-
কাথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর । আসলে ফরেক্সে একটু শেখার অনেক বিপদ আছে । যারা মোটামুটি শিখেই ফরেক্সে রিএয়াল ট্রেড করতে শুরু করে তারা ফরেক্সে ভাল করতে পারে না কারন ফরেক্সে অনেক শেখের আছে। যেরা অল্প শিখেই মনে করে যে অনেক কিছু শিখে ফেলছে তারাই ফরেক্সে সফল হতে পারে না।
-
-
ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি কারন ফরেক্স মার্কেটে জ্ঞান অর্জন না করে ব্যবসা করা বিপদজনক। আপনাকে ট্রেড এনালাইসিস কেরে ট্রেড ধরতে হবে। যখন আপনি বুঝবেন ট্রেড ধরলে আপনার লাভ হবে তখন ট্রেড ধরবেন। মানি ম্যানেজম্যান্ট ঠিকমত পালন করলে আপনার লস হওয়ার কথা নয়।
-
কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। ফরেক্স এর খেত্রেও তাই। আপনি অল্প জেনে কাজ শুরু করলেন অনেক টাকা ইনভেস্ট করলেন কিন্তু কোন কাজ করতে পারলেন না বা মানে ট্রেড করতে পারলেন না। তাহলে খুব অল্প সময় এ আপনার আকাউন্ত জিরো হএ যাবে আপনি লস এ পরবেন।
-
কোন কাজ অল্প শিখে করতে যাওয়া মানে বোকামি।ফরেস্কে অল্প শিখে টড়ে করতে গেলে প্রথমে লাভ করলেও পরে চরম লস খএতে খেতে ব্যালেন্স শেস হয়ে যাবে।
এইভাবে আপনি অল্প বিদ্যায় ভয়ঙকর বিপদের সম্মুখিন হবেন।
-
কটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। কিন্তু ফরেক্স তো সে রকম বিষয় নয়। ফরেক্স আপনাকে ভালভাবে শিখতে হবে। প্রয়োজনে জানে এমন কারো কাজ থেকে পরার্মশ নিতে পারেন।
-
আমার কাছে মনে হয় একটু শেখার বিপজ্জক জিনিস । কারণ আপনি একটু শেখার পর যখন ফরেক্স করবেন তখন আপনার লস হবে । এতে আপনি বুজতে পারবেন না । যে আপনার কিভাবে লস হয়েছে বা কেন হয়েছে । তারপর আপনি ফরেক্সকে খারাপ ভাববেন আর আপনি কাজ করা বন্ধ করে দেবেন । এই কারণে একটু শেখার বিপজ্জক জিনিস ।
-
অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প সিখে ফরেক্স করতে গেলে আপনি মুখ থুব্রে পরবেন খুব তাড়াতাড়ি। ফরেক্স সম্পর্কে আগে ভালভাবে জেনে নিন এর ভাল দিক খারাপ দিক তারপর ফরেক্স করতে এগিয়ে আসুন। আগে ট্রেড শিখুন প্রফিট রেগুলার হলে তবে আপনি এখানে আসতে পারেন বা এটি করতে পারেন।
-
ফরেক্স কি এবং কিভাবে করতে হয় তা পুরোপুরি জানা না থাকলে এই মার্কেট হতে আপনি কখনও লাভবান বা সফল হতে পারবেন না । ফরেক্স ট্রেডিং করার আগে আপনাকে অবশ্যই ভাল করে এই মার্কেট বা বাজার সম্পর্কে অধ্যায়ন করতে হবে ।
-
সব সময়ই অল্প বিদ্যা ভয়ংকর আর অল্প শিখে ফরেক্স মার্কেটে কাজ করা তো আরও ভয়ংকর কা্রন শুধু অল্প জ্ঞানের কারনে আপনি লস করে আপনার একাউন্ট ব্যালান্স শেষ করে দিতে পারেন। ধন্যবাদ।