-
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লখ্ন নিচে দেওয়া হল:
১।ধৈর্য সহকারে ট্রেড করতে পারে না
২।ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা।
৩।না বুঝে ট্রেড করা।
৪।স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৫।লোভ করে ট্রেড করা।
৬। ফরেক্স মার্কেটের নিউজ না দেখা।
৭।ঘন ঘন ট্রেড করা।
ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এ খারাপ ট্রেড আর হওয়া খুব সহজ । আপনি যদি নিয়ম না মেনে ট্রেড করেন তাহলে আপনি খুব সহজে খারপ ট্রেড আর হতে পারবেন । ১/ ইমোশনাল ট্রেড করতে হবে । ২/ না বুঝে এমনি এক জায়গায় ট্রেড ওপেন করতে হবে । ৩/ কোন আনালাইসিস করার দরকার নাই । ৪/ লট ওপেন করবেন যখন যত মন চায় তত বেশি ওপেন করবেন । তবেই আপনি অনেক লস ট্রেড আর এ পরিণত হবেন ।
-
ভাল ট্রেডাররা কোন ট্রেড ওপেন করার আগে ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করে। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে। কম লট এ ট্রেড করে। কোন ঝুঁকি নেয় না। না বুঝে কোন ট্রেড ওপেন করে না। আসলে ভাল ভাবে উপার্জন করতে হলে আপনাকে দক্ষ ট্রেডার হলে হবে। আমি মনে করি এই সব মেনে চললে যে কেউ ফরেক্স এ ভাল করতে পারবেন।
-
ভাই আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে খুবি সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন।আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই বিষয় গুলো মেনে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।আমাদের কে এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে।বেসি ট্রেড করা যাবে না।লোভ কে কন্ট্রোল করে ট্রেড করতে হবে।ট্রেড করার আগে তিন ভাবে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে হবে।
-
আমরা সাধারণত সবসময় দেখি ভাল ট্রেডার হওয়ার টিপসগুলো । কিন্ত আজ অাপনার পোস্টটে তার ব্যাতিক্রম দেখলাম । বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে ফরেক্স এর উন্নতি সাধিত হয়েছে । একজন ভাল ট্রেডার অনেকভাবে অন্য সব সাধারণ ট্রেডার থেকে বেশি পরিমাণে এগিয়ে থাকতে পারে । তাই ভাল ট্রেডার হওয়ার ধাপগুলো আমাদেরকে অণুসরণ করতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফল না হওয়ার পিছনে আরও কিছু কারন আছে।যেমনঃ নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগন্যাল অন্ধভাবে অনুকরণ,নতুন অবস্থায়ই ফরেক্স না শিখে বিভিন্ন রোবট এবং হলিগ্রেইলের পিছিনে ছুটা,বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলা এবং ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া।
-
আমি এখনও একজন ভাল ত্রেদার হতে পারিনি। তবে ভাল ত্রেদার না হওয়ার লক্ষণ গুলো আমার কাছে যা মনে হয় তা হল............
১। ফরেক্স মার্কেটের উপর সঠিক জ্ঞান না থাকা।
২। ফরেক্স মার্কেটের উপর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা।
৩। ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে না পারা।
৪। মানি ম্যানেজমেন্ট করতে না পারা।
৫। ধরজ ধারন করতে না পারা।
৬। লোভ ত্যাগ করতে না পারা।
৭। ফরেক্স মার্কেটের নিউজ না দেখা।
৮। কিছু না জেনে বুঝে ট্রেড করা।
৯। ঘন ঘন ট্রেড করা।
১০। পরিকল্পনাহিন ভাবে ট্রেড করা।
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লক্ষন নিচে দেওয়া হলঃ
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।
২.সিস্টেম না বুঝে ট্রেড করা।
৩.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৪.বড় টাইমফ্রেম ব্যবহার না করা।
৫.মানিম্যানেজমেন্ট না মানা।
৬.খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার করা।
৭.ঘন ঘন ট্রেড করা।
-
একজন ভালো ট্রেডার না হওয়ার ক্ষেত্রে উপরোক্ত কথাগুলো সত্যি তবে এছাড়াও আরো অনেক বিষয় থেকে যায়। কারন ট্রেডিং প্লান অনুসরন না করে ট্রেড করে সফলতা পাওয়া যায় না। ট্রেড করার ক্ষেত্রে সময় নিয়ে ও ধৈর্য নিয়ে ট্রেড করতে হয়। এছাড়াও মার্কেট এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে না করতে পারলে ভালো ট্রেডার হওয়া সম্ভব না। একজন ভালো ট্রেডার কখনোই বেশি রিস্ক নিয়ে ট্রেড করেন না।
-
ভাল ট্রেডার না হলে আপনি কোনদিনও ফরেক্স থেকে লাভবান হতে পারবেন না। তবে ভাল ট্রেডার হওয়ার জন্য অনেক কিছু সম্পর্কে জানা লাগে। দক্ষ ট্রেডার না হবার লক্ষন হল- ট্রেন্ড না বুঝে সেখান সেখান থেকে ট্রেড ওপেন করা। ভালো ট্রেডার না হওয়ার সর্বপ্রথম লক্ষন ব্যক্তিগত ধৈর্য্য না থাকা।দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অর্থনীতির বিশ্লেষন ইত্যাদি ট্রেডিং পদ্ধতির সুষ্টু প্রয়োগ করতে না পারা। এছাড়াও মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে না পাড়া।
-
ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার না হাওয়ার লক্ষন নিম্নে দেওয়া হল :
(১) স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করলে ।
(২) মানি ম্যানেজমেন্ট না করলে ।
(৩) মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে না বুঝলে ।
(৪) এ্যানালাইসিস না করে ট্রেড করা।
(৫) ঘন ঘন ট্রেড করলে ।