-
ফরেক্সে প্রায় সব ট্রেডাররাই লস করে .তবে সবারই লসের মুল কারণ গুলো প্রায় একই .আর তা হলো
১)ঠিকমতো ফরেক্স না শিখে ফরেক্স করা।
২)মার্কেটের গতিধারা না বুঝে ট্রেড করা।
৩)ম্যানি ম্যানেজমেন্ট না মানা
৪)লোভ ও ইমোশনের কারনে ট্রেড করা
এছাড়া আর বিভিন্ন কারনে ট্রেডারগন লস করে থাকে
-
ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের অজ্ঞতা এছাড়া ঠিকমতো ফরেক্স না শিখে ফরেক্স করা,ম্যানি ম্যানেজমেন্ট না মান্*লোভ ও ইমোশনের কারনে ট্রেড করা আর এই লোভ হল ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ
-
আমি ববল ফরেক্সে লসের প্রাধন কারণ হল লোভ এবং অদক্ষা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশিলোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে আমি মনে করি ।
-
ফরেক্স এ লস করার কিছু কারন?
ইমোশনাল হবেন না
নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
না বুজে ট্রেড করা
ফরেক্স ভাল করে না জেনেই ট্রেড করা
ভাল করে ডেমো না করা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
বেশি লোভ করা
-
মুলত কয়েকটা কারনে ফরেক্স মার্কেট এ লস হয় ঃ
একের অধিক ট্রেড বসালে
ইমোশনাল বা আবেগপ্রবন হয়ে ট্রেড বসালে
ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড বসালে
মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড বসালে
লোভের বশবর্তি হয়ে ট্রেড বসালে।
এই সকল কারনে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে লস করে থাকে।
-
আমার মতে, ফরেক্সে লসের একমাত্র কারন হল অদক্ষতা।আপনার যদি ভাল অভিজ্ঞতা না থাকে আপনি অনেক গুলো ধাপে ভুল করবেন আর এর থেকেই আপনার লস হবে আপনাকে প্রচুর জানতে হবে।অনেক জানার পর আয় নিয়ে ভাবুন।তবে আপনি এখানে লোভ করবেন না তাহলে লস খেতে পারেন। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে। ধন্যবাদ
-
আমি মনে করি আপনি ফরেক্সকে পেশা হিসাবে নিতে পারেন। আর আপনি যদি চাকুরিজিবি হন তাহলে চাকুরির পাশ পাশি ফরেক্স মার্কেটকে নিতে পারেন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে একজন ব্যক্তি আমি মনে করি কম করে হলেও মাসে ১০০$ ইনকাম করতে পারবে বলে আশা করি।
-
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
-
ফরেক্স এ লস হবার মেইন কারণগুলো হলো-
১)ডেমো ট্রেড না করেই রিয়েল ট্রেড করা.
২)আন্দাজে বাই/সেল
৩)আবেগ প্রবণতায় বহুল সিদ্ধান্ত গ্রহণ.
৪)বেশি লোভ
৫)প্রতিশোধমূলক ট্রেডিং .
-
বিভিন্ন কারণে লস হতে পারে । আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে আপনার লস হবে । একই মাথে যদি একাধিক পেয়ারেে এন্ট্রি নেন তাহলে লস হতে পারে । লোভ করে ট্রেড করলে লস হতে পারে । সেটআপ না দেখে ঘন ঘন এন্ট্রি নিলে লস হতে পারে । অবিজ্ঞতা ছাড়া ট্রেড করলে লস হতে পারে ।