-
না আমি মনে করি না ফরেক্স শেখাটা খুব কঠিন কিন্তু নিজের লোভ সামলিয়ে ফরেক্সে টিকে থাকাটা খুব কঠিন । আমরা আমাদের লোভ না সামলিয়ে অনেক বেশি লটে ট্রেড করতে থাকি মানি ম্যানেজমেন্ট ছাড়া তাই দেখা যায় আমাদের ফরেক্স একাউন্ট টি ব্যালেন্স শুন্য হয়ে যায় আর এটা হয় আমাদের ভুলের কারনে । আমরা জযনি এ বিষয়গুলো তারপরোও একি ভুলের বার বার পুনরাবৃত্তি করতে থাকি । আমরা নিজেরাই ফরেক্সকে কঠিন করে তুলি কিন্তু ফরেক্স আসলেই এতটা কঠিন নয় ।
-
আমার মনে হয় যারা ফরেক্স সম্পর্কে জানেনা বা মার্কেট সম্পর্কে ধারনা নাই বা মার্কেট এনালাইসিস করেনা এবং না বুঝে লাভের আশায় উল্টাপাল্টা ট্রেড করে মূলত তারাই লস বেশি করে । ফরেক্স তাদের কাছে খুব কঠিন মনে হয় যারা নতুন এসে দ্রুতলাভ করতে চায় । তাই সবার উচিৎ আগে এই ব্যবসা সম্পর্কে ভালভাবে বোঝা তারপর ট্রেড করা । যারা ফরেক্সে অভিজ্ঞ তাদর কাছে ফরেক্স কঠিনকিছু নয় ।
-
ফরেক্স খুব সহজ একটা বিজনেস। এখানে প্রফিট করাও সহজ। কিন্তু প্রফিটের ধারাবাহিকতা বজায় রেখে ফরেক্স মার্কেটে টিকে থাকায় হলো সবচেয়ে কঠিন কাজ। এজন্য একজন ট্রেডারকে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। বিশেষ করে নতুন অবস্থায় নিযমিত প্রচুর সময় দিয়ে অনেকদিন সময় নিয়ে লয় টার্মে ট্রেড বুঝতে হবে। এসবকিছু কঠিন কাজ বলেই আমি মনে করি।
-
ফরেক্সে আয় করা মাঝে মাঝে কঠিন মনে হয় । না জেনে না বুঝে করলে করলে ফরেক্রে কঠিন হবেই।
তাই ফরেক্স ভালভাবে জেনে করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স কঠিন কিছু না। যদি ভালোভাবে ফরেক্স এ সময় দিতে পারেন তাহলে অনেক তারাতারি আপনি ফরেক্স এ মুভ করতে পারেন। এটা পুরটা নির্ভর করে আপনের উপর আপনে ফরেক্স কে কিভাবে নিচ্চেন।
-
ফরেক্স মোটেও কতিন নয় ।যদি আপনি আনাল্যসিস করতে পারেন বিষেস করে টেকনিকেল এবং ফানডামেনটাল জানা থাকলে ফরেক্স সহজেই করা যায় ।
-
ফরেক্স ব্যবসা কঠিন নয় কিন্তু যে না বুঝে তার জন্য সব কিছু কঠিন। ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে বিভিন্ন ধরণে বই পড়তে হবে।আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফরেক্স সম্পর্কে জানতে পারবেন।আর ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন হয়ে গেলে আপনার জন্য ফরেক্স ব্যবসা অনেক সহজ হয়ে যাবে।
-
আসলে ফরেক্স ট্রেডিং আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে যদি আপনি ফরেক্সের প্রতিটি বিষয়ে রুট লেভেল থেকে জেনে আসেন। আমি মনে করি আপনি ফরেক্স ট্রেডিংয়ে যদি ভাল প্রফিট করতে চান তা হলে আপনাকে আগে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে যা আপনি ফরেক্সের ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে খুব সহজে করতে পারবেন।আর এই দক্ষতা বেং অভিজ্ঞতাই আপনাকে ভাল প্রফিট আনতে অনেক বেশি সহায়কা করবে।
-
ফরেক্স অনেক কঠিন কিছু নয় কিন্তু ফরেক্স শিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়,আপনি দক্ষতা ছাড়া কোথাও সফলতার মুখ দেখতে পারবেন না।তবে শুরুতে অনেকের কাছে কঠিন মনে হলেও আস্তে আস্তে ঠিক হয়ে আসে।
-
এটা তেমন একটা কঠিন নয় চেষ্টা করলে আপনিও পারবেন ।তবে ফরেক্স যদি আপনি ভাল ভাবে না জানেন তাহলে আপনার কাছে কঠিন লাগতে পারে ।তবে ট্রেড সফল ভাবে করে লাভ করার জন্য যে ট্রেডিং দরকার সেটা আয়ত্ব করা বা ট্রেডিং দক্ষতা বৃদ্ধিকরা অনেক কঠিন কাজ , তবে যদি আপনি মনদিয়ে অনুশীলন করেন তাহলে তা আপনার কাছে অবশ্যই সহজ বলে মনে হবে ।