে যেমন ঝালিয়ে নেয়া যায় তেমনি অন্যের উপকারও করা যায়।তাই আমি বিভিন্ন ব্লগ এবং ফোরাম সাইটে ফরেক্স নিয়ে লেখালেখি করে থাকি।এটা আমাকে অন্য রকম একটা আনন্দ দেয়।
-
ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে আমার কাছে খুব ভালো লাগে। কারন ফরেক্স মার্কেট নিয়ে লেখলেখি করে আমরা ফোরাম থেকে আয় কোরতে পারি। এবং আয় করা টাকা আমরা সরাসরি ফরেক্স মার্কেট এ ইনবেস্ত কোরতে পারি। আর সেই টাকা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিয়ে ট্রেড কোরতে পারি। ফোরাম এর কারনে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট সম্পর্কে লেখলেখি কোরতে ভালো লাগে।
-
ফরেক্স সম্পর্কে আমার লিখতে অনেক ভাল লাগে কারন এখান থেকে আমি নতুন ট্রেডারদের সাহায্য করতে পারি এবং নিজে ও নতুন নতুন কিছু শিকতে পারি। তার সাথে আমি কিছু বোনাস ও ইনকাম করতে পারি।এই জন্য Instaforex কে আমি ধন্যবাদ জানাই।
-
আসলে ফরেক্স অমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন বিষয় আর সে হিসেবে ফরেক্স নিয়ে লিখালিখি খুব ভালো লাগে আসলে আমাদের মাঝে নতুন কিছু জানার আগ্রহ থাকে চিরন্তন আর সেই কৌতুহলকে কাজে লাগিয়ে আমরা অনেক কাজ করে থাকি ফরেক্স করার স্বার্থে অামরা সবাই ফোরামে আসি এবং সবাই এখনে লিখালিখি করে যার মাধ্যমে আমরা অনেক অজানাকে জানতে পারি ধন্যবাদ
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে কারন আম ফরেক্স অনেক পছন্দ করি আম ফরেক্স নিয়ে অনেক সপ্ন দেখি ফরেক্স নিয়ে ভবিষ্যতে আমার অনেক পরিকল্পনা আছে।
তাই ফরেক্স নিয়ে লেখালেখি করে আমি ফরেক্সের প্রতি আমার জ্ঞানকে প্রসারিত করতে চাই এজন্য বেসি ভালো লাগে।