-
ফরেক্স যে অনেক গতিশীল মার্কেট তা আমরা সকলেই জানি।এই মার্কেট কখনও খুব বেশি পরিবর্তনও হয়ে থাকে।তো এই পরিবর্তনের ফলে আমাদের নেওয়া ট্রেডটি যদি পরিবর্তনের বিপরীতে হয়ে যায় তবে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে।এজন্য একটা নির্দিষ্ট পরিমান লসে ট্রেডটি অটোমেটিক ক্লোজ হওয়ার জন্য স্টপ লস ব্যবহৃত হয়।কেননা স্টপ লস সেট করে দিলে যে পরিমান লসের মাত্রা নির্ধারন করা হয় মার্কেট ঠিক ঐ প্রাইসে গেলে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।
-
যারা ফরেক্স ট্রেড করেন তাদের প্রায় ট্রেডার দের স্টপ লস এর বিষয় জানা অতি জরুলি , স্টপ লস ব্যবহার করা আমার মতে সব থেকে সুবিধা জনক , যখন তখন মার্কেট হঠাৎ আপ-ডাউন করে সেই সময় স্টপ লস দিয়া থাকলে আপনার বিপরিতে ট্রেড যদি যায় তাতে আপনার লসের পরিমান কম হবে ।
-
ফরেক্স এ স্টপ লস এর কাজ হচ্ছে আপনার লসে থাকা ট্রেডটি কত লসে ক্লোজ করবেন তা নিধারন করার একটি গুরুত্বপুণ্য অপশন, ইহার মাধ্যমে আপনি আপনার ইমোশন বা লোভ কন্ট্রোল করে ট্রেড করতে পারেন যেমন- আপনি একটি ট্রেড ওপেন করার আগে জানেন না ট্রেডটি লাভে না লসে যাবে ধরুন আপনার ট্রেডটি লসে যাবে এখন কত লসে ট্রেদতি ক্লোজ করবেন তা ট্রেড ওপেন করার সময় নিধারন করাই স্টপলসের কাজ।
-
মার্কেট যদি আপনার প্রতিকূলে যেতে থাকে তাহলে আপনার লস হয়ে যাবে। যদি অনেক বেশি চলে যায় তাহলে আপনার অনেক লস হয়ে যাবে। তাই আপনার লসকে কমিয়ে আনতে স্টপ লস কথাটি উল্লেখ করে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ
-
স্টপ লস বলতে আমি বুঝি যে আমি যখন একটা ট্রেড ওপেন করব তখন আমাকে একটা টার্গেট ফিক্সট করততে হই জা আমি কি পরিমান লাভ নিব। আবার ঠিক তাম্নি কি পরিমান লস নিব তাও ফিক্সত করে নিতা হয় জা এই প্রিমান লস হওয়ার পর আর কোন লস হবে না । লস টা আপনা আপনি বন্ধ হয়ে যাবে।
-
মার্কেট যখন নিচে বা উপরে উঠতে থাকে তখন কিছুক্ষণের মধ্যেই অনেক দূর চলে যেতে পারে। তখন আমার যদি প্রতিকূলে ট্রেডটি গিয়ে থাকে তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। তাই স্টপ লস আমরা দিয়ে থাকি। এতে করে আমাদের লসের পরিমান অনেক কম হয়। ধন্যবাদ
-
ফরেক্স এমন একটি জায়গা যেটাকে সমুদ্রের সাথে তুলনা করা যায়। এখানে রয়েছে অসংখ্য ট্রেডিং টুল । স্টপ লসও তেমন একটি ট্রেডিং টুল। আমরা অনেক সময় মার্কেটে নজর রাখতে পারিনা। কিন্তু মার্কেট সবসময় মুভ করে। স্টপ লস হলো এমন একটি প্রাইস নির্ধারন করে দেয়া যেটা মার্কেট অতিক্রম করলে ট্রেড আপনাআপনিই ক্লোজ হয়ে যেয়ে আপনাকে অনাকাঙ্খিত লসের হাত থেকে বাচাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। কারন আমরা যদি ট্রেড করার সময় স্টপ লস ব্যাবহার করি তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট ০ হওয়া থেকে রক্ষা করতে পারবো। আমি প্রথমে স্টপ লস ব্যাবহার করতাম না। যার কারনে অনেকবার আমার অ্যাকাউন্ট ০ হয়েছে। আমি এখন সবসময় স্টপ লস ব্যাবহার করি। ফলে আমি লস করলেও আমার অ্যাকাউন্ট ০ হয় না।
-
ফরেক্স এ স্টপ লস বিষয়টা একটা গুরুত্বর্পুণ ব্যাপার। আমরা জানি ফরেক্স একটি বিজনেস মার্কেট পেলেম । আমরা যখন ট্রেড করি তখন এতো সহজে বুঝতে পারা যায় না । আসলে লাভ হবে না লস হবে। আর ফরেক্স এ যে কোনো সময় পরিবর্তন হয় । তখন অামরা বুঝতে পারি না কি হবে। মনে হয় ট্রেড করলে লাভ হবে কিন্তু দেখা যায় যে দিকে যাওয়ার কথা ছিল সেদিকে না যেয়ে বিপরীত দিকে যায়। তখনেই লস হয়। আর ফরেক্স স্টপ হলো নির্দিষ্ট করে দেওয়া যে এ পর্যন্ত হলে সে ক্লোজ হয়ে যাবে । মানে একটি নির্দিষ্ট করে দেয় এই দাগ পর্যন্ত হলে আর লস হবে না । এর কারনে আমাদের অনেক লসের হাত থেকে রক্ষা করে।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে স্টপ লস একটি দারুন গুরুত্ত পূর্ণ রক্তি বিষয় কারন স্টপ লস একটি অ্যাকাউন্ট কে রক্ষা করতে পারে আবার স্টপ লস না থাকলে একটি আচ্চউন্ট জিরো হয়ে জেতে পারে একটি ট্রেড আপনার যে কন সময় বিপরিত জেতে পারে সব ট্রেড সব সময় সটীক এন্ট্রি নেয়া খুভ কতিন বেপার।