-
আপনি সমাবেশের পুরষ্কারের সাথে বিনিময় করেন এমন অফ সুযোগটিতে রেকর্ডটি বাধাগ্রস্ত কিনা তা আমার কোনও ধারণা নেই। তবুও, বাংলাদেশ ফরেক্স ফোরামের ফেসবুক পৃষ্ঠায় দেখার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পেরেছিলাম যে পুরষ্কার অ্যাকাউন্টে অসংখ্য প্রতিবন্ধকতা রয়েছে। আমি একইভাবে এখন এই উপর চাপ দেওয়া। যেহেতু আমি কোনও তাত্ক্ষণিক স্টোরের সাথে বিনিময় করছি না, এই পরিস্থিতির জন্য, যদি আমার আসল রেকর্ডটি বাধা দেয় তবে আমি একটি বড় দুর্ভাগ্য সহ্য করব। সুতরাং আমি এই সমস্যার মুখোমুখি কারও মূল্যায়ন আশা করছি।
-
ফরেক্স ট্রেডিয়ে সফলতার জন্য বিশার পরিনামে বিনিয়োগ প্রয়োজন কিন্তু আমাদের দেশের পরিস্থিতি সম্পুর্ণ আলাদা, এখানে বেশিরভাগ ট্রেডার বিনা পূজিতে ব্যবসায় করে রাতারাতি বড়লোক হতে চায়। তাদের জন্য বলছি একুট র্ধয্য রাখুন। কেননা ফোরাম বোনাস দিয়েই ট্রেড করতে পারবেন এবং ডিপোজিটের প্রয়োজন নেই।
-
এরকম অনেক কথাই শুনেছি। আগামী মাস থেকে ট্রেড করব বলে ভাবছি। এখন প্রফিট করে যদি উইথড্র দিতে না পারি তবে এর মত কষ্টের আর কি হতে পারে! আশা করি এরকম কিছু ঘটবে না। রিয়েল ইনভেস্ট করতে পারলে তো আর কেউ বোনাসের আশায় থাকে না। বিষয়টা কতৃপক্ষের দেখা উচিত। আমরা ফোরামে পোস্ট করি এই পোস্ট থেকে আমরা বোনাস পাই তা দ্বারা আমরা আমাদের একাউন্টে ডিপোজিট করে ট্রেডিং করতে পারি যদি আমরা প্রফিট করি তা উঠাতে পারি,তাই আমি ফরেক্স মার্কেট থেকে ডলার উঠিয়ে থাকি।
-
ব্যবসায়টিতে শেখার উপর ফোকাস করতে হবে না। আপনি প্রথমে লেখার দিকে মনোনিবেশ করেন এবং তারপরে আপনি আয়ের দিকে মনোনিবেশ করেন। উপার্জনটি আসবে যদি শেখা সত্যই সঠিকভাবে করা হয়ে থাকে। আপনি মনোভাব, মনোবিজ্ঞান এবং দক্ষতায় নিজেকে উন্নতি করতে শিখতে গিয়ে। আপনি এখন উপার্জনের চেষ্টা শুরু করার সময় এটি একটি পয়েন্টে পৌঁছানো উচিত। এই মুহুর্তে আপনার অভিজ্ঞতাগুলি আপনাকে ব্যবসায়ী হিসাবে বাড়াতে সহায়তা করবে।
-
বেশ কিছু দিন হল ইন্সটা ফরেক্স এ একাউন্ট করেছি।এবং সেখানে ট্রেড করার জন্য ফোরাম পস্টিং এর সাথে কাজ করছি কিন্তু আমি আপনার পোস্টটা পরার পরথেকে অনেক চিন্তিতো।ফোরামের বোনাস দিয়ে ট্রেড করলে একাউন্ট ব্লক হয় কিনা এব্যাপারে আমি জানি না। তবে বাংলাদেশ ফরেক্স ফোরামের ফেইসবুক পেইজে চ্যাট করে জেনেছিলাম যে বোনাস একাউন্টের নানা সীমাবদ্ধতা আছে।তবে এটা ঠিক যে টাকা উত্তোলনের আগে যে মাধ্যমে টাকা উত্তোলন করতে চান, সেই মাধ্যমকে অবশ্যই ব্রোকার হাউজকে চিনাতে হবে। তার জন্য কিছু ডিপোটজিট করা উচিত।
-
এ্যাকাউন্ট ব্লক হওয়ার কারন হল আপনি যদি ফোরামের রুলস সঠিকভাবে পালন করে থাকেন অথবা, আপনি যদি ফোরামে একাধিক এ্যাকাউন্ট খোলে থাকেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই ফোরামে খুবই সর্তকতার সাথে পোষ্ট করবেন এবং যে কোন একটি এ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে। এবং আপনি যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করছেন তাদের নিয়ম অনুযায়ী ট্রেড করে প্রফিট উত্তোলন করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে ট্রেডিং কার্যপরিচালনা করতে পারবেন নতুবা আপনার এ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মাথা ঠান্ডা করে যতই ভালোভাবে অ্যানালাইসিস করা যায় ততই নিরাপদ,যতই কম ট্রেড করা যায় ততই নিরাপদ,হাত বেঁধে সুযোগের অপেক্ষায় যতই বসে থাকা যায় ততই নিরাপদ,অল্প অল্প profit নিয়ে running ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া যায় ততই নিরাপদ৷
-
ফরেক্স ফোরামে বোনাস দিয়ে ট্রেড করলে অনেক সময় আমদের একাউন্ট ব্লক হয়ে যায় এর কারণ আমরা হয়তো ফরেক্স ফরামের নিয়ম কানুন ঠিক মত মেনে চলি না এছাড়া আরও আক্তি কারণ আছে তাহল তারা চায় আপনিও কিছু ইনভেস্ট করুন । যা প্রফিট করবেন তার সবটুকু না উঠিয়ে কিছু রেখে রেখে উঠান । দেখবেন আপনার একাউন্ট আর ব্লক হচ্ছে না
-
যদি ফোরামের রুলস সঠিকভাবে পালন করে থাকেন অথবা, আপনি যদি ফোরামে একাধিক এ্যাকাউন্ট খোলে থাকেন তাহলে হয়তো আপনার এ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই ফোরামে খুবই সর্তকতার সাথে পোষ্ট করবেন এবং যে কোন একটি এ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে। ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । তাই ইনভেষ্ট ছাড়া ফরেক্স ব্যবসা করা যায় না আর ফোরাম বোনাস দিয়ে করা ট্রেডিং একাউন্ট ব্লক হতে পারে হতে পারে ।
-
ফোরামের বোনাস দিয়ে ট্রেড করলেই যে ট্রেডিং একাউন্ট ব্লক হবে এই ধারণাটি আসলে ঠিক নয়। আপনার একাউন্ট তখনই ব্লক হবে যখন আপনি ইন্সটাফরেক্স এর নিয়মনীতি না মেনে ট্রেড করবেন। ইন্সটাফরেক্স আমাদেরকে বোনাস দিচ্ছে শিখার জন্য আর আপনি যদি সেটা সঠিকভাবে ব্যবহার না করে বেশি করে মুনাফার আশায় বেশি লট নিয়ে ট্রেড করবেন তাহলে তো ব্লক খাবেনই। আমি অনেকদিন ধরে এই ফোরামের সাথে যুক্ত আছি এবং আমি শুধুমাত্র একটি একাউন্টই ব্যবহার করতাছি আর আজ পর্যন্ত আমার একাউন্ট সচল আছে।বোনাস এর অ্যাকাউন্ট নাকি প্রাই সময় ব্লক হয় যদি ও আমি একবার বোনাস পেয়েছিলাম এবং তা দিয়ে ট্রেড করেচিলাম কিন্তু উইথড্র দিতে পারিনাই কারন লস করেছিলাম তাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারলাম না ।আমি ও জাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে জানতে চাই কি কি করলে আমার অ্যাকাউন্ট ব্লক হবেনা এখানে অনেকেই মন্তব্য করেছে কিন্তু আমি আরও জানতে চাই
-
ট্রেডিং একাউন্ট ব্লক হওয়ার পেছনে দুটো কারন হতে পারে। এক নাম্বার যেটা সেটা হলো আপনি যদি কোন রুলস ব্রেক করেন আর দ্বিতীয়ত আপনার যদি একটার অধিক কোন ফোরাম একাউন্ট থেকে থাকে তাহলে। তাই এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনেক সর্তকতা অবলম্বন করে পদক্ষেপ নিতে হবে এবং ফোরামের নিয়মের বাইরে কোন রকম ইল্লিগেল কাজ করা যাবে না।ফোরাম বোনাস দিয়ে ট্রেড করার জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো ভালভাবে পরে নিয়ে ট্রেড করা উচিত। আর উইথড্র করতে হলে লাভের এক তৃতীয়াংশ পাবেন নিরাপদ ভাবে আর ট্রেড করতে হবে ছোট ছোট লটে, নিজের কিছু ডলার ডিপোজিট করতে হবে তাহলে একাউন্ট কখনও ব্যন্ড হবে না। ফোরাম বোনাস দেওয়া হয় সাধারণত ব্রোকারকে পরিচিত করার জন্য এবং একজন নতুন ট্রেডার বা শিক্ষার্থীর জন্য রিয়েল ট্রেড করার সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে মনে করেন অনেক বেশী লাভ করা যাবে এটা ভূল।