নতুন ট্রেড করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। এরপর আমাদের নিউজ এ্যনালাইসিস করতে হবে, নিউজ টাইমে ট্রেড না করাই উচিত। সকল এ্যনালাইসিস সঠিক ও অনুকূলে থাকলে আমরা ট্রেড ওপেন করতে পারি।
Printable View
নতুন ট্রেড করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। এরপর আমাদের নিউজ এ্যনালাইসিস করতে হবে, নিউজ টাইমে ট্রেড না করাই উচিত। সকল এ্যনালাইসিস সঠিক ও অনুকূলে থাকলে আমরা ট্রেড ওপেন করতে পারি।
ফরেক্স একটি ট্রেড যার লস এবং লাভ উভয় আছে । তবে কথা হল ফরেক্স ট্রেড করার আগে কিছু দেখে নিন এবং বুঝে দক্ষতা অর্জন করুন । কেননা না জেনে বুঝে করলে আপনি যে লস খাবেন তা সমলিয়ে উঠতে নাও পারতে পারেন । তাই এপনি দেখে নিন কি করেত হবে যদি আপনি ফরেক্স ট্রেড করতে চান । এজন্য আপনাকে শিখার দিকে গুরুত্ব দিতে হবে । আপনি যতই শিখবেন ততই ভাল ট্রেডার হতে পারবেন ।
ভাই আপনি যে ইমেজ টি বা চার্টটি আমদের ট্রেড সম্পর্কে বোঝানোর জন্য দিয়েছেন তা আমরা ভালভাবে ইমেজটি কেও বুঝতে পারছি না।প্লিজ ভাই ইমেজটি বড় সাইজ করে আবার উপলোড করে দিন যাতে আমরা আপনার চার্টটি দেখে ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
একটি নতুন ট্রেড অপেন করার আগে সর্বপ্রথম যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে যে, মার্কেটের বর্তমান অবস্থাটা কি। আগামী এক ঘন্টা বা আরো-বেশি বা কম সময়ের মাঝে মার্কেট রেখা উপরে উঠবে নাকি নিচে নামবে, যদি নিচে নামে (সেল হয়) তাহলে কতখন নিচে নামবে এইসব কিছু এনালাইসিস করে যদি মার্কেট আপনার অনুকুল এ থাকে তাহলেই কেবল নতুন ট্রেড অপেন করা যেতে পারে।
ধন্যবাদ ছবিটি শেয়ার করার জন্য। কিন্তু সবারই ছবিটা নিয়ে একটু সমস্যা আছে। দয়া করে একটু ভাল পিক্সেল এর ছবি শেয়ার করুন । তাহলে সবাই ই উপকৃত হবে। কারণ এই ফোরামে বেশির ভাগ ই নতুন ট্রেডার। তাই দয়া করে নতুন একটি ছবি আপলোড করুন ।
ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে কারন রিয়াল মার্কেটে প্রতিটা ট্রেড কে আমাদের গুরুত্ব সহ কারে নিতে হবে। ট্রেডটি নেওয়ার আগে আপনার ট্রেডের সাস্হ ঠিক আছে কিনা দেখে নিতে হবে।আনদাজে ট্রেড না করে বুজে ট্রেড করতে হবে।
ব্যক্তিগতভাবে আমি বলবো নতুন ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট অথবা ফরেক্স এর এখন কি অবস্থা সেটা দেখে নেয়া উচিত। কারন কোন ট্রেড দেয়ার আগে বুঝে শুনে ও ভাল করে দেখে তারপর ট্রেড করা উচিৎ তাহলে ট্রেড লস কম হয় আর ভাল ট্রেডার রা দেখে শুনে ও বুঝেই ট্রেড দেয়। তাই আমার মতে সবার উচিত ভাল করে দেখে শুনে বুঝে তারপর ট্রেড করবেন তাহলে দেখবেন আপনিও একদিন বড় ট্রেডার হতে পারবেন।
নতুন ট্রেড করার আগে যে বিষয় টি আমার নিকট গুরুত্ব পূর্ণ তা হলো মার্কেট অ্যানালাইসিস। অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য -
১, ট্যাকনিকেল
২, পানডামেন্টাল ও
৩, সেন্টিমেন্টাল
এই সব গুলো এনালাইসিস গুরুত্ব পূর্ণ।
নতুন কোনো ট্রেড ওপেন করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে কোনো ট্রেড ওপেন আছে কিনা যদি থাকে তাহলে আর ট্রেড ওপেন করা যাবে না ।কারন যখন আপনি আরেকটা ট্রেড ওপেন করবেন তখন যদি আপনার ব্যালান্স কম থাকে সেক্ষেত্রে আপনার ব্যালান্স হারানোর সম্ভাবনা থাকে ।তাছারা আমি মনে করি প্রত্যেকটা ট্রেড ওপেন করতে আমাদের ব্রকারকে যে ভ্যাট দিতে হয় আমরা যদি কম ট্রেড ওপেন করি তবে অন্তত এই লস থেকে বাচা যাবে ।আর যখন একটা ট্রেড ওপেন আছেই তখন সেই ট্রেডটা আগে শেষ করুন তার পর ট্রেড ওপেন করুন ।
ভাই আপনার ছবিটি বর করেন তবে আমাদের মন নতুন দের জন্য বুঝতে সুবিধা হবে | আমরা যদি আপনার ছবি ভাল বুঝতে না পারি তবে কমেন্ট করব কী করে তাই আপনি আপনার সব কিছু থিক করেন ধন্যবাদ|